প্রতিনিধি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
মহামারির কারণে সেশনজটে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দুবার সশরীরে পরীক্ষা নেওয়া শুরু হলেও তা স্থগিত করা হয়। এ পরিস্থিতিতে অনলাইনে পরীক্ষা নেওয়া এবং দুর্যোগ পুনরুদ্ধার পরিকল্পনার (ডিজাস্টার রিকভারি প্ল্যান) জন্য দুটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এই উদ্যোগের কোনো অগ্রগতি নেই। দুই কমিটির আহ্বায়কেরা বলছেন, এ–সংক্রান্ত কোনো চিঠি তাঁরা পাননি।
এই অনিশ্চয়তা কাটাতে উপাচার্যের কাছে দাবি নিয়ে গেছেন শিক্ষার্থীরা। কিন্তু অনলাইনে পরীক্ষা নিতে তিনিও আগ্রহী নন বলে জানিয়ে দিয়েছেন।
অনলাইন পরীক্ষা সম্পর্কে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘অনলাইন পরীক্ষা তো ইম্পসিবল, কেউ ঠিকমতো পারছে না। অনলাইনে প্রথম কথা হচ্ছে নেট থাকে না, ক্লাসই করতে পারে না। সবাই তো অ্যাটেন্ডই করতে পারবে না।’
কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মাহিম মোশারফ সেজান বলেন, প্রায় সাড়ে চার বছর হয়ে গেলেও তৃতীয় বর্ষ এখনো শেষ করতে পারিনি! করোনা পরিস্থিতিতে সশরীরে কবে পরীক্ষা দিতে পারবে তা–ও অনিশ্চিত। তাই সেশনজট নিরসনে অনলাইনে পরীক্ষা নেওয়া উচিত। ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান বন্যা বলেন, অনলাইন পরীক্ষা এখন সময়ের দাবি। আমার সেশন ২০১৭-১৮ হিসাব অনুযায়ী আমাদের এখন চতুর্থ বর্ষে থাকার কথা। কিন্তু এখনো আমরা দ্বিতীয় বর্ষে আটকে আছি। সশরীরে পরীক্ষার আশায় থাকলে কবে পরীক্ষা দিতে পারব জানি না। সে জন্যে অনলাইন পরীক্ষাই এখন একমাত্র ভরসা।
এদিকে পরীক্ষার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. নূরুল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, `আমি জেনেছি, অনলাইন পরীক্ষার ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি থেকে যেই সুনির্দিষ্ট প্রস্তাব আসবে, সেভাবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমাদের কাছে এখনো কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আসেনি। মৌখিকভাবে তো কাজ করা যাবে না, অফিশিয়াল চিঠি পেলেই কাজ শুরু হবে।'
কমিটির কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করলে অনলাইন পরীক্ষা গ্রহণসংক্রান্ত বিষয়ের জন্য গঠিত কমিটির আহ্বায়ক ও প্রকৌশল অনুষদের ডিন মো. তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, কমিটি হওয়ার কথা শুনেছেন, কিন্তু চিঠি পাননি। চিঠি পেলে কাজ শুরু করতে পারবেন।
ডিজাস্টার রিকভারি প্ল্যান কমিটির আহ্বায়ক মো. রশিদুল ইসলাম শেখের কাছে এ ব্যাপারে জানতে চাইলে বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা হলো মৌখিক আদেশ। কাগজপত্র পেলে আমি বুঝব আমাকে আসলে দায়িত্ব দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চিঠি পেলেই যত দ্রুত সম্ভব ওই নির্দেশনার আলোকে আমরা কমিটির মেম্বাররা মিটিং কল করে সে বিষয়ে একটা কর্মপরিকল্পনা তৈরি করব।
কমিটির আহ্বায়কদের কাছে চিঠিপত্র না পৌঁছানোর কারণ জানতে চাইলে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘পেয়ে যাবে, কাজ শুরু করে দেবে, আমি বলব।’
সশরীরে পরীক্ষা নেওয়ার ব্যাপারে উপাচার্য বলেন, `আমরা অপেক্ষা করছি, আমাদের তো শিডিউল আছেই, যারা ফাইনাল ইয়ার যেমন, মাস্টার্স ২-১টা পরীক্ষা বাকি আছে বা অনার্স, তাঁদের অগ্রাধিকার দিয়ে আমরা রুটিনটা রিশিডিউল করে শুরু করে দেব। প্রতিটা দিনই তো এখন আনসার্টেইন, অবস্থা একটু ভালো হলে আবার শিডিউল দিয়ে দেব।' এ ছাড়া এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
মহামারির কারণে সেশনজটে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দুবার সশরীরে পরীক্ষা নেওয়া শুরু হলেও তা স্থগিত করা হয়। এ পরিস্থিতিতে অনলাইনে পরীক্ষা নেওয়া এবং দুর্যোগ পুনরুদ্ধার পরিকল্পনার (ডিজাস্টার রিকভারি প্ল্যান) জন্য দুটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এই উদ্যোগের কোনো অগ্রগতি নেই। দুই কমিটির আহ্বায়কেরা বলছেন, এ–সংক্রান্ত কোনো চিঠি তাঁরা পাননি।
এই অনিশ্চয়তা কাটাতে উপাচার্যের কাছে দাবি নিয়ে গেছেন শিক্ষার্থীরা। কিন্তু অনলাইনে পরীক্ষা নিতে তিনিও আগ্রহী নন বলে জানিয়ে দিয়েছেন।
অনলাইন পরীক্ষা সম্পর্কে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘অনলাইন পরীক্ষা তো ইম্পসিবল, কেউ ঠিকমতো পারছে না। অনলাইনে প্রথম কথা হচ্ছে নেট থাকে না, ক্লাসই করতে পারে না। সবাই তো অ্যাটেন্ডই করতে পারবে না।’
কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মাহিম মোশারফ সেজান বলেন, প্রায় সাড়ে চার বছর হয়ে গেলেও তৃতীয় বর্ষ এখনো শেষ করতে পারিনি! করোনা পরিস্থিতিতে সশরীরে কবে পরীক্ষা দিতে পারবে তা–ও অনিশ্চিত। তাই সেশনজট নিরসনে অনলাইনে পরীক্ষা নেওয়া উচিত। ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান বন্যা বলেন, অনলাইন পরীক্ষা এখন সময়ের দাবি। আমার সেশন ২০১৭-১৮ হিসাব অনুযায়ী আমাদের এখন চতুর্থ বর্ষে থাকার কথা। কিন্তু এখনো আমরা দ্বিতীয় বর্ষে আটকে আছি। সশরীরে পরীক্ষার আশায় থাকলে কবে পরীক্ষা দিতে পারব জানি না। সে জন্যে অনলাইন পরীক্ষাই এখন একমাত্র ভরসা।
এদিকে পরীক্ষার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. নূরুল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, `আমি জেনেছি, অনলাইন পরীক্ষার ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি থেকে যেই সুনির্দিষ্ট প্রস্তাব আসবে, সেভাবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমাদের কাছে এখনো কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আসেনি। মৌখিকভাবে তো কাজ করা যাবে না, অফিশিয়াল চিঠি পেলেই কাজ শুরু হবে।'
কমিটির কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করলে অনলাইন পরীক্ষা গ্রহণসংক্রান্ত বিষয়ের জন্য গঠিত কমিটির আহ্বায়ক ও প্রকৌশল অনুষদের ডিন মো. তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, কমিটি হওয়ার কথা শুনেছেন, কিন্তু চিঠি পাননি। চিঠি পেলে কাজ শুরু করতে পারবেন।
ডিজাস্টার রিকভারি প্ল্যান কমিটির আহ্বায়ক মো. রশিদুল ইসলাম শেখের কাছে এ ব্যাপারে জানতে চাইলে বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা হলো মৌখিক আদেশ। কাগজপত্র পেলে আমি বুঝব আমাকে আসলে দায়িত্ব দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চিঠি পেলেই যত দ্রুত সম্ভব ওই নির্দেশনার আলোকে আমরা কমিটির মেম্বাররা মিটিং কল করে সে বিষয়ে একটা কর্মপরিকল্পনা তৈরি করব।
কমিটির আহ্বায়কদের কাছে চিঠিপত্র না পৌঁছানোর কারণ জানতে চাইলে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘পেয়ে যাবে, কাজ শুরু করে দেবে, আমি বলব।’
সশরীরে পরীক্ষা নেওয়ার ব্যাপারে উপাচার্য বলেন, `আমরা অপেক্ষা করছি, আমাদের তো শিডিউল আছেই, যারা ফাইনাল ইয়ার যেমন, মাস্টার্স ২-১টা পরীক্ষা বাকি আছে বা অনার্স, তাঁদের অগ্রাধিকার দিয়ে আমরা রুটিনটা রিশিডিউল করে শুরু করে দেব। প্রতিটা দিনই তো এখন আনসার্টেইন, অবস্থা একটু ভালো হলে আবার শিডিউল দিয়ে দেব।' এ ছাড়া এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ওমানের সুলতান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য, ফুল ফান্ডেড বা সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা ‘ওমানি প্রোগ্রাম ফর কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক কো-অপারেশন’-এর আওতায় বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।
৯ ঘণ্টা আগেমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন (eSIF পূরণের মাধ্যমে) কার্যক্রম শুরু হয়েছে। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
১৩ ঘণ্টা আগেবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমান) কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
১ দিন আগেইতালির ইউনিভার্সিটি অব পিসা স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২ দিন আগে