আফজাল হোসাইন
একজন শিক্ষার্থী যখন বিদ্যালয়ে পা রাখে, তখন সে শুধু বইয়ের পাতা উল্টাতে শেখে না, বরং শেখে জীবনের পাঠ। কিন্তু এ পাঠ শুধু অঙ্ক, বিজ্ঞান কিংবা ভাষার নয়; এর চেয়েও গুরুত্বপূর্ণ শিক্ষার নাম নৈতিক শিক্ষা। সাধারণত নৈতিকতা হচ্ছে সেই আলো, যা মানুষকে শুধু একজন দক্ষ কর্মী নয়, বরং একজন সৎ, দায়িত্বশীল এবং মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলে। এই আলোর প্রথম সংস্পর্শ হয় শ্রেণিকক্ষে, শিক্ষক নামক এক মহান ব্যক্তিত্বের মাধ্যমে। কীভাবে শ্রেণিকক্ষে নৈতিকতার শিক্ষা অর্জন করা যায়, চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
প্রয়োজনীয়তা ও সময়ের প্রেক্ষাপট
বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে যেমন সুবিধা এসেছে, তেমনি এসেছে বিভ্রান্তির ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশন কিংবা ইন্টারনেট—সব জায়গা থেকে তরুণদের মধ্যে নেতিবাচক প্রভাব ঢুকে পড়ছে। তরুণদের মানসিকতা ও মূল্যবোধ যখন ক্রমাগত চ্যালেঞ্জের মুখোমুখি, তখন শ্রেণিকক্ষ হয়ে উঠতে পারে নিরাপদ আশ্রয়। আর শিক্ষক হতে পারেন সেই আস্থার জায়গা। যিনি এই ঝড়ের মধ্যেও একজন শিক্ষার্থীকে স্থিরতা, সততা ও সঠিক পথে চলার সাহস দেন।
শ্রেণিকক্ষ শ্রেষ্ঠ জায়গা
শ্রেণিকক্ষ একটি ক্ষুদ্র সমাজের প্রতিচ্ছবি। এখানে প্রতিদিন ঘটে শিক্ষার আদান-প্রদান। কিন্তু এর বাইরেও ঘটে অনেক কিছু— সহানুভূতি, সহনশীলতা, দায়িত্ববোধ ও আন্তরিকতার চর্চা। এই জায়গাটিকে সবচেয়ে কার্যকরভাবে নৈতিক শিক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করা যায়। শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা যেভাবে নিজেদের গড়ে তোলে, তাই ভবিষ্যতে তাদের কর্মজীবন, পারিবারিক জীবন এমনকি সমাজে আচরণের প্রতিফলন ঘটায়।
শিক্ষকের ভূমিকায় নৈতিকতার সংমিশ্রণ
একজন শিক্ষক তাঁর কথায় নয়, বরং কাজে শিক্ষার্থীদের বেশি প্রভাবিত করেন। শিক্ষক যদি প্রতিদিনের জীবনে সততা, করুণা, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতা দেখান, তাহলে শিক্ষার্থীরা নিজেরাই এই গুণাবলি গ্রহণে আগ্রহী হয়। শিক্ষক যেন হয়ে ওঠেন জীবন্ত অনুকরণীয় আদর্শ—একজন রোল মডেল। তাঁদের প্রতিটি আচরণ শিক্ষার্থীদের মনে স্থায়ী ছাপ ফেলে।
নৈতিক শিক্ষার ধাপ
শ্রেণিকক্ষে নৈতিক শিক্ষাকে কার্যকর করতে শিক্ষকেরা নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
পাঠ্যবইয়ের বাইরে প্রভাব
একজন শিক্ষকের প্রভাব কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষকের হৃদয় দিয়ে শেখানো প্রতিটি পাঠ শিক্ষার্থীর মনে গেঁথে থাকে বছরের পর বছর। তাঁর জীবনদর্শন, নৈতিক দৃষ্টিভঙ্গি এবং মানবিক আচরণ শিক্ষার্থীদের গঠন করে একটি বৃহৎ মানবিক সমাজের ভিত্তি। যেমন: একজন কৃষক বীজ বপন করেন এবং সেই বীজ ধীরে ধীরে বৃক্ষ হয়ে ওঠে—তেমনি একজন শিক্ষক শিক্ষার্থীর অন্তরে নৈতিকতার বীজ বপন করেন, যা সময়ের সঙ্গে সঙ্গে একদিন মহিরুহে পরিণত হয়।
লেখক: প্রভাষক, মার্কেটিং বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
একজন শিক্ষার্থী যখন বিদ্যালয়ে পা রাখে, তখন সে শুধু বইয়ের পাতা উল্টাতে শেখে না, বরং শেখে জীবনের পাঠ। কিন্তু এ পাঠ শুধু অঙ্ক, বিজ্ঞান কিংবা ভাষার নয়; এর চেয়েও গুরুত্বপূর্ণ শিক্ষার নাম নৈতিক শিক্ষা। সাধারণত নৈতিকতা হচ্ছে সেই আলো, যা মানুষকে শুধু একজন দক্ষ কর্মী নয়, বরং একজন সৎ, দায়িত্বশীল এবং মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলে। এই আলোর প্রথম সংস্পর্শ হয় শ্রেণিকক্ষে, শিক্ষক নামক এক মহান ব্যক্তিত্বের মাধ্যমে। কীভাবে শ্রেণিকক্ষে নৈতিকতার শিক্ষা অর্জন করা যায়, চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
প্রয়োজনীয়তা ও সময়ের প্রেক্ষাপট
বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে যেমন সুবিধা এসেছে, তেমনি এসেছে বিভ্রান্তির ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশন কিংবা ইন্টারনেট—সব জায়গা থেকে তরুণদের মধ্যে নেতিবাচক প্রভাব ঢুকে পড়ছে। তরুণদের মানসিকতা ও মূল্যবোধ যখন ক্রমাগত চ্যালেঞ্জের মুখোমুখি, তখন শ্রেণিকক্ষ হয়ে উঠতে পারে নিরাপদ আশ্রয়। আর শিক্ষক হতে পারেন সেই আস্থার জায়গা। যিনি এই ঝড়ের মধ্যেও একজন শিক্ষার্থীকে স্থিরতা, সততা ও সঠিক পথে চলার সাহস দেন।
শ্রেণিকক্ষ শ্রেষ্ঠ জায়গা
শ্রেণিকক্ষ একটি ক্ষুদ্র সমাজের প্রতিচ্ছবি। এখানে প্রতিদিন ঘটে শিক্ষার আদান-প্রদান। কিন্তু এর বাইরেও ঘটে অনেক কিছু— সহানুভূতি, সহনশীলতা, দায়িত্ববোধ ও আন্তরিকতার চর্চা। এই জায়গাটিকে সবচেয়ে কার্যকরভাবে নৈতিক শিক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করা যায়। শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা যেভাবে নিজেদের গড়ে তোলে, তাই ভবিষ্যতে তাদের কর্মজীবন, পারিবারিক জীবন এমনকি সমাজে আচরণের প্রতিফলন ঘটায়।
শিক্ষকের ভূমিকায় নৈতিকতার সংমিশ্রণ
একজন শিক্ষক তাঁর কথায় নয়, বরং কাজে শিক্ষার্থীদের বেশি প্রভাবিত করেন। শিক্ষক যদি প্রতিদিনের জীবনে সততা, করুণা, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতা দেখান, তাহলে শিক্ষার্থীরা নিজেরাই এই গুণাবলি গ্রহণে আগ্রহী হয়। শিক্ষক যেন হয়ে ওঠেন জীবন্ত অনুকরণীয় আদর্শ—একজন রোল মডেল। তাঁদের প্রতিটি আচরণ শিক্ষার্থীদের মনে স্থায়ী ছাপ ফেলে।
নৈতিক শিক্ষার ধাপ
শ্রেণিকক্ষে নৈতিক শিক্ষাকে কার্যকর করতে শিক্ষকেরা নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
পাঠ্যবইয়ের বাইরে প্রভাব
একজন শিক্ষকের প্রভাব কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষকের হৃদয় দিয়ে শেখানো প্রতিটি পাঠ শিক্ষার্থীর মনে গেঁথে থাকে বছরের পর বছর। তাঁর জীবনদর্শন, নৈতিক দৃষ্টিভঙ্গি এবং মানবিক আচরণ শিক্ষার্থীদের গঠন করে একটি বৃহৎ মানবিক সমাজের ভিত্তি। যেমন: একজন কৃষক বীজ বপন করেন এবং সেই বীজ ধীরে ধীরে বৃক্ষ হয়ে ওঠে—তেমনি একজন শিক্ষক শিক্ষার্থীর অন্তরে নৈতিকতার বীজ বপন করেন, যা সময়ের সঙ্গে সঙ্গে একদিন মহিরুহে পরিণত হয়।
লেখক: প্রভাষক, মার্কেটিং বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
এসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
১ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
১ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
১ দিন আগেলক্ষ্মীপুর জেলার পশ্চিম শেখপুরা গ্রাম থেকে উঠে এসে হলি ক্রস কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনে পাবলিক পলিসিতে পিএইচডি গবেষণার যাত্রা। বর্তমানে ম্যাসাচুসেটস স্টেট হাউসের ব্যস্ত করিডরে লেজিসলেটিভ ইন্টার্ন হিসেবে কাজ...
১ দিন আগে