ক্যাম্পাস ডেস্ক
রাজধানীর বনানীর ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ২০২৫ সেপ্টেম্বর সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধ্যাপক ড. মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন ও রেজিস্ট্রার খালিদ আব্দুল্লাহ বিন আবু বাকার। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন ফ্যাকাল্টি অব বিজনেস ম্যানেজমেন্টের ডিন গোলাম আহমেদ ফারুকী, ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের ডিন সৈয়দ আখতার হোসেন, প্রভোস্ট চ্যান জো জিম এবং শিক্ষার্থী নুসরাত নূরজাহান ও মাশরুকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুই শিক্ষার্থী শশী হোসেন ও আহনাফ ফতেহ হোসেন।
বিশেষ অতিথি অধ্যাপক কুশাইরি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এখন নিজের এবং পরিবারের প্রত্যাশা পূরণের দায়িত্ব তোমাদের। বেশি করে প্রশ্ন করতে শেখো, ক্লাসে সক্রিয় থাকো। যত বেশি প্রশ্ন করবে, তত বেশি নতুন জগৎ খুলে যাবে।’ তিনি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ত হওয়ারও পরামর্শ দেন।
রেজিস্ট্রার খালিদ আব্দুল্লাহ বলেন, ‘বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমাদের যাত্রা শুরু হলো। এটি চ্যালেঞ্জের মধ্যেও বিশাল সুযোগের বার্তা দেয়। নিজস্ব ভবিষ্যৎ গড়ে তুলতে এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে হবে।’
ডিন গোলাম আহমেদ ফারুকী বলেন, ‘তরুণেরাই পারে নিজেদের এবং দেশকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে। বড় স্বপ্ন দেখো এবং এগিয়ে যাও। মা-বাবা, অভিভাবক ও শিক্ষকেরা তোমাদের পাশে সব সময় আছেন। তাঁদের আশা পূরণে তোমার পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’
রাজধানীর বনানীর ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ২০২৫ সেপ্টেম্বর সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধ্যাপক ড. মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন ও রেজিস্ট্রার খালিদ আব্দুল্লাহ বিন আবু বাকার। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন ফ্যাকাল্টি অব বিজনেস ম্যানেজমেন্টের ডিন গোলাম আহমেদ ফারুকী, ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের ডিন সৈয়দ আখতার হোসেন, প্রভোস্ট চ্যান জো জিম এবং শিক্ষার্থী নুসরাত নূরজাহান ও মাশরুকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুই শিক্ষার্থী শশী হোসেন ও আহনাফ ফতেহ হোসেন।
বিশেষ অতিথি অধ্যাপক কুশাইরি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এখন নিজের এবং পরিবারের প্রত্যাশা পূরণের দায়িত্ব তোমাদের। বেশি করে প্রশ্ন করতে শেখো, ক্লাসে সক্রিয় থাকো। যত বেশি প্রশ্ন করবে, তত বেশি নতুন জগৎ খুলে যাবে।’ তিনি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ত হওয়ারও পরামর্শ দেন।
রেজিস্ট্রার খালিদ আব্দুল্লাহ বলেন, ‘বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমাদের যাত্রা শুরু হলো। এটি চ্যালেঞ্জের মধ্যেও বিশাল সুযোগের বার্তা দেয়। নিজস্ব ভবিষ্যৎ গড়ে তুলতে এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে হবে।’
ডিন গোলাম আহমেদ ফারুকী বলেন, ‘তরুণেরাই পারে নিজেদের এবং দেশকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে। বড় স্বপ্ন দেখো এবং এগিয়ে যাও। মা-বাবা, অভিভাবক ও শিক্ষকেরা তোমাদের পাশে সব সময় আছেন। তাঁদের আশা পূরণে তোমার পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছেন শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা।
৮ ঘণ্টা আগেদেশের তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা আর পরিবেশবান্ধব উদ্যোগ এবার পৌঁছে গেছে বিশ্বমঞ্চে। রাশিয়ার সোচিতে ১৩ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজে (আইওসিই) প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশের একটি দল।
১৫ ঘণ্টা আগেচীনে পিকিং ইউনিভার্সিটি ইয়েনচিং একাডেমির স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই বৃত্তিটি প্রযোজ্য।
১ দিন আগেশিশুকালে ভাষা শেখার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। এ সময় যদি ইংরেজি শেখানো যায়, তাহলে শিশুরা শোনা, বলা, পড়া ও লেখার মাধ্যমে সহজেই ভাষা আয়ত্ত করতে পারে। গান, গল্প, কার্টুন বা ছোট ভিডিওর মাধ্যমে শেখার প্রতি আগ্রহও বাড়ে। ফলে শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শক্ত ভিত্তি গড়ে ওঠে।
১ দিন আগে