Ajker Patrika

ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

শিক্ষা ডেস্ক
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৩: ২০
পাদোয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
পাদোয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা দেশটির সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। পাদোয়া বিশ্ববিদ্যালয়ের বৃত্তির জন্য আবেদন করতে শিক্ষার্থীদের আইইএলটিএসের প্রয়োজন নেই।

সুযোগ-সুবিধা

পাদোয়া বিশ্ববিদ্যালয় বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সব ধরনের টিউশন ফি মওকুফ করা হবে। প্রতিবছর শিক্ষার্থীদের ৮ হাজার ইউরো (১০ লাখ ৫৯ হাজার ২০০ টাকা) দেওয়া হবে। এর বাইরেও শিক্ষার্থীদের জন্য আরও ৭ হাজার ইউরো মূল্যের আঞ্চলিক বৃত্তির সুযোগ রয়েছে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

২০২৫ সালের পাদোয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে অধ্যয়নের সুযোগ রয়েছে। এই কোর্সগুলো হলো বিজ্ঞান, প্রকৌশল, কলা ও আইটি। স্নাতক ডিগ্রির জন্য রয়েছে কৃষিবিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন স্কুল, প্রকৌশল স্কুল ও মনোবিজ্ঞান স্কুল। এ ছাড়া স্নাতকোত্তরের জন্য রয়েছে কৃষিবিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন স্কুল, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান স্কুল, প্রকৌশল স্কুল ও মেডিসিন স্কুল।

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই ইতালির নাগরিকত্ব থাকা যাবে না। মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। যাঁরা পিএইচডির জন্য আবেদন করতে চান, তাঁদের অবশ্যই মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

বৈধ পাসপোর্ট। একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মার্কশিট। উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট। শিক্ষাগত যোগ্যতা। জীবনবৃত্তান্ত (সিভি), প্রেরণাপত্র, ভাষা দক্ষতার সার্টিফিকেট, নির্বাচিত ডিগ্রি প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় অন্যান্য নির্দিষ্ট নথিপত্র।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২ মে ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত