Ajker Patrika

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ডিসেম্বরে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালে স্নাতক চতুর্থ বর্ষ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪,২০১৪-১৫ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষে নিবন্ধিত যেসব শিক্ষার্থী ২০১৯ সালের স্নাতক চতুর্থ বর্ষ পরীক্ষার সব বিষয়ে অংশগ্রহণ করে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন, শুধু সেই সব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন। 

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষ পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম অনলাইনে ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং অন্য তথ্য পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অনলাইনে আবেদন ফরম ডাউনলোড করা যাবে আগামী ১৯ অক্টোবর থেকে আগামী ১১ নভেম্বর পর্যন্ত। আবেদন ফরম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ১৩ নভেম্বর। অনলাইনে পূরণ করা বিবরণী ফরম, হিসাব বিবরণী ফরম, ইনকোর্সের নম্বরের মূল কপি ও প্রিন্ট কপি আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর। স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সব বিষয়ে উত্তীর্ণ (সর্বনিম্ন ডি গ্রেড প্রাপ্ত) পরীক্ষার্থীরাও এ পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত