Ajker Patrika

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেবে শিক্ষাবোর্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ২০: ১৪
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেবে শিক্ষাবোর্ড 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদানের নতুন নীতিমালা জারি করেছে শিক্ষামন্ত্রণালয়। এর ফলে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানের চূড়ান্ত ক্ষমতা পেল শিক্ষাবোর্ডগুলো।

আজ রোববার শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, এই দায়িত্ব ও ক্ষমতা শিক্ষাবোর্ডেরই ছিল। ২০১৬ সালের পর নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপন, পাঠদান ও স্বীকৃতির জন্য মন্ত্রণালয়ে আবেদন করতে হতো। তখন মন্ত্রণালয় থেকে শিক্ষাবোর্ডকে নিরীক্ষার দায়িত্ব দেওয়া হতো। শিক্ষামন্ত্রণালয় সম্মতি দেওয়ার পর শিক্ষাবোর্ড থেকে চূড়ান্ত অনুমতি দেওয়া হতো। কিন্তু এখন আর এ জটিলতা থাকছে না। চূড়ান্ত সম্মতি ও অনুমোদন শিক্ষাবোর্ডই দিতে পারবে। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটির মাধ্যমে বোর্ড সিদ্ধান্ত নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত