Ajker Patrika

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৬৯০ জন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৬৯০ জন 

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত ৬৯০ জন শিক্ষককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা সবাই সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

তবে পদোন্নতির দাবিতে আন্দোলন করা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এ পদোন্নতিতে সন্তুষ্ট নয়। জানতে চাইলে সংগঠনের সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবীর চৌধুরী বলেন, ‘আরও বেশি সংখ্যক শিক্ষককের পদোন্নতি হওয়া দরকার ছিল। আমাদের প্রত্যাশা অনুযায়ী পদোন্নতি হয়নি।’

প্রজ্ঞাপন থেকে জানা যায়, পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে অর্থনীতির ৪০ জন, আরবি ও ইসলামী শিক্ষার ২২ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ৩৭ জন, ইংরেজির ৫৯ জন, ইতিহাসের ৩৫ জন, উদ্ভিদবিদ্যার ৩৫ জন, কৃষিবিজ্ঞানের দুজন, গার্হস্থ্য অর্থনীতির দুজন, গণিতের ৩২ জন, দর্শনের ৩২ জন, পদার্থবিদ্যার ৩৫ জন, পরিসংখ্যানের ৪ জন, প্রাণিবিদ্যার ৩৬ জন, বাংলার ৫৯ জন, ব্যবস্থাপনার ৪৭ জন, ভূগোলের ১৪ জন, মনোবিজ্ঞানের ৭ জন, রসায়নের ৪০ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৬৬ জন, সমাজকল্যাণের ১৩ জন, সমাজবিজ্ঞানের ১৫ জন, সংস্কৃতের একজন, হিসাববিজ্ঞানের ৪৭ জন কর্মকর্তা রয়েছেন। 

এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণ কলেজের কর্মকর্তাদের মধ্যে ইসলামী আদর্শের (টিটিসি) একজন, ইংরেজি (টিটিসি) একজন, ইতিহাসের (টিটিসি) একজন, গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ের (টিটিসি) একজন, গণিতের (টিটিসি) একজন, প্রফেশনাল ইথিক্সের (টিটিসি) একজন, বাংলার (টিটিসি) একজন, ভূগোলের (টিটিসি) একজন, রাষ্ট্রবিজ্ঞানের (টিটিসি) একজন ও বিজ্ঞানের (টিটিসি) একজন রয়েছেন। 

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে আগের পদের দায়িত্ব পালন করবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। ইনসিটু বা সংযুক্ত সহযোগী অধ্যাপকেরা মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তরের পরিবর্তে সংযুক্ত কর্মস্থলের নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত