প্রতিনিধি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সচেতন শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বরাবর দুই দফা দাবি পেশ করা হয়েছে। সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের ব্যাপারে নেওয়া সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হওয়া অস্থিতিশীল পরিস্থিতি নিরসন ও রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্তের দাবিতে গতকাল মঙ্গলবার এই দুই দফা দাবি পেশ করা হয়।
পত্রে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৭৬ তম এবং ৮০ তম সিন্ডিকেটে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এমন বরাত দিয়ে গণমাধ্যমে দেওয়া প্রশাসনের বক্তব্য বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি ও বিভ্রান্তির সূত্রপাত ঘটিয়েছে। যার ফলে, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া ও কাজী এম আনিছুল ইসলাম এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান পেশাগতভাবে ক্ষতির মুখে পড়েছেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে।
'সচেতন শিক্ষক সমাজ' তাঁদের আবেদনে এসব সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমরা মনে করি এই শিক্ষকগণ নোংরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশের সম্পূর্ণ পরিপন্থী।
উপাচার্যের নিকট পেশ করা লিখিত পত্রে প্রথম দাবিতে উল্লেখিত চারজন শিক্ষকের বিষয়সমূহের সুষ্ঠু সমাধান করে তাঁদেরকে মানসিকভাবে শিক্ষাকার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার পরিবেশ তৈরি করে দেওয়ার আবেদন জানানো হয়।
ওই পত্রে 'সচেতন শিক্ষক সমাজ' বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের দিকে অভিযোগ তুলে বলেন, সিন্ডিকেটে যেসব সিদ্ধান্ত হয়েছে তার বাইরে গিয়ে রেজিস্ট্রার সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেছেন ৷ যার ফলে শিক্ষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এছাড়াও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী উপাচার্য হওয়া সত্ত্বেও রেজিস্ট্রার উপাচার্যের মতামতের বাইরে সিদ্ধান্ত নেন। ফলে বিশ্ববিদ্যালয়ের অংশীজনের মাঝে প্রশ্ন উঠেছে, বিশ্ববিদ্যালয় কে চালান, রেজিস্ট্রার না উপাচার্য।
পত্রের দ্বিতীয় দাবিতে 'সচেতন শিক্ষক সমাজ' বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের সংরক্ষিত নথিপত্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রারের নিকট নিরাপদ নয় উল্লেখ করে রেজিস্ট্রারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আমলে নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
এই বিষয়ে জানতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীকে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি। তবে উপাচার্যের কার্যালয় সূত্রে জানা গেছে, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষক' ব্যানারে দেওয়া এই আবেদনটি উপাচার্য বরাবর পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 'সচেতন শিক্ষক সমাজ' এর ব্যানারে যারা যুক্ত আছেন তাঁদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়টির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন. এম রবিউল আউয়াল চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নাসির হুসেইন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সচেতন শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বরাবর দুই দফা দাবি পেশ করা হয়েছে। সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের ব্যাপারে নেওয়া সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হওয়া অস্থিতিশীল পরিস্থিতি নিরসন ও রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্তের দাবিতে গতকাল মঙ্গলবার এই দুই দফা দাবি পেশ করা হয়।
পত্রে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৭৬ তম এবং ৮০ তম সিন্ডিকেটে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এমন বরাত দিয়ে গণমাধ্যমে দেওয়া প্রশাসনের বক্তব্য বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি ও বিভ্রান্তির সূত্রপাত ঘটিয়েছে। যার ফলে, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া ও কাজী এম আনিছুল ইসলাম এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান পেশাগতভাবে ক্ষতির মুখে পড়েছেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে।
'সচেতন শিক্ষক সমাজ' তাঁদের আবেদনে এসব সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমরা মনে করি এই শিক্ষকগণ নোংরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশের সম্পূর্ণ পরিপন্থী।
উপাচার্যের নিকট পেশ করা লিখিত পত্রে প্রথম দাবিতে উল্লেখিত চারজন শিক্ষকের বিষয়সমূহের সুষ্ঠু সমাধান করে তাঁদেরকে মানসিকভাবে শিক্ষাকার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার পরিবেশ তৈরি করে দেওয়ার আবেদন জানানো হয়।
ওই পত্রে 'সচেতন শিক্ষক সমাজ' বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের দিকে অভিযোগ তুলে বলেন, সিন্ডিকেটে যেসব সিদ্ধান্ত হয়েছে তার বাইরে গিয়ে রেজিস্ট্রার সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেছেন ৷ যার ফলে শিক্ষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এছাড়াও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী উপাচার্য হওয়া সত্ত্বেও রেজিস্ট্রার উপাচার্যের মতামতের বাইরে সিদ্ধান্ত নেন। ফলে বিশ্ববিদ্যালয়ের অংশীজনের মাঝে প্রশ্ন উঠেছে, বিশ্ববিদ্যালয় কে চালান, রেজিস্ট্রার না উপাচার্য।
পত্রের দ্বিতীয় দাবিতে 'সচেতন শিক্ষক সমাজ' বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের সংরক্ষিত নথিপত্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রারের নিকট নিরাপদ নয় উল্লেখ করে রেজিস্ট্রারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আমলে নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
এই বিষয়ে জানতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীকে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি। তবে উপাচার্যের কার্যালয় সূত্রে জানা গেছে, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষক' ব্যানারে দেওয়া এই আবেদনটি উপাচার্য বরাবর পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 'সচেতন শিক্ষক সমাজ' এর ব্যানারে যারা যুক্ত আছেন তাঁদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়টির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন. এম রবিউল আউয়াল চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নাসির হুসেইন।
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমোদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের (এনজেইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার (১২ মে) সকালে বুয়েটের ইসিই ভবনের রাইজের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুষ্ঠানের আয়োজন করে বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স
৯ ঘণ্টা আগেযাঁরা একাডেমিক বা পেশাগত ক্ষেত্রে গবেষণার সঙ্গে জড়িত, তাঁদের বিভিন্ন জার্নালে প্রবন্ধ প্রকাশ করতে হয়। এ গবেষণার মাধ্যমে নতুন জ্ঞানের সৃষ্টি হয়। গবেষণা জার্নালগুলো সেই জ্ঞানের প্রচার ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে, প্রবন্ধ প্রকাশের প্রক্রিয়া কিছুটা জটিল, সময়সাপেক্ষ এবং ধৈর্যের প্রয়োজন...
১৯ ঘণ্টা আগেসৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-২৬-এর জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৯ ঘণ্টা আগে