Ajker Patrika

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মসূচি

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১২: ২৮
আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মসূচি

আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এইউএসটি) শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিন দিনব্যাপী নিরাপত্তা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. আশরাফুল হক। 

কর্মসূচির লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সক্ষমতা উন্নত করা এবং ক্যাম্পাসে আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। ১৫ থেকে ১৭ অক্টোবর ঢাকায় মিরপুর-১০-এ অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয়ের ফায়ার সেফটি টিমের ৫০ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন, যা অগ্নি নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরি প্রতিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা এবং জ্ঞান দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এই উদ্যোগটি এইউএসটির ক্যাম্পাস সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুস্থতার অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা কর্মীদের জরুরি পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করার এবং সম্ভাব্য ঝুঁকি হ্রাসের সক্ষমতা দেবে। 

ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. আশরাফুল হক এই কর্মসূচির উদ্বোধন করে বলেন, ‘কর্মসূচির প্রয়োজনীয় নিরাপত্তা দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রস্তুতিমূলক কার্যক্রমকে উন্নত করবে এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। এটি বিশ্ববিদ্যালয়ের জরুরি সাড়া দেওয়ার কাঠামোকে শক্তিশালী করার এবং অপ্রত্যাশিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত