ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ভারতের জয়পুরের এনআইএমএস বিশ্ববিদ্যালয়। গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই ডিগ্রি দেওয়া হয়।
শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং বিশ্বব্যাপী নেতৃত্বে ড. মো, সবুর খানের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মান সূচক এই ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে মেক্সিকো সিইটিওয়াইএস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. ফার্নান্দো লিওন-গার্সিয়া, জর্জিয়ার ককেশাস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. কাখা শেঙ্গেলিয়া এবং ভারতের এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যাপক ড. বলবীর এস. তোমারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ড. মো. সবুর খান বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চ শিক্ষার রূপান্তরের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা এবং একাডেমিয়ায় উদ্ভাবনে ভূমিকার জন্য এ স্বীকৃতি অর্জন করেন। এ ডিগ্রি ড. সবুর খানের প্রশংসার ও অর্জনের তালিকাকে আরও দীর্ঘ এবং শিক্ষা ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতা হিসেবে তাঁর খ্যাতি আরও মজবুত করবে।
ড. সবুর ২০২৩-২০২৪ এর জন্য এশিয়া ও প্যাসিফিকের বিশ্ববিদ্যালয়গুলির সমিতির (এইউএপি) সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ট্রেজারার-ইলেক্ট ও স্থায়ী কমিটির সদস্য এবং এইউএপির উপদেষ্টা পরিষদেও চেয়ারম্যান।
ডিগ্রি গ্রহণকালে সমাবর্তন অনুষ্ঠানে প্রতিক্রিয়ায় ড. খান এই স্বীকৃতির জন্য এনএমআইএস বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই স্বীকৃতি শুধুমাত্র একটি ব্যক্তিগত মাইলফলকই নয় বরং এটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং শিক্ষায় উৎকর্ষ ড্রাইভিংয়ে সম্মিলিত প্রচেষ্টার একটি প্রমাণ।’
উল্লেখ্য, এনআইএমএস বিশ্ববিদ্যালয় হলো ভারতের উচ্চশিক্ষার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, যা একাডেমিক শ্রেষ্ঠত্ব, গবেষণা এবং উদ্ভাবনের প্রতিশ্রুতির জন্য বিখ্যাত। রাজস্থানের জয়পুরে অবস্থিত এনআইএমএস ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রদান করে এবং সমাজে প্রভাবশালী অবদানকে উৎসাহিত করার জন্য স্বীকৃত।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ভারতের জয়পুরের এনআইএমএস বিশ্ববিদ্যালয়। গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই ডিগ্রি দেওয়া হয়।
শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং বিশ্বব্যাপী নেতৃত্বে ড. মো, সবুর খানের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মান সূচক এই ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে মেক্সিকো সিইটিওয়াইএস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. ফার্নান্দো লিওন-গার্সিয়া, জর্জিয়ার ককেশাস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. কাখা শেঙ্গেলিয়া এবং ভারতের এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যাপক ড. বলবীর এস. তোমারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ড. মো. সবুর খান বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চ শিক্ষার রূপান্তরের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা এবং একাডেমিয়ায় উদ্ভাবনে ভূমিকার জন্য এ স্বীকৃতি অর্জন করেন। এ ডিগ্রি ড. সবুর খানের প্রশংসার ও অর্জনের তালিকাকে আরও দীর্ঘ এবং শিক্ষা ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতা হিসেবে তাঁর খ্যাতি আরও মজবুত করবে।
ড. সবুর ২০২৩-২০২৪ এর জন্য এশিয়া ও প্যাসিফিকের বিশ্ববিদ্যালয়গুলির সমিতির (এইউএপি) সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ট্রেজারার-ইলেক্ট ও স্থায়ী কমিটির সদস্য এবং এইউএপির উপদেষ্টা পরিষদেও চেয়ারম্যান।
ডিগ্রি গ্রহণকালে সমাবর্তন অনুষ্ঠানে প্রতিক্রিয়ায় ড. খান এই স্বীকৃতির জন্য এনএমআইএস বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই স্বীকৃতি শুধুমাত্র একটি ব্যক্তিগত মাইলফলকই নয় বরং এটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং শিক্ষায় উৎকর্ষ ড্রাইভিংয়ে সম্মিলিত প্রচেষ্টার একটি প্রমাণ।’
উল্লেখ্য, এনআইএমএস বিশ্ববিদ্যালয় হলো ভারতের উচ্চশিক্ষার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, যা একাডেমিক শ্রেষ্ঠত্ব, গবেষণা এবং উদ্ভাবনের প্রতিশ্রুতির জন্য বিখ্যাত। রাজস্থানের জয়পুরে অবস্থিত এনআইএমএস ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রদান করে এবং সমাজে প্রভাবশালী অবদানকে উৎসাহিত করার জন্য স্বীকৃত।
তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, জয়-পরাজয় যাই হোক না কেন, তাদের অধিকার ও স্বার্থরক্ষায় লড়াই অব্যাহত রাখব। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকারকে ব্যাহত করেছে। তবু আমরা আন্দোলন-সংগ্রামের পথেই আছি।’
৭ ঘণ্টা আগেশিক্ষার্থীদের অংশগ্রহণে ইতিমধ্যেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় তারা উচ্ছ্বসিত। এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন।
১০ ঘণ্টা আগেভর্তি পরীক্ষা যেকোনো শিক্ষার্থীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শুধু পড়াশোনার দক্ষতার ভিত্তিতে নয়, ধৈর্য, মনোবল এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্য অর্জন করতে পারে।
১৪ ঘণ্টা আগেপ্রায় ১১৪ কোটি টাকা ব্যয়ের একটি স্কিমে প্রশিক্ষণেই খরচ ধরা হয়েছে ৫৬ কোটি টাকার বেশি। অর্থাৎ স্কিমে মোট ব্যয়ের অর্ধেকই খরচ হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরকে (ডিআইএ) ডিজিটালাইজড করার অংশ হিসেবে এই স্কিমের প্রস্তাব করা হয়েছে।
২০ ঘণ্টা আগে