Ajker Patrika

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেপ্টেম্বরে

স্নাতকোত্তর ও ডিগ্রি পর্যায়ে আটকে থাকা অসম্পূর্ণ পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কেন্দ্রগুলোতে এক আসন খালি রেখে আসন বিন্যাস করে এসব পরীক্ষা নেওয়া হবে। গতকাল সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষা গ্রহণ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক গত মার্চে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান বিভিন্ন পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতির কিছুটা উন্নতি, টিকাদান কার্যক্রম সম্প্রসারণ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনা করে স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে কেন্দ্রে দুই পরীক্ষার্থীর মধ্যে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করা হবে। 

বিজ্ঞপ্তিতে দুই ধরনের আসন বিন্যাসের কথা বলা হয়। প্রথম ক্ষেত্রে বেঞ্চে একজন পরীক্ষার্থী বসবেন এবং প্রতি বেঞ্চের পেছনের বেঞ্চে কোনো পরীক্ষার্থী বসবেন না। দ্বিতীয় ক্ষেত্রে আসন বিন্যাস ইংরেজি জেড অক্ষরের মতো করার সুপারিশ করা হয়েছে। 

এ সম্পর্কিত নির্দেশনায় বলা হয়, সব শিক্ষক, পরীক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মাস্ক পরে করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। শুধু পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিতের জন্য সাময়িক মাস্ক খোলা যাবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সাবান ও পানির ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত মোতাবেক ১৮ বছর ও তার বেশি বয়সী সবাইকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা/কর্মচারী এখনো টিকা গ্রহণ করেননি, তাঁদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। 

তবে আটকে থাকা এসব পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণের পর পরিস্থিতি বিবেচনায় অন্যান্য বর্ষের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। আজকের পত্রিকাকে তিনি বলেন, পরীক্ষাগুলো গ্রহণের পর আমরা এ বিষয়ে প্রতিক্রিয়া এবং করোনা পরিস্থিতি দেখে সরকারি নির্দেশনা মোতাবেক পরীক্ষা ছাড়া দ্বিতীয় বর্ষে প্রমোশন পাওয়া শিক্ষার্থীসহ অন্য বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু করব। পাশাপাশি সেপ্টেম্বরে ব্লেন্ডিং পদ্ধতি অনুসরণ করে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত