Ajker Patrika

অস্ট্রেলিয়ায় অর্থায়িত বৃত্তি

শিক্ষা ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দেশটি অ্যাওয়ার্ডস স্কলারশিপ তেমনই একটি বৃত্তি। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে অর্থায়ন করবে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়।

এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। ফিরতি বিমান ভ্রমণের টিকিট; এ ছাড়া রয়েছে আবাসন খরচ, পাঠ্যপুস্তক, অধ্যয়ন উপকরণ ভাতা, জীবনযাত্রার ভাতা ও স্বাস্থ্য ভাতা।

যোগ্য দেশের তালিকা

এশিয়া: বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর ও ভিয়েতনাম। এ ছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে। বৃত্তির জন্য নির্ধারিত দেশের নাগরিক হতে হবে। একই সঙ্গে প্রার্থীদের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকা যাবে না। সামরিক কাজে নিয়োজিত, এমন প্রার্থীদের আবেদনে নিরুৎসাহিত করা হয়েছে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩০ এপ্রিল ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত