সিলেট প্রতিনিধি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৪ হাজার ২১০ জনের। এর মধ্যে ২ হাজার ১৬৫ জন পরীক্ষায় অংশ নেন। উপস্থিতির হার ছিল ৫১.৪৩ শতাংশ, আর অনুপস্থিতির হার ৪৮.৫৭ শতাংশ। ভর্তি পরীক্ষার ফল ৩০ অক্টোবর প্রকাশ করা হবে। এ বছর সিকৃবিতে ৪৩১ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। পরীক্ষা শেষে সিকৃবির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রায় অর্ধেক পরীক্ষার্থী অনুপস্থিতির ব্যাপারে ভর্তি পরীক্ষা কমিটি-২০২৪ এর আহবায়ক ও সিকৃবির কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা হয় সবার শেষে। আর এর আগে সকল ভার্সিটির ভর্তি কার্যক্রম শেষ হয়ে ক্লাসও শুরু হয়ে যায়। এ ছাড়া অনেক শিক্ষার্থী তখন প্রাইভেটেও ভর্তি হয়ে যায়। যে কারণে এখানে আবেদন করলেও আর শিক্ষার্থীরা আগ্রহ দেখায় না পরীক্ষা দিতে। এজন্য মূলত পরীক্ষার্থী কম উপস্থিত হয়।
এ বছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭১৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন সিকৃবির শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৪ হাজার ২১০ জনের। এর মধ্যে ২ হাজার ১৬৫ জন পরীক্ষায় অংশ নেন। উপস্থিতির হার ছিল ৫১.৪৩ শতাংশ, আর অনুপস্থিতির হার ৪৮.৫৭ শতাংশ। ভর্তি পরীক্ষার ফল ৩০ অক্টোবর প্রকাশ করা হবে। এ বছর সিকৃবিতে ৪৩১ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। পরীক্ষা শেষে সিকৃবির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রায় অর্ধেক পরীক্ষার্থী অনুপস্থিতির ব্যাপারে ভর্তি পরীক্ষা কমিটি-২০২৪ এর আহবায়ক ও সিকৃবির কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা হয় সবার শেষে। আর এর আগে সকল ভার্সিটির ভর্তি কার্যক্রম শেষ হয়ে ক্লাসও শুরু হয়ে যায়। এ ছাড়া অনেক শিক্ষার্থী তখন প্রাইভেটেও ভর্তি হয়ে যায়। যে কারণে এখানে আবেদন করলেও আর শিক্ষার্থীরা আগ্রহ দেখায় না পরীক্ষা দিতে। এজন্য মূলত পরীক্ষার্থী কম উপস্থিত হয়।
এ বছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭১৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন সিকৃবির শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম রসুল।
প্রাথমিকের পর মাদ্রাসার ইবতেদায়ি পর্যায় এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ডিসেম্বরের শেষে এ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে। মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রের তথ্য অনুযায়ী, মোট ছয়টি বিষয়ে পাঁচটি পত্রে এবারের বৃত্তি পরীক্ষা আয়োজিত হবে।
১ ঘণ্টা আগেপাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নের’ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২ জন শিক্ষক। তারা অবিলম্বে শিক্ষকদের মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের মুক্তি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
৮ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও ই-লার্নিংয়ের সুযোগ দিতে আগামী ছয় মাসের মধ্যে এই অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যোগকে শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
১৩ ঘণ্টা আগেদেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৫’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত ৫ আগস্ট ঢাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়
১ দিন আগে