Ajker Patrika

ফেসবুক দ্য মেটা: রিসার্চ পিএইচডি ফেলোশিপ

মুসাররাত আবির
ফেসবুক দ্য মেটা: রিসার্চ পিএইচডি ফেলোশিপ

ফেসবুক ফেলোশিপ প্রোগ্রামটি একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং-সম্পর্কিত ক্ষেত্রে উদ্ভাবনী ও প্রাসঙ্গিক গবেষণায় নিয়োজিত ডক্টরাল শিক্ষার্থীদের উৎসাহিত এবং সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে; অর্থাৎ ফেসবুক ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে যেসব শিক্ষার্থী ডক্টরাল ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক, তাদের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করতে উৎসাহিত করা হয়। এই ফেলোশিপ প্রোগ্রাম যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের একটি শীর্ষ শ্রেণির সংস্থায় অন্তর্ভুক্ত করে থাকে; যা শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বাড়ায়। ফেসবুক ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে সারা বিশ্ব থেকে প্রচুর শিক্ষার্থী নির্বাচিত করা হয়। যাঁরা তাঁদের গবেষণাকাজের জন্য সুবিধা পান। এ ছাড়া ফেসবুক ফেলোশিপ প্রোগ্রাম এবং ইমার্জিং স্কলার অ্যাওয়ার্ডসের অধীনে বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ থাকে। 

ফেসবুক ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে সারা বিশ্ব থেকে প্রচুর শিক্ষার্থী নির্বাচিত করা হয়। যাঁরা তাঁদের গবেষণাকাজের জন্য সুবিধা পান। এ ছাড়া ফেসবুক ফেলোশিপ প্রোগ্রাম এবং ইমার্জিং স্কলার অ্যাওয়ার্ডসের অধীনে বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ থাকে। 

সুযোগ-সুবিধা
এটি একটি সম্পূর্ণ অর্থায়িত ফেলোশিপ প্রোগ্রাম। যার মাধ্যমে ফেলোশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছরের বেতন, টিউশন ফি, জীবনযাত্রা এবং সম্মেলন ভ্রমণের খরচ বাবদ প্রায় ৪ লাখ টাকা বা ৪২ হাজার ইউরো বার্ষিক উপবৃত্তি পাবেন; যা একাডেমিক বছর (দুই বছর) পর্যন্ত প্রদান করা হবে।

গবেষণার বিষয় 

  • এআই সিস্টেম এইচডব্লিউ এসডব্লিউ কো-ডিজাইন
  • অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস
  • এরআর/ভিআর ব্যাটারি রিসার্চ
  • এআর/ভিআর কম্পিউটার গ্রাফিকস
  • এআর/ভিআর ফিউচার টেকনোলজিস
  • এআর/ভিআর হিউম্যান-কম্পিউটার ইন্টারেকশন
  • এআর/ভিআর হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং
  • এআর/ভিআর ফটোনিকস অ্যান্ড অপটিকস
  • এআর/ভিআর ওয়্যারলেস
  • অডিও প্রেজেন্স
  • অগমেন্টেড রিয়্যালিটি অডিও
  • কম্পিউটার সোশ্যাল সায়েন্স
  • ডেটাবেইস সিস্টেমস
  • ডিস্ট্রিবিউটেড সিস্টেমস
  • ইকোনমিকস অ্যান্ড কম্পিউটেশন
  • হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন—সোশ্যাল মিডিয়া, পিপল অ্যান্ড সোসাইটি
  • নেটওয়ার্কিং
  • প্রাইভেসি অ্যান্ড ডেটা প্র্যাকটিসেস
  • প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস
  • সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি
  •  টেকনোলজি পলিসি রিসার্চ

আবেদনের যোগ্যতা 

  • আবেদনকারীকে অবশ্যই ফুলটাইম পিএইচডি শিক্ষার্থী হতে হবে। 
  • একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাস হতে হবে। 
  • আবেদনকারী যেকোনো জাতীয়তার হতে পারবেন।
  • আবেদনকারীকে অবশ্যই এক বা একাধিক চলমান গবেষণা প্রকল্পে জড়িত থাকতে হবে।
  • আবেদনকারী যদি ইতিমধ্যে ফেসবুক থেকে অন্য কোনো অনুদান পান, তাহলে স্বয়ংক্রিয়ভাবে এই ফেলোশিপের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

অফিশিয়াল ওয়েবসাইট: https://research.facebook.com
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর, ২০২২ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত