Ajker Patrika

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন

ক্যাম্পাস ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ২০২৫ সেপ্টেম্বর সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধ্যাপক ড. মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন ও রেজিস্ট্রার খালিদ আব্দুল্লাহ বিন আবু বাকার। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন ফ্যাকাল্টি অব বিজনেস ম্যানেজমেন্টের ডিন গোলাম আহমেদ ফারুকী, ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের ডিন সৈয়দ আখতার হোসেন, প্রভোস্ট চ্যান জো জিম এবং শিক্ষার্থী নুসরাত নূরজাহান ও মাশরুকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুই শিক্ষার্থী শশী হোসেন ও আহনাফ ফতেহ হোসেন।

বিশেষ অতিথি অধ্যাপক কুশাইরি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এখন নিজের এবং পরিবারের প্রত্যাশা পূরণের দায়িত্ব তোমাদের। বেশি করে প্রশ্ন করতে শেখো, ক্লাসে সক্রিয় থাকো। যত বেশি প্রশ্ন করবে, তত বেশি নতুন জগৎ খুলে যাবে।’ তিনি শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ত হওয়ারও পরামর্শ দেন।

রেজিস্ট্রার খালিদ আব্দুল্লাহ বলেন, ‘বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমাদের যাত্রা শুরু হলো। এটি চ্যালেঞ্জের মধ্যেও বিশাল সুযোগের বার্তা দেয়। নিজস্ব ভবিষ্যৎ গড়ে তুলতে এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে হবে।’

ডিন গোলাম আহমেদ ফারুকী বলেন, ‘তরুণেরাই পারে নিজেদের এবং দেশকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে। বড় স্বপ্ন দেখো এবং এগিয়ে যাও। মা-বাবা, অভিভাবক ও শিক্ষকেরা তোমাদের পাশে সব সময় আছেন। তাঁদের আশা পূরণে তোমার পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার পতনের আগের দিন ড. ইউনূসের সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা হয়: নাহিদ

ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার

শেষ ওভারে নবির ছক্কাবৃষ্টি, বাংলাদেশের সমীকরণ কী দাঁড়াল

কুমিল্লায় ৪ মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশ-সেনাবাহিনী মোতায়েন

দিয়াবাড়ির কাশবনে নারীর অর্ধগলিত লাশ, মৃত্যু ১০-১২ দিন আগে: পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত