মো. মাজেদুল হক খান
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ব্যবসা শিক্ষা বিভাগে ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে সৃজনশীল অংশে ৭০ নম্বর এবং বহুনির্বাচনী অংশে ৩০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্রে ভালো করার জন্য অবশ্যই অঙ্কের ওপর গুরুত্ব দিতে হবে। যেহেতু দুটি পত্র একত্রে গ্রেড নির্ধারণ করা হয়, তাই প্রথম পত্রে বেশি নম্বর তুলতে হবে। এ জন্য অঙ্কের সূত্রগুলো ভালোভাবে অনুশীলন করতে হবে। তা ছাড়া তাত্ত্বিক অংশে ভালো নম্বর পাওয়ার জন্য পূর্ণ নম্বরের উত্তর দিতে হবে। সে ক্ষেত্রে সৃজনশীল অংশে answer key সঠিকভাবে চিহ্নিত করতে হবে। শিক্ষার্থীরা যদি বিগত বছরগুলোর বিভিন্ন বোর্ডের বিভিন্ন বছরের প্রশ্নগুলো সমাধান করে তাহলে সৃজনশীল ও বহুনির্বাচনী দুটি অংশে ভালো করতে পারবে। অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক:
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র
অধ্যায়-১ (অর্থায়নের সূচনা)
এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন থাকে, বিশেষ করে অর্থায়নের নীতি, অর্থায়নের প্রকারভেদ ও অর্থায়নের লক্ষ্য—এই তিনটি টপিক ভালোভাবে অধ্যয়ন করতে হবে। বহুনির্বাচনীর জন্য অর্থায়নের ক্রমবিকাশ গুরুত্ব দিয়ে পড়তে হবে।
অধ্যায়-৩ (অর্থের সময় মূল্য)
এই অধ্যায় থেকে বার্ষিক বৃত্তির বর্তমান ও ভবিষ্যৎ মূল্য, সুদের হার নির্ণয়, প্রকৃত সুদের হার। তা ছাড়া বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের ওপরও অঙ্ক থাকতে পারে। থিওরির জন্য মাসিক সুদের হার, চক্রবৃদ্ধিকরণ, বাট্টাকরণ, Rule-72, Rule-69 ইত্যাদি।
অধ্যায়-৬ (দীর্ঘমেয়াদি অর্থায়ন)
এই অধ্যায় থেকে থিওরির জন্য বন্ডের প্রকারভেদ ও বৈশিষ্ট্য ভালোভাবে অধ্যয়ন করতে হবে। অঙ্কের জন্য বন্ডের মূল্য নির্ধারণ এবং বন্ড থেকে অর্থের হার নির্ণয় ভালোভাবে চর্চা করতে হবে।
অধ্যায়-৮ (মূলধন বাজেটিং ও বিনিয়োগের সিদ্ধান্ত)
এই অধ্যায় থেকে ভালোভাবে অঙ্ক চর্চা করতে হবে। অবাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি—এগুলোর অঙ্ক সব সময় থাকে। তা ছাড়া থিওরির জন্য মূলধন নিয়ন্ত্রণ, স্বাধীন প্রকল্প, পরস্পর বর্জনশীল প্রকল্প।
অধ্যায়-৯ (ঝুঁকি ও মুনাফার হার) এই অধ্যায় থেকে থিওরির জন্য ঝুঁকির প্রকারভেদ ভালোভাবে অধ্যয়ন করতে হবে। অঙ্কের জন্য আদর্শ বিচ্যুতি নির্ণয়, বিভেদাংশ নির্ণয়, পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়। পোর্টফোলিও আয়ের হার নির্ণয়, প্রত্যাশিত আয়ের হার নির্ণয় ভালোভাবে অধ্যয়ন করতে হবে।
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র
অধ্যায়-১ (ব্যাংক ব্যবস্থায় প্রাথমিক ধারণা)
সৃজনশীল প্রশ্নের জন্য ব্যাংকের শ্রেণিবিন্যাস গুরুত্ব দিয়ে অধ্যয়ন করতে হবে।
অধ্যায়-২ (কেন্দ্রীয় ব্যাংক)
এই অধ্যায় থেকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ প্রভৃতি থেকে সব সময় সৃজনশীল প্রশ্ন আসে। নিকাশঘর, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলিও ভালোভাবে দেখাতে হবে।
অধ্যায়-৪ (ব্যাংক হিসাব)
ব্যাংক হিসাবের প্রকারভেদ ভালোভাবে অধ্যয়ন করতে হবে। ব্যাংক হিসাব খোলার পদ্ধতি।
অধ্যায়-৬ (চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিজরি নোট)
এই অধ্যায় থেকে চেকের প্রকারভেদ, চেকের পক্ষসমূহ, চেকের অনুমোদন, চেকের প্রকারভেদ বিশেষ করে দাগকাটা চেক, বাহক চেক, হুকুম চেক ইত্যাদি। চেকের জালিয়াতি ও প্রতারণা, চেকের অমর্যাদা ও অঙ্গীকারপত্র।
অধ্যায়-৯ (ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংক)
বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য বিশেষ করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, ATM।
বিমা পার্ট: এ অংশ থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে।
দশম-১০ (বিমা সম্পর্কে মৌলিক ধারণা): বিমা চুক্তির অপরিহার্য উপাদান, বিমা ব্যবসার মূলনীতি, বিমার শ্রেণিবিভাগ, ঝুঁকি ও এর প্রকারভেদ।
অধ্যায়-১১ (জীবন বিমা): এই অধ্যায় থেকে জীবন বিমার শ্রেণিবিভাগ বার্ষিক বৃত্তি, পুনর্বিমা দ্বৈত বিমা, সম্পন্ন মূল্য ও প্রিমিয়াম।
লেখক: সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ব্যবসা শিক্ষা বিভাগে ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে সৃজনশীল অংশে ৭০ নম্বর এবং বহুনির্বাচনী অংশে ৩০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্রে ভালো করার জন্য অবশ্যই অঙ্কের ওপর গুরুত্ব দিতে হবে। যেহেতু দুটি পত্র একত্রে গ্রেড নির্ধারণ করা হয়, তাই প্রথম পত্রে বেশি নম্বর তুলতে হবে। এ জন্য অঙ্কের সূত্রগুলো ভালোভাবে অনুশীলন করতে হবে। তা ছাড়া তাত্ত্বিক অংশে ভালো নম্বর পাওয়ার জন্য পূর্ণ নম্বরের উত্তর দিতে হবে। সে ক্ষেত্রে সৃজনশীল অংশে answer key সঠিকভাবে চিহ্নিত করতে হবে। শিক্ষার্থীরা যদি বিগত বছরগুলোর বিভিন্ন বোর্ডের বিভিন্ন বছরের প্রশ্নগুলো সমাধান করে তাহলে সৃজনশীল ও বহুনির্বাচনী দুটি অংশে ভালো করতে পারবে। অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক:
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র
অধ্যায়-১ (অর্থায়নের সূচনা)
এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন থাকে, বিশেষ করে অর্থায়নের নীতি, অর্থায়নের প্রকারভেদ ও অর্থায়নের লক্ষ্য—এই তিনটি টপিক ভালোভাবে অধ্যয়ন করতে হবে। বহুনির্বাচনীর জন্য অর্থায়নের ক্রমবিকাশ গুরুত্ব দিয়ে পড়তে হবে।
অধ্যায়-৩ (অর্থের সময় মূল্য)
এই অধ্যায় থেকে বার্ষিক বৃত্তির বর্তমান ও ভবিষ্যৎ মূল্য, সুদের হার নির্ণয়, প্রকৃত সুদের হার। তা ছাড়া বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের ওপরও অঙ্ক থাকতে পারে। থিওরির জন্য মাসিক সুদের হার, চক্রবৃদ্ধিকরণ, বাট্টাকরণ, Rule-72, Rule-69 ইত্যাদি।
অধ্যায়-৬ (দীর্ঘমেয়াদি অর্থায়ন)
এই অধ্যায় থেকে থিওরির জন্য বন্ডের প্রকারভেদ ও বৈশিষ্ট্য ভালোভাবে অধ্যয়ন করতে হবে। অঙ্কের জন্য বন্ডের মূল্য নির্ধারণ এবং বন্ড থেকে অর্থের হার নির্ণয় ভালোভাবে চর্চা করতে হবে।
অধ্যায়-৮ (মূলধন বাজেটিং ও বিনিয়োগের সিদ্ধান্ত)
এই অধ্যায় থেকে ভালোভাবে অঙ্ক চর্চা করতে হবে। অবাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি—এগুলোর অঙ্ক সব সময় থাকে। তা ছাড়া থিওরির জন্য মূলধন নিয়ন্ত্রণ, স্বাধীন প্রকল্প, পরস্পর বর্জনশীল প্রকল্প।
অধ্যায়-৯ (ঝুঁকি ও মুনাফার হার) এই অধ্যায় থেকে থিওরির জন্য ঝুঁকির প্রকারভেদ ভালোভাবে অধ্যয়ন করতে হবে। অঙ্কের জন্য আদর্শ বিচ্যুতি নির্ণয়, বিভেদাংশ নির্ণয়, পোর্টফোলিও ঝুঁকি নির্ণয়। পোর্টফোলিও আয়ের হার নির্ণয়, প্রত্যাশিত আয়ের হার নির্ণয় ভালোভাবে অধ্যয়ন করতে হবে।
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র
অধ্যায়-১ (ব্যাংক ব্যবস্থায় প্রাথমিক ধারণা)
সৃজনশীল প্রশ্নের জন্য ব্যাংকের শ্রেণিবিন্যাস গুরুত্ব দিয়ে অধ্যয়ন করতে হবে।
অধ্যায়-২ (কেন্দ্রীয় ব্যাংক)
এই অধ্যায় থেকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ প্রভৃতি থেকে সব সময় সৃজনশীল প্রশ্ন আসে। নিকাশঘর, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলিও ভালোভাবে দেখাতে হবে।
অধ্যায়-৪ (ব্যাংক হিসাব)
ব্যাংক হিসাবের প্রকারভেদ ভালোভাবে অধ্যয়ন করতে হবে। ব্যাংক হিসাব খোলার পদ্ধতি।
অধ্যায়-৬ (চেক, বিল অব এক্সচেঞ্জ ও প্রমিজরি নোট)
এই অধ্যায় থেকে চেকের প্রকারভেদ, চেকের পক্ষসমূহ, চেকের অনুমোদন, চেকের প্রকারভেদ বিশেষ করে দাগকাটা চেক, বাহক চেক, হুকুম চেক ইত্যাদি। চেকের জালিয়াতি ও প্রতারণা, চেকের অমর্যাদা ও অঙ্গীকারপত্র।
অধ্যায়-৯ (ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংক)
বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য বিশেষ করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, ATM।
বিমা পার্ট: এ অংশ থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে।
দশম-১০ (বিমা সম্পর্কে মৌলিক ধারণা): বিমা চুক্তির অপরিহার্য উপাদান, বিমা ব্যবসার মূলনীতি, বিমার শ্রেণিবিভাগ, ঝুঁকি ও এর প্রকারভেদ।
অধ্যায়-১১ (জীবন বিমা): এই অধ্যায় থেকে জীবন বিমার শ্রেণিবিভাগ বার্ষিক বৃত্তি, পুনর্বিমা দ্বৈত বিমা, সম্পন্ন মূল্য ও প্রিমিয়াম।
লেখক: সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আজ সোমবার (১২ আগস্ট) রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে। দুই দিন বাড়ানো এই সময়সীমা গত রোববার (১০ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস
১ ঘণ্টা আগেব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
৪ ঘণ্টা আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
৫ ঘণ্টা আগে