Ajker Patrika

খুবিতে চূড়ান্ত পরীক্ষা শুরু ১২ সেপ্টেম্বর

প্রতিনিধি, খুলনা বিশ্ববিদ্যালয়
আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৭: ৩২
খুবিতে চূড়ান্ত পরীক্ষা শুরু ১২ সেপ্টেম্বর

করোনা মহামারির কারণে স্থগিত হওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির প্রথম টার্মের সকল বর্ষের একাডেমিক ক্যালেন্ডার পুনর্নির্ধারণ করা হয়েছে। গত ২৯ জুন তারিখ গৃহীত সিদ্ধান্তের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ পরিবর্তনের প্রেক্ষিতে খুবিতে সকল বর্ষের প্রথম টার্মের পরীক্ষা শুরু হবে ১২ সেপ্টেম্বর।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে, রিভিউ ক্লাস গ্রহণ, সমন্বিত অনলাইন-অফলাইনে পরীক্ষা গ্রহণ সম্পর্কিত প্রশিক্ষণ ও মডেল টেস্ট ০১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২৯ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

অনলাইন-অফলাইন সমন্বিত পদ্ধতিতে প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ১২ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত, ফলাফল প্রকাশ ২৩ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ৭৬২ জন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, এ সভায় উপ-উপাচার্য, সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), সকল ডিসিপ্লিন প্রধান, পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ছাত্রবিষয়ক পরিচালক সংযুক্ত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত