রংপুর প্রতিনিধি
দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। হলে ফিরছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে নিজ নিজ হলের সামনে জড়ো হতে থাকেন। পরে সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট হল প্রভোস্ট এবং সহকারী প্রভোস্টরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হলে প্রবেশ করান।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীর্ঘদিন পর হলে প্রত্যাবর্তন করায় শিক্ষার্থীদের ফুল, চকলেট ও মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষার উপকরণ দিয়ে বরণ করা হয়। এ সময় তাঁদের কাছে আবাসিকের পরিচয়পত্র এবং টিকা গ্রহণের সনদ দেখা হয়। কমপক্ষে ১ম ডোজ টিকা গ্রহণকারীরা হলে প্রবেশের সুযোগ পেয়েছেন। লম্বা বিরতির পর হলে ফিরতে পেরে খুশি আবাসিক শিক্ষার্থীরা। ক্যাম্পাস চত্বরে প্রবেশের পর পরিচিতদের মধ্যে কুশল বিনিময় করতে দেখা যায় শিক্ষার্থীদের।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, দীর্ঘদিন বাসায় থেকে ক্যাম্পাস জীবন নিয়ে হতাশ হয়ে পড়েছিলাম। হলে ফেরার জন্য মনে বেকুলতা কাজ করত। অবশেষে হলে ফিরতে পারলাম।
শহীদ মুখতার ইলাহী হলের শিক্ষার্থী আবির রহমান বলেন, হল আমার কাছে দ্বিতীয় বাড়ি। এত দিন হল জীবনকে মিস করেছি। এখন হলে ফিরতে পেরে খুবই ভালো লাগছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন, শিক্ষার্থীদের হলে প্রত্যাবর্তনের জন্য আগেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা ছিল। বৈধ আবাসিক শিক্ষার্থীদের হলে তোলা হয়েছে। অবৈধ শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ নেই। এ জন্য হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে গত ৩০ অক্টোবর ৮২ তম সিন্ডিকেট সভায় ২ নভেম্বর থেকে আবাসিক হল ও ১১ নভেম্বর থেকে সশরীরে শ্রেণিকক্ষে ক্লাস-পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রয়োজনে অনলাইনে ক্লাস-পরীক্ষা গ্রহণ করা যাবে বলেও সিদ্ধান্ত হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, কমপক্ষে প্রথম ডোজ টিকা গ্রহণকারী এবং আবাসিক শিক্ষার্থীরাই সংশ্লিষ্ট হলে উঠতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট সকলকে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি তথা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনে চলা, সাবান-পানি দিয়ে হাত ধৌত করা এবং হাঁচি-কাশি হলে টিস্যু বা রুমাল ব্যবহার করা ইত্যাদি মেনে চলতে হবে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। হলে ফিরছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে নিজ নিজ হলের সামনে জড়ো হতে থাকেন। পরে সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট হল প্রভোস্ট এবং সহকারী প্রভোস্টরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হলে প্রবেশ করান।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীর্ঘদিন পর হলে প্রত্যাবর্তন করায় শিক্ষার্থীদের ফুল, চকলেট ও মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষার উপকরণ দিয়ে বরণ করা হয়। এ সময় তাঁদের কাছে আবাসিকের পরিচয়পত্র এবং টিকা গ্রহণের সনদ দেখা হয়। কমপক্ষে ১ম ডোজ টিকা গ্রহণকারীরা হলে প্রবেশের সুযোগ পেয়েছেন। লম্বা বিরতির পর হলে ফিরতে পেরে খুশি আবাসিক শিক্ষার্থীরা। ক্যাম্পাস চত্বরে প্রবেশের পর পরিচিতদের মধ্যে কুশল বিনিময় করতে দেখা যায় শিক্ষার্থীদের।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, দীর্ঘদিন বাসায় থেকে ক্যাম্পাস জীবন নিয়ে হতাশ হয়ে পড়েছিলাম। হলে ফেরার জন্য মনে বেকুলতা কাজ করত। অবশেষে হলে ফিরতে পারলাম।
শহীদ মুখতার ইলাহী হলের শিক্ষার্থী আবির রহমান বলেন, হল আমার কাছে দ্বিতীয় বাড়ি। এত দিন হল জীবনকে মিস করেছি। এখন হলে ফিরতে পেরে খুবই ভালো লাগছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন, শিক্ষার্থীদের হলে প্রত্যাবর্তনের জন্য আগেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা ছিল। বৈধ আবাসিক শিক্ষার্থীদের হলে তোলা হয়েছে। অবৈধ শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ নেই। এ জন্য হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে গত ৩০ অক্টোবর ৮২ তম সিন্ডিকেট সভায় ২ নভেম্বর থেকে আবাসিক হল ও ১১ নভেম্বর থেকে সশরীরে শ্রেণিকক্ষে ক্লাস-পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রয়োজনে অনলাইনে ক্লাস-পরীক্ষা গ্রহণ করা যাবে বলেও সিদ্ধান্ত হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, কমপক্ষে প্রথম ডোজ টিকা গ্রহণকারী এবং আবাসিক শিক্ষার্থীরাই সংশ্লিষ্ট হলে উঠতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট সকলকে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি তথা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনে চলা, সাবান-পানি দিয়ে হাত ধৌত করা এবং হাঁচি-কাশি হলে টিস্যু বা রুমাল ব্যবহার করা ইত্যাদি মেনে চলতে হবে।
ইতালির ইউনিভার্সিটি অব পিসা স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৩ ঘণ্টা আগে৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১ দিন আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১ দিন আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন টেক সেন্টার চালু হয়েছে। এই সেন্টারের নাম ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার (ডেটাসফট ম্যানুফেকচারিং অ্যান্ড এসেম্বলিং—ডিআইইউ টেক সেন্টার)। শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক দক্ষতা বাড়ানো
১ দিন আগে