নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছরে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা বিনা মূল্যের পাঠ্যবইয়ে ভুল নিয়ে ব্যাপক সমালোচনার মুখে সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
আজ মঙ্গলবার এনসিটিবির প্রধান সম্পাদক ড. সন্তোষ কুমার ঢালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সংশোধনী দেওয়া হয়, যা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নবম শ্রেণির ৩টি বিষয়ের বইয়ে ৯টি অংশ সংশোধনী দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ে ৪টি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে ৩টি, পৌরনীতি ও নাগরিকতা বইয়ে ২টি অংশ।
জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পাঠ্যবইয়ে যেসব ভুল ছিল তা সংশোধন করা হয়েছে। এখন সংশোধনীগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ের সব শিক্ষকের কাছে পৌঁছানো হবে। সংশোধনীর সঙ্গে শিক্ষকদের জন্য কিছু নির্দেশনাও থাকবে। এতে উল্লেখ করা হবে কীভাবে শিক্ষার্থীদের বইগুলো সংশোধন করা হবে।’
ফরহাদুল ইসলাম আরও বলেন, ‘শিক্ষার্থীদের বইয়ে ভুলগুলো সংশোধন করা হলো কি না তাও এনসিটিবি থেকে মনিটরিং করা হবে।’
সংশোধনীতে বলা হয়, নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের ১৮১ পৃষ্ঠায় বলা হয়েছে ‘১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর বাংলাদেশ জুড়ে পাকিস্তান সামরিক বাহিনী নির্যাতন, গণহত্যা আর ধ্বংসলীলায় মেতে ওঠে’। প্রকৃতপক্ষে হবে—১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জুড়ে পাকিস্তান সামরিক বাহিনী নির্যাতন, গণহত্যা আর ধ্বংসলীলায় মেতে ওঠে।
২০০ নম্বর পৃষ্ঠায় দেওয়া হয়েছে—১২ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রকৃতপক্ষে হবে—১২ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
এ ছাড়া একই বইয়ের ২০২ ও ২০৩ নম্বর পৃষ্ঠার সংশোধনী দেওয়া হয়।
নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৬ পৃষ্ঠায় দেওয়া হয়েছে, ‘৫৪ সালের নির্বাচনে ৪টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।’ প্রকৃতপক্ষে হবে—৫৪ সালের নির্বাচনে ৫টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
এ ছাড়া একই বইয়ের ১৬ ও ২৮ নম্বর পৃষ্ঠাও সংশোধন করা হয়েছে। একই শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের ৫৭ ও ৫৯ পৃষ্ঠার সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
এর আগে গত ৪ জানুয়ারি নতুন বইয়ে পুরোনো ভুল শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। এতে আজ সংশোধনী দেওয়া সব ভুলের বিষয়ে উল্লেখ ছিল।
চলতি বছরে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা বিনা মূল্যের পাঠ্যবইয়ে ভুল নিয়ে ব্যাপক সমালোচনার মুখে সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
আজ মঙ্গলবার এনসিটিবির প্রধান সম্পাদক ড. সন্তোষ কুমার ঢালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সংশোধনী দেওয়া হয়, যা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নবম শ্রেণির ৩টি বিষয়ের বইয়ে ৯টি অংশ সংশোধনী দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ে ৪টি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে ৩টি, পৌরনীতি ও নাগরিকতা বইয়ে ২টি অংশ।
জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পাঠ্যবইয়ে যেসব ভুল ছিল তা সংশোধন করা হয়েছে। এখন সংশোধনীগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ের সব শিক্ষকের কাছে পৌঁছানো হবে। সংশোধনীর সঙ্গে শিক্ষকদের জন্য কিছু নির্দেশনাও থাকবে। এতে উল্লেখ করা হবে কীভাবে শিক্ষার্থীদের বইগুলো সংশোধন করা হবে।’
ফরহাদুল ইসলাম আরও বলেন, ‘শিক্ষার্থীদের বইয়ে ভুলগুলো সংশোধন করা হলো কি না তাও এনসিটিবি থেকে মনিটরিং করা হবে।’
সংশোধনীতে বলা হয়, নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের ১৮১ পৃষ্ঠায় বলা হয়েছে ‘১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর বাংলাদেশ জুড়ে পাকিস্তান সামরিক বাহিনী নির্যাতন, গণহত্যা আর ধ্বংসলীলায় মেতে ওঠে’। প্রকৃতপক্ষে হবে—১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জুড়ে পাকিস্তান সামরিক বাহিনী নির্যাতন, গণহত্যা আর ধ্বংসলীলায় মেতে ওঠে।
২০০ নম্বর পৃষ্ঠায় দেওয়া হয়েছে—১২ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রকৃতপক্ষে হবে—১২ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
এ ছাড়া একই বইয়ের ২০২ ও ২০৩ নম্বর পৃষ্ঠার সংশোধনী দেওয়া হয়।
নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৬ পৃষ্ঠায় দেওয়া হয়েছে, ‘৫৪ সালের নির্বাচনে ৪টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।’ প্রকৃতপক্ষে হবে—৫৪ সালের নির্বাচনে ৫টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
এ ছাড়া একই বইয়ের ১৬ ও ২৮ নম্বর পৃষ্ঠাও সংশোধন করা হয়েছে। একই শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের ৫৭ ও ৫৯ পৃষ্ঠার সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
এর আগে গত ৪ জানুয়ারি নতুন বইয়ে পুরোনো ভুল শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। এতে আজ সংশোধনী দেওয়া সব ভুলের বিষয়ে উল্লেখ ছিল।
রেকর্ডিং শোনার আগে পরীক্ষা প্রস্তুতির অনুশীলনে কী করতে হবে, কীভাবে করতে হবে, কেন করতে হবে ইত্যাদি বিশদভাবে বর্ণনা করা হলো। এখানে একটি উদাহরণ দেওয়া হলো।
১ ঘণ্টা আগেজাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক পর্যায়ের বেসরকারি কলেজগুলোর গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হতে সংশ্লিষ্ট ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক। তবে চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও আইনজীবীদের জন্য তা শিথিল করা হয়েছে। ফলে এমবিবিএস চিকিৎসক, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীরা
১৬ ঘণ্টা আগেথাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১ দিন আগেবর্তমান যুগ প্রযুক্তি ও জ্ঞানের যুগ। একাডেমিক ডিগ্রি যতটা গুরুত্বপূর্ণ, বাস্তব জীবনে টিকে থাকতে ততটাই প্রয়োজন বাস্তবভিত্তিক দক্ষতা। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন এখন সময়ের চাহিদা। এ পরিস্থিতিতে চাকরির বাজারে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি হচ্ছে।
১ দিন আগে