প্রতিনিধি, খুবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩৩৫ কোটি টাকার সংশোধিত চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পিআইসি কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এ সভায় বর্ণিত প্রকল্পের অধীনে কাজ সমাপ্ত, নির্মাণাধীন ও শিগগিরই নির্মাণ শুরু করার প্রক্রিয়াধীন অবকাঠামোসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের অগ্রগতি, উদ্ভূত সমস্যা ও সমাধানে প্রয়োজনীয় সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।
সভার শুরুতে প্রকল্পের পরিচিতি, প্রকল্পের উদ্দেশ্য, আর্থিক অগ্রগতি, প্রকল্পের অঙ্গভিত্তিক বাস্তবায়ন অগ্রগতি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহা. মাহবুবুস সোবহান।
প্রকল্পের অঙ্গভিত্তিক ভৌত-অবকাঠামোর চলমান নির্মাণ অবস্থা তুলে ধরেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক। সভায় পিআইসির সদস্য শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিভাগ ও শাখার ৬ জন প্রতিনিধি সশরীরে এবং কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা অনলাইনে যুক্ত ছিলেন।
সভায় অগ্রগতি পর্যালোচনায় দেখা যায় করোনা মহামারিসহ বেশ কয়েকটি উদ্ভূত সমস্যার কারণে প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়ে। নতুন উপাচার্য যোগদানের পর তাঁর গতিশীল নেতৃত্ব, পরামর্শ ও গৃহীত পদক্ষেপর ফলে গত চার মাসের মধ্যে সকল স্তরে কাজের গতি ফিরে এসেছে। বর্তমানে প্রকল্পভুক্ত চলমান সকল কাজ পুরোদমে শুরু হয়েছে।
এ ছাড়া জিমনেসিয়াম এবং টিএসসি নির্মাণের বড় দুইটি কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শুরু করা যাবে বলেও আশা প্রকাশ করা হয়। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ কাজের গতি ফিরে আসায় এবং নতুন উপাচার্যের নেতৃত্ব ও পদক্ষেপে প্রকল্পের সবদিকে মনিটরিং জোরদার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
প্রতিনিধিবৃন্দ প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু সুপারিশ ও অভিমত প্রদান করেন। উপাচার্য এ প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে সর্বাত্মক প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং প্রতিনিধি দলের সহায়তা কামনা করেন। এ ছাড়া তিনি ভবিষ্যতে ক্যাম্পাস সম্প্রসারণের প্রয়োজনীয়তা এবং নতুন নতুন ভৌত-অবকাঠামো নির্মাণের পরিকল্পনায় নতুন একটি প্রকল্প প্রস্তাবনা তৈরির বিষয়টিও তুলে ধরেন।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (উন্নয়ন বাজেট) মোল্লা মোহাম্মদ আনিসুজ্জামান, উপসচিব মো. রফিকুল ইসলাম, উপাচার্যের সচিব সঞ্জয় সহাসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিনিধিদলের সদস্যবৃন্দ চলমান বিভিন্ন ভৌত-অবকাঠামোর কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩৩৫ কোটি টাকার সংশোধিত চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পিআইসি কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এ সভায় বর্ণিত প্রকল্পের অধীনে কাজ সমাপ্ত, নির্মাণাধীন ও শিগগিরই নির্মাণ শুরু করার প্রক্রিয়াধীন অবকাঠামোসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের অগ্রগতি, উদ্ভূত সমস্যা ও সমাধানে প্রয়োজনীয় সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।
সভার শুরুতে প্রকল্পের পরিচিতি, প্রকল্পের উদ্দেশ্য, আর্থিক অগ্রগতি, প্রকল্পের অঙ্গভিত্তিক বাস্তবায়ন অগ্রগতি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহা. মাহবুবুস সোবহান।
প্রকল্পের অঙ্গভিত্তিক ভৌত-অবকাঠামোর চলমান নির্মাণ অবস্থা তুলে ধরেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক। সভায় পিআইসির সদস্য শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিভাগ ও শাখার ৬ জন প্রতিনিধি সশরীরে এবং কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা অনলাইনে যুক্ত ছিলেন।
সভায় অগ্রগতি পর্যালোচনায় দেখা যায় করোনা মহামারিসহ বেশ কয়েকটি উদ্ভূত সমস্যার কারণে প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়ে। নতুন উপাচার্য যোগদানের পর তাঁর গতিশীল নেতৃত্ব, পরামর্শ ও গৃহীত পদক্ষেপর ফলে গত চার মাসের মধ্যে সকল স্তরে কাজের গতি ফিরে এসেছে। বর্তমানে প্রকল্পভুক্ত চলমান সকল কাজ পুরোদমে শুরু হয়েছে।
এ ছাড়া জিমনেসিয়াম এবং টিএসসি নির্মাণের বড় দুইটি কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শুরু করা যাবে বলেও আশা প্রকাশ করা হয়। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ কাজের গতি ফিরে আসায় এবং নতুন উপাচার্যের নেতৃত্ব ও পদক্ষেপে প্রকল্পের সবদিকে মনিটরিং জোরদার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
প্রতিনিধিবৃন্দ প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু সুপারিশ ও অভিমত প্রদান করেন। উপাচার্য এ প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে সর্বাত্মক প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং প্রতিনিধি দলের সহায়তা কামনা করেন। এ ছাড়া তিনি ভবিষ্যতে ক্যাম্পাস সম্প্রসারণের প্রয়োজনীয়তা এবং নতুন নতুন ভৌত-অবকাঠামো নির্মাণের পরিকল্পনায় নতুন একটি প্রকল্প প্রস্তাবনা তৈরির বিষয়টিও তুলে ধরেন।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (উন্নয়ন বাজেট) মোল্লা মোহাম্মদ আনিসুজ্জামান, উপসচিব মো. রফিকুল ইসলাম, উপাচার্যের সচিব সঞ্জয় সহাসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিনিধিদলের সদস্যবৃন্দ চলমান বিভিন্ন ভৌত-অবকাঠামোর কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
আমি ধানমন্ডি গভ বয়েজ হাই স্কুল থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছি। পরবর্তী সময়ে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে বিএসসি করেছি।
১ ঘণ্টা আগেতুমি কি কখনো ভেবেছ, ইংরেজির ‘cat’ আর ‘cake’ শব্দ দুটো দেখতে অনেকটা একই। কিন্তু কেন উচ্চারণে পুরো আলাদা? কিংবা ‘ship’ আর ‘sheep’—দুটি শব্দের মাঝেও সামান্য পার্থক্য কীভাবে এত বড় পরিবর্তন নিয়ে আসে? এসবের পেছনে লুকিয়ে থাকে একটা বিশেষ ‘কথার ম্যাজিক’, যার নাম—ফোনেটিকস।
১ ঘণ্টা আগেওমানের সুলতান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য, ফুল ফান্ডেড বা সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা ‘ওমানি প্রোগ্রাম ফর কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক কো-অপারেশন’-এর আওতায় বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগেমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন (eSIF পূরণের মাধ্যমে) কার্যক্রম শুরু হয়েছে। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
১ দিন আগে