Ajker Patrika

বিদেশে উচ্চশিক্ষা: লেস্টার বি পিয়ারসন বৃত্তি

শিক্ষা ডেস্ক
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৮: ৫০
বিদেশে উচ্চশিক্ষা: লেস্টার বি পিয়ারসন বৃত্তি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়ালেখার জন্য কানাডা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী এই দেশে পড়তে যাচ্ছেন। সহজ অভিবাসন নীতি ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অনেকেই এখন পড়াশোনার জন্য কানাডাকে বেছে নিচ্ছেন। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তিও দিচ্ছে। এ রকম একটি বৃত্তি হলো লেস্টার বি পিয়ারসন বৃত্তি।

সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় বিদেশি শিক্ষার্থীরা দেশটির টরন্টো বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি বিশ্বের ২৫তম স্থানে এবং দেশে ১ম স্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের উচ্চ মানের শিক্ষা এবং অন্যান্য সুবিধা প্রদান করে।

সুযোগ-সুবিধা

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য লেস্টার বি পিয়ারসন বৃত্তির আওতায় যেসব সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলোর হলো অন্যতম সম্পূর্ণ টিউশন ফির ব্যবস্থা করা, পাঠ্যবই দেওয়া, প্রোগ্রাম চলাকালীন স্বাস্থ্যবিমা এবং ৪ বছরের জন্য আবাসনের ব্যবস্থা।

অধ্যয়নের বিষয়সমূহ

টরন্টো বিশ্ববিদ্যালয়ে মানবিক ও সামাজিক বিজ্ঞান, লাইফ সায়েন্স, শারীরিক ও গাণিতিক বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবস্থাপনা, কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল, শারীরিক শিক্ষা, সংগীত এবং স্থাপত্যে ৭০০টি স্নাতক প্রোগ্রাম অধ্যয়নের সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডার নাগরিকত্ব থাকা যাবে না। এ ছাড়া বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৪ সালের জুনের আগে মাধ্যমিক বিদ্যালয়ে উত্তীর্ণ হতে হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে টরন্টো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরুর মানসিকতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৮ নভেম্বর ২০২৪।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত