Ajker Patrika

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

শিক্ষা ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসে ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৬ আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয় নেদারল্যান্ডসের ভেলুভ অঞ্চলে অবস্থিত একটি বিশ্বখ্যাত গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিবছর ১০০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত।

সুযোগ-সুবিধা: ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয়ের এই বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। ডাচ বিশ্ববিদ্যালয়ের বেতন মান অনুসারে ২,৯০১-৩,৭০৭ ইউরো পর্যন্ত দেওয়া হবে। মাঠ গবেষণার জন্য তহবিল ও আবাসনের ব্যবস্থা এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকবে।

আবেদনের যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থীদের চমৎকার একাডেমিক ফলাফল থাকতে হবে। অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় চমৎকার লেখা ও বলায় অভিজ্ঞ হতে হবে। সমুদ্র, জ্বালানি এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানি বিষয়ে আগ্রহ থাকতে হবে।

বৃত্তির উদ্দেশ্য: সমুদ্রভিত্তিক বায়ু বিদ্যুৎ উৎপাদনে রূপান্তরের প্রক্রিয়ায় মৎস্য খাত এবং অন্যান্য সামুদ্রিক অংশীজনদের মধ্যে কারা উপকৃত হবে এবং কারা ক্ষতিগ্রস্ত হবে তা বিশ্লেষণ করা। বিধিনিষেধ ও পরিবেশগত পরিবর্তনের ফলে জেলেদের স্থানভিত্তিক অভিযোজন ও প্রতিক্রিয়া বিশ্লেষণ করা। গবেষণার ফলাফল পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশ এবং নীতি-আলোচনায় অবদান রাখা।

গবেষণা ক্ষেত্র: এই বৃত্তিটি একটি পিএইচডি গবেষণার ওপর ভিত্তি করে তৈরি, যেটি ডাচ উত্তর সাগরে বাণিজ্যিক মৎস্য খাতে সমুদ্রভিত্তিক বায়ু বিদ্যুৎকেন্দ্রের সামাজিক-অর্থনৈতিক প্রভাব অনুসন্ধান করবে।

প্রয়োজনীয় কাগজপত্র: অনলাইন আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট, একাডেমিক সার্টিফিকেট, চারটি পাসপোর্ট সাইজের ছবি, এমএসসি ডিগ্রির ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, ইংরেজি দক্ষতার প্রমাণ (যদি প্রযোজ্য হয়), রেফারিদের যোগাযোগের বিবরণ, মেডিকেল সার্টিফিকেট।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা-১৭ আসনে লড়বেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে

সাবেক স্বামীকে শায়েস্তা করতে যুবদল নেতাকে ভাড়া নারীর

এক বেডরুমের ভাড়া বাড়ি থেকে প্রাসাদে উঠছেন জোহরান মামদানি, কী আছে সেখানে

২০২৬ সালের কোন দিন কিসের ছুটি, তালিকা দেখুন

ড. ইউনূসকে নিয়ে রাজনাথ সিংয়ের মন্তব্য ‘শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্য পরিপন্থী’: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
Loading...