Ajker Patrika

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ছেলেরা ফেল করেছে বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৬: ৪৪
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ফেল করেছে ছয় লাখের বেশি শিক্ষার্থী। অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের সংখ্যাই বেশি।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষা দেয় ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয় ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। অর্থাৎ ফেল করেছে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী।

এ বছর মোট ৯ লাখ ৫১ হাজার ৬৯৭ জন ছেলে শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয় ৬ লাখ ২৬ হাজার ৯৮১ জন। মেয়ে পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৫২ হাজার ৩৮৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয় ৬ লাখ ৭৬ হাজার ৪৪৫ জন।

এসব তথ্য মেয়েদের তুলনায় ছেলেদের অকৃতকার্য হওয়ার চিত্রই সামনে আনছে।

গত ১০ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত