Ajker Patrika

শাবিপ্রবির হল খুলছে সোমবার, মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস

শাবিপ্রবি প্রতিনিধি
শাবিপ্রবির হল খুলছে সোমবার, মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আগামী মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ রোববার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক সিন্ডিকেট সদস্য। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। 

সিন্ডিকেট সদস্যরা জানান, সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পরের দিন মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ অনলাইনে ক্লাস পরিচালনা করতে পারবে। তা ছাড়া সরকারি অন্য কোনো বিধিনিষেধ না থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে। 

এর আগে গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সামনে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক পরিস্থিতি ও জরুরি অবস্থার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় শাবি। পাশাপাশি পর দিন দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ফলে গত ১৬ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। 

তবে শিক্ষার্থীরা প্রশাসনের অনির্দিষ্টকালের বন্ধ প্রত্যাহার ও হল ত্যাগ না করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। টানা ২৬ দিন আন্দোলনের পর দাবি মেনে নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাসে শনিবার রাতে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত