ঢাবি প্রতিনিধি
বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ১২তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্যাপন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল মিলনায়তনে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বনানী শাখার ব্যবস্থাপনা পরিচালক তহরুল হক, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সেক্রেটারি অধ্যাপক ড. হাসিনা খান অংশগ্রহণকারীদের ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তৃতা দেন। বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২-এর সমন্বয়ক অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সম্মানিত ফেলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সারা দেশের বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়কারীরা।
নবম-দশম (বিদ্যালয় গ্রুপ) ও একাদশ-দ্বাদশ (কলেজ গ্রুপ) শ্রেণির বিজ্ঞানের শিক্ষার্থীরা সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। জাতীয় সংগীতের মাধ্যমে বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ অনুষ্ঠান শুরু হয়। এবারের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্টাইপেন্ড মেডেল, সনদপত্র ও বিজ্ঞানবিষয়ক বই প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সামনে বিশ্বে বিজ্ঞানের জয়যাত্রার সঙ্গে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘জাতির পিতা শিখিয়ে গেছেন লড়াই করে জিততে হয়; কন্যা বলেছেন, করোনাকালে লড়ে যেতে হবে ভয় করে জয়। তরুণদের দিকে তাকালে আরও হাজার বছর বাঁচতে ইচ্ছে জাগে। তা না হলে আমরা প্রবীণেরা অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে যেতাম। মুক্তিযুদ্ধকালে একমাত্র আশা ছিল তরুণ প্রজন্ম। আমরা চলে যাব, আর তরুণেরা সোনার বাংলা গড়ে তুলবে—সেই আশাতেই আমরা বেঁচে আছি।’
উল্লেখ্য, এ বছর বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের আটটি বিভাগ থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। এর মধ্যে নবম-দশম (বিদ্যালয় গ্রুপ) ও একাদশ-দ্বাদশ (কলেজ গ্রুপ) শ্রেণির মোট ৬০ শিক্ষার্থীকে তিন স্তরে পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয় গ্রুপ থেকে প্রথম হয়েছেন রংপুর জেলা স্কুলের এস এম মুনতাসির মোস্তাফিজ। আর কলেজ গ্রুপে প্রথম হয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী রিফা তাসনিম সিফাত।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ১২তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্যাপন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল মিলনায়তনে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বনানী শাখার ব্যবস্থাপনা পরিচালক তহরুল হক, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সেক্রেটারি অধ্যাপক ড. হাসিনা খান অংশগ্রহণকারীদের ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তৃতা দেন। বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২-এর সমন্বয়ক অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সম্মানিত ফেলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সারা দেশের বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়কারীরা।
নবম-দশম (বিদ্যালয় গ্রুপ) ও একাদশ-দ্বাদশ (কলেজ গ্রুপ) শ্রেণির বিজ্ঞানের শিক্ষার্থীরা সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। জাতীয় সংগীতের মাধ্যমে বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ অনুষ্ঠান শুরু হয়। এবারের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্টাইপেন্ড মেডেল, সনদপত্র ও বিজ্ঞানবিষয়ক বই প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সামনে বিশ্বে বিজ্ঞানের জয়যাত্রার সঙ্গে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘জাতির পিতা শিখিয়ে গেছেন লড়াই করে জিততে হয়; কন্যা বলেছেন, করোনাকালে লড়ে যেতে হবে ভয় করে জয়। তরুণদের দিকে তাকালে আরও হাজার বছর বাঁচতে ইচ্ছে জাগে। তা না হলে আমরা প্রবীণেরা অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে যেতাম। মুক্তিযুদ্ধকালে একমাত্র আশা ছিল তরুণ প্রজন্ম। আমরা চলে যাব, আর তরুণেরা সোনার বাংলা গড়ে তুলবে—সেই আশাতেই আমরা বেঁচে আছি।’
উল্লেখ্য, এ বছর বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের আটটি বিভাগ থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। এর মধ্যে নবম-দশম (বিদ্যালয় গ্রুপ) ও একাদশ-দ্বাদশ (কলেজ গ্রুপ) শ্রেণির মোট ৬০ শিক্ষার্থীকে তিন স্তরে পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয় গ্রুপ থেকে প্রথম হয়েছেন রংপুর জেলা স্কুলের এস এম মুনতাসির মোস্তাফিজ। আর কলেজ গ্রুপে প্রথম হয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী রিফা তাসনিম সিফাত।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগেডাকসু হবে সবার, এটা কোনো দল বা বর্গের হবে না বলে প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও আসন্ন ডাকসু নির্বাচনে সংগঠন থেকে ভিপি পদপ্রার্থী সাদিক কায়েমের। কেমন ডাকসু প্রত্যাশা করেন—আজকের পত্রিকার এমন প্রশ্নে গতকাল মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।
১০ ঘণ্টা আগেডাকসু নির্বাচনের পরিবেশ খুবই ঘোলাটে এবং নির্বাচনের কোনো ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন ‘প্রতিরোধ পর্ষদ’ মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু। ডাকসু নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
১০ ঘণ্টা আগেডাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিভিন্ন অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ঢাবি) যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল প্যানেলের সম্ভাব্য ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকার সঙ্গে ডাকসু নির্বাচনের...
১১ ঘণ্টা আগে