Ajker Patrika

ইবিতে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ 

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১২: ৩৬
ইবিতে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের মধ্য থেকে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। 

গতকাল বুধবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। আগামী ২৪ জানুয়ারি সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে তিন ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। 

তিন ইউনিটের দ্বিতীয় মেধাতালিকার মধ্যে ‘এ’ ইউনিটে ৮৬২ জন, ‘বি’ ইউনিটে ৪৭৪ জন এবং ‘সি’ ইউনিটে ৩৬১ জন শিক্ষার্থীকে রাখা হয়েছে। 

গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ে শূন্য আসন ও ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত