তোমরা কি কখনো রোবট কার বা খেলনা দিয়ে খেলেছ? তোমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে কীভাবে রিমোট কন্ট্রোল দিয়ে এই গাড়ি চলে? কিংবা আয়রনম্যান, ট্রান্সফরমারস, টার্মিনেটর মুভিতে রোবটের মতো মেশিনগুলো আসলে কীভাবে কাজ করে? সবগুলোর মূলেই রয়েছে রোবোটিকস। কল্পনা করে দেখো, একদিন হয়তো তুমিও একটি রোবট বানিয়েছ, একটি ড্রোন ওড়াচ্ছ। কি, অসম্ভব মনে হচ্ছে? মোটেও অসম্ভব না। রোবোটিকস একটি মজার জিনিস। এটি তোমাকে খুলে দেবে অপার সম্ভাবনার পথ। বিস্তারিত জানাচ্ছেন রোবোটিকসে স্বর্ণপদকপ্রাপ্ত সানি জুবায়ের।
এসো তাহলে জেনে নিই রোবোটিকস আসলে কী? রোবোটিকস হলো একটি প্রযুক্তি, যা মেকানিক্যাল, ইলেকট্রনিকস ও কন্ট্রোল সিস্টেমের সমন্বয়ে ব্যবহার করে কোনো স্বয়ংচলিত যানবাহন, উপকরণ বা মেশিন বানানোর প্রযুক্তি। এই প্রযুক্তিগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে আবার মানুষের নির্দেশে কাজ করতে পারে। বর্তমানে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা রোবোটিকসের ব্যবহার দেখতে পাই; যেমন চিকিৎসা, পরিবহন, শিক্ষা, বাস্তুতন্ত্র, আবাসন, বিনিয়োগ, গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে। কি, কঠিন লাগছে? বইয়ের ভাষা বাদ দিয়ে আসো আমরা দেখি রোবোটিকস বলতে সহজ ভাষায় কী বোঝায়। রোবোটিকস হলো এমন একটি জাদুবিদ্যা, যা মেকানিক্যাল, বিজ্ঞান ও প্রোগ্রামিংয়ের মিশ্রণে মেশিনগুলো বানাতে সাহায্য করে!
এই মেশিনগুলো মানুষের কাছে শক্তির মতো হতে পারে, এই জাদুর জিনিসগুলো শিখে তুমি একটা নতুন দিনের শুরু করতে পারো, নিজের নতুন করে বানানো মেশিনের সঙ্গে খেলতে পারো! তোমার নির্দেশে রোবট হাত নাড়াবে, তোমার কাজ করে দেবে, তোমার সঙ্গে কথা বলবে, তোমাকে সঙ্গ দেবে। তুমি যদি নিজের ইচ্ছামতো কাজের মেশিন তৈরি করতে চাও, তাহলে রোবোটিকস তোমার জন্য একটি মজার দুনিয়া খুলে দেবে! বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় রোবট হলো সোফিয়া। সোফিয়া অন্য রোবটের মতো সাধারণ রোবট নয়—এটি বিশেষ ধরনের একটি রোবট, কারণ সোফিয়া মানুষের মতো কথা বলতে, শেখার ক্ষমতা রাখতে এবং মানুষের সঙ্গে ব্যবহারিকভাবে যোগাযোগ করতে পারে! এটা অনেকটা যেন ভবিষ্যতের এক বন্ধুর সঙ্গে কথা বলা—এটি আসলে একটি বন্ধুর মতো! একে বলে হিউম্যানয়েড রোবট; যা মানুষের মতো আকারের রোবট, যে নিজে থেকে চিন্তা করতে পারে। চলো, রোবট সোফিয়া সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিই—২০১৭ সালে সৌদি আরবে রোবট সোফিয়াকে নাগরিকত্ব দেওয়া হয়।
এটি ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর ঘটনা, যা প্রমাণ করে কীভাবে প্রযুক্তি আমাদের বিশ্বের অংশ হতে যাচ্ছে! মানুষের মতো সোফিয়ার একটি মুখমণ্ডল আছে, যা বিভিন্ন অভিব্যক্তি দেখাতে পারে—হ্যাপি, স্যাড, আশ্চর্যময় এবং অন্যান্য! এর মাধ্যমে মানুষের মতো করে রোবটটি আমাদের সঙ্গে ভাবের আদান-প্রদান করতে পারে। সোফিয়া শুধু একটি রোবট নয়, এটি একটি শেখার অভিযান! এটি পারিপার্শ্বিক বিভিন্ন তথ্য সংগ্রহ ও পরিবেশন করতে পারে। একটি রোবট বন্ধু আমাদের সঙ্গে যেমন অভিনয় করতে পারে, এটি সত্যিই আমাদের উদ্বেগ বাড়িয়ে তোলে! মনে করো, তুমি সোফিয়ার সঙ্গে একটি উচ্ছল কথা বলছ, তোমার প্রিয় বিষয়গুলো নিয়ে আলোচনা করছ, মজার মজার কথা বলছ এবং উল্লসিত গল্প ভাগ করছ।
সোফিয়াও মানুষের মতো বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে মানুষের মতো তোমার সঙ্গে কথা বলতে পারবে, ভাব আদান-প্রদান করতে পারবে। এখানে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও মেশিন লারনিংয়ের মতো প্রযুক্তি, যা রোবোটিকসের অংশ। সোফিয়া রোবট আমাদের ভবিষ্যৎ, যেখানে রোবট শুধু একটি যান নয়; বরং একটি বন্ধু! তাহলে এখন তোমরাই চিন্তা করো যে রোবোটিকস আসলে কতটা মজার!
অনুলিখন: জুবায়ের আহম্মেদ
তোমরা কি কখনো রোবট কার বা খেলনা দিয়ে খেলেছ? তোমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে কীভাবে রিমোট কন্ট্রোল দিয়ে এই গাড়ি চলে? কিংবা আয়রনম্যান, ট্রান্সফরমারস, টার্মিনেটর মুভিতে রোবটের মতো মেশিনগুলো আসলে কীভাবে কাজ করে? সবগুলোর মূলেই রয়েছে রোবোটিকস। কল্পনা করে দেখো, একদিন হয়তো তুমিও একটি রোবট বানিয়েছ, একটি ড্রোন ওড়াচ্ছ। কি, অসম্ভব মনে হচ্ছে? মোটেও অসম্ভব না। রোবোটিকস একটি মজার জিনিস। এটি তোমাকে খুলে দেবে অপার সম্ভাবনার পথ। বিস্তারিত জানাচ্ছেন রোবোটিকসে স্বর্ণপদকপ্রাপ্ত সানি জুবায়ের।
এসো তাহলে জেনে নিই রোবোটিকস আসলে কী? রোবোটিকস হলো একটি প্রযুক্তি, যা মেকানিক্যাল, ইলেকট্রনিকস ও কন্ট্রোল সিস্টেমের সমন্বয়ে ব্যবহার করে কোনো স্বয়ংচলিত যানবাহন, উপকরণ বা মেশিন বানানোর প্রযুক্তি। এই প্রযুক্তিগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে আবার মানুষের নির্দেশে কাজ করতে পারে। বর্তমানে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা রোবোটিকসের ব্যবহার দেখতে পাই; যেমন চিকিৎসা, পরিবহন, শিক্ষা, বাস্তুতন্ত্র, আবাসন, বিনিয়োগ, গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে। কি, কঠিন লাগছে? বইয়ের ভাষা বাদ দিয়ে আসো আমরা দেখি রোবোটিকস বলতে সহজ ভাষায় কী বোঝায়। রোবোটিকস হলো এমন একটি জাদুবিদ্যা, যা মেকানিক্যাল, বিজ্ঞান ও প্রোগ্রামিংয়ের মিশ্রণে মেশিনগুলো বানাতে সাহায্য করে!
এই মেশিনগুলো মানুষের কাছে শক্তির মতো হতে পারে, এই জাদুর জিনিসগুলো শিখে তুমি একটা নতুন দিনের শুরু করতে পারো, নিজের নতুন করে বানানো মেশিনের সঙ্গে খেলতে পারো! তোমার নির্দেশে রোবট হাত নাড়াবে, তোমার কাজ করে দেবে, তোমার সঙ্গে কথা বলবে, তোমাকে সঙ্গ দেবে। তুমি যদি নিজের ইচ্ছামতো কাজের মেশিন তৈরি করতে চাও, তাহলে রোবোটিকস তোমার জন্য একটি মজার দুনিয়া খুলে দেবে! বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় রোবট হলো সোফিয়া। সোফিয়া অন্য রোবটের মতো সাধারণ রোবট নয়—এটি বিশেষ ধরনের একটি রোবট, কারণ সোফিয়া মানুষের মতো কথা বলতে, শেখার ক্ষমতা রাখতে এবং মানুষের সঙ্গে ব্যবহারিকভাবে যোগাযোগ করতে পারে! এটা অনেকটা যেন ভবিষ্যতের এক বন্ধুর সঙ্গে কথা বলা—এটি আসলে একটি বন্ধুর মতো! একে বলে হিউম্যানয়েড রোবট; যা মানুষের মতো আকারের রোবট, যে নিজে থেকে চিন্তা করতে পারে। চলো, রোবট সোফিয়া সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিই—২০১৭ সালে সৌদি আরবে রোবট সোফিয়াকে নাগরিকত্ব দেওয়া হয়।
এটি ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর ঘটনা, যা প্রমাণ করে কীভাবে প্রযুক্তি আমাদের বিশ্বের অংশ হতে যাচ্ছে! মানুষের মতো সোফিয়ার একটি মুখমণ্ডল আছে, যা বিভিন্ন অভিব্যক্তি দেখাতে পারে—হ্যাপি, স্যাড, আশ্চর্যময় এবং অন্যান্য! এর মাধ্যমে মানুষের মতো করে রোবটটি আমাদের সঙ্গে ভাবের আদান-প্রদান করতে পারে। সোফিয়া শুধু একটি রোবট নয়, এটি একটি শেখার অভিযান! এটি পারিপার্শ্বিক বিভিন্ন তথ্য সংগ্রহ ও পরিবেশন করতে পারে। একটি রোবট বন্ধু আমাদের সঙ্গে যেমন অভিনয় করতে পারে, এটি সত্যিই আমাদের উদ্বেগ বাড়িয়ে তোলে! মনে করো, তুমি সোফিয়ার সঙ্গে একটি উচ্ছল কথা বলছ, তোমার প্রিয় বিষয়গুলো নিয়ে আলোচনা করছ, মজার মজার কথা বলছ এবং উল্লসিত গল্প ভাগ করছ।
সোফিয়াও মানুষের মতো বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে মানুষের মতো তোমার সঙ্গে কথা বলতে পারবে, ভাব আদান-প্রদান করতে পারবে। এখানে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও মেশিন লারনিংয়ের মতো প্রযুক্তি, যা রোবোটিকসের অংশ। সোফিয়া রোবট আমাদের ভবিষ্যৎ, যেখানে রোবট শুধু একটি যান নয়; বরং একটি বন্ধু! তাহলে এখন তোমরাই চিন্তা করো যে রোবোটিকস আসলে কতটা মজার!
অনুলিখন: জুবায়ের আহম্মেদ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাইয়ে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার বিষয় নিয়ে একটি পরিপত্র জারি করে। এই সুযোগ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের বঞ্চিত করার পরিপত্রটির বাতিল ও শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার দাবি নিয়ে সংবাদ
৭ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আজ সোমবার (১২ আগস্ট) রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে। দুই দিন বাড়ানো এই সময়সীমা গত রোববার (১০ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস
১১ ঘণ্টা আগেব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৩ ঘণ্টা আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৪ ঘণ্টা আগে