নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন শিক্ষাবর্ষের এক মাসের বেশি সময় পরও শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছায়নি। এ পরিস্থিতিতে কোন কোন উপজেলায় কোন কোন শ্রেণির পাঠ্যবই পৌঁছায়নি তা জানতে চেয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
গতকাল সোমবার এনসিটিবির উপসচিব এস. এম. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে তথ্য পাঠাতে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যেসব উপজেলায় এখনো সব পাঠ্যবই পৌঁছায়নি সেগুলোর তালিকা করতে বলা হয়েছে। এরপর আমরা তালিকা ধরে পাঠ্যবই পাঠানোর বিষয়টি মনিটরিং করব।’
অফিস আদেশে বলা হয়, ২০২৩ সালের যেসব শ্রেণি ও বিষয়ের পাঠ্যপুস্তক এখন পর্যন্ত পৌঁছায়নি, তার তালিকা এনসিটিবির চেয়ারম্যান বরাবর ই-মেইলে পাঠানোর জন্য বলা হলো।
এর আগে ৪ ফেব্রুয়ারি পাঠের কোটি বই ছাড়াই মাস পার শীর্ষক সংবাদ প্রকাশ করে আজকের পত্রিকা। এতে বলা হয়, প্রায় এক কোটি পাঠ্যবই মাঠপর্যায়ে (শিক্ষাপ্রতিষ্ঠানে) পৌঁছায়নি। এসবের মধ্যে ১০-১২ শতাংশ বই প্রাথমিকের আর বাকিগুলো মাধ্যমিক পর্যায়ের। গত বুধবার পর্যন্ত ছাপা বাকি ছিল প্রায় ৫০ লাখ বই। বাকি ৫০ লাখ ছাপা হলেও প্রি-ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) বা বিতরণপূর্ব পরিদর্শন হয়নি।
দেশে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের ২০১০ সাল থেকে বিনা মূল্যে পাঠ্যবই দিয়ে আসছে সরকার। এনসিটিবি সূত্র মতে, এবার ৩৩ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ৯২৩ কপি পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। মানসম্পন্ন মণ্ডের সংকটসহ কিছু কারণে এবার সময়মতো সব শিক্ষার্থীর হাতে মানসম্মত সব বই তুলে দেওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়।
নতুন শিক্ষাবর্ষের এক মাসের বেশি সময় পরও শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছায়নি। এ পরিস্থিতিতে কোন কোন উপজেলায় কোন কোন শ্রেণির পাঠ্যবই পৌঁছায়নি তা জানতে চেয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
গতকাল সোমবার এনসিটিবির উপসচিব এস. এম. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে তথ্য পাঠাতে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যেসব উপজেলায় এখনো সব পাঠ্যবই পৌঁছায়নি সেগুলোর তালিকা করতে বলা হয়েছে। এরপর আমরা তালিকা ধরে পাঠ্যবই পাঠানোর বিষয়টি মনিটরিং করব।’
অফিস আদেশে বলা হয়, ২০২৩ সালের যেসব শ্রেণি ও বিষয়ের পাঠ্যপুস্তক এখন পর্যন্ত পৌঁছায়নি, তার তালিকা এনসিটিবির চেয়ারম্যান বরাবর ই-মেইলে পাঠানোর জন্য বলা হলো।
এর আগে ৪ ফেব্রুয়ারি পাঠের কোটি বই ছাড়াই মাস পার শীর্ষক সংবাদ প্রকাশ করে আজকের পত্রিকা। এতে বলা হয়, প্রায় এক কোটি পাঠ্যবই মাঠপর্যায়ে (শিক্ষাপ্রতিষ্ঠানে) পৌঁছায়নি। এসবের মধ্যে ১০-১২ শতাংশ বই প্রাথমিকের আর বাকিগুলো মাধ্যমিক পর্যায়ের। গত বুধবার পর্যন্ত ছাপা বাকি ছিল প্রায় ৫০ লাখ বই। বাকি ৫০ লাখ ছাপা হলেও প্রি-ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) বা বিতরণপূর্ব পরিদর্শন হয়নি।
দেশে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের ২০১০ সাল থেকে বিনা মূল্যে পাঠ্যবই দিয়ে আসছে সরকার। এনসিটিবি সূত্র মতে, এবার ৩৩ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ৯২৩ কপি পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। মানসম্পন্ন মণ্ডের সংকটসহ কিছু কারণে এবার সময়মতো সব শিক্ষার্থীর হাতে মানসম্মত সব বই তুলে দেওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন (eSIF পূরণের মাধ্যমে) কার্যক্রম শুরু হয়েছে। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
৩ ঘণ্টা আগেবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমান) কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
১৭ ঘণ্টা আগেইতালির ইউনিভার্সিটি অব পিসা স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১ দিন আগে৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
২ দিন আগে