Ajker Patrika

লিসেনিং সেকশন ১-এ ভালো করবেন যেভাবে

লিসেনিং সেকশন ১-এ ভালো করবেন যেভাবে

আইইএলটিএস হলো ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং—এ ৪টি ভাগে ইংরেজি ভাষা ব্যবহারের দক্ষতা যাচাই করা হয়। লিসেনিং সেকশন ১-এ ভালো করার উপায় জানিয়েছেন আইইএলটিএস লিসেনিংয়ে ৭ স্কোর করা মমতাজ জাহান মম। 

আইইএলটিএস লিসেনিং মডিউলের ৪টি রেকর্ডিং। প্রথম রেকর্ডিং হচ্ছে সেকশন ১-এর। সেকশন ১-এ ১০টি শূন্যস্থান পূরণ করতে হয়। এ সেকশনে দুজন ব্যক্তির মধ্যে টেলিফোন কনফারেন্সে কথোপকথন হয়ে থাকে। তাঁরা হতে পারে কোনো হোটেল ম্যানেজার, প্রতিবেদক বা অন্য কেউ। হোটেল ম্যানেজার হলে হোটেল বুকিং দেওয়ার জন্য দিন তারিখ ঠিক করার কথোপকথন করবে। অথবা প্রতিবেদক হলে অপরাধ সংঘটিত বিষয়ে তথ্য সরবরাহ করবে, এ রকম। এই সেকশনে অডিও দুই ভাগে ভাগ করে চালু করে শোনানো হবে। অর্থাৎ ১০টি প্রশ্নের প্রথম ৫ থেকে ৬টি প্রশ্নের অডিও প্রথম শোনানো হবে। এরপর আরেক ধাপে বাকি প্রশ্নের অডিও শোনানো হবে।

সেকশন ১-এ ভালো করার উপায়
সেকশন ১ লিসেনিংয়ের মধ্যে সবচেয়ে সহজ একটি পার্ট। এই পার্টের অডিও ধীরগতিতে স্পষ্ট করে কথা বলে। অডিওটি মনোযোগ দিয়ে শুনলে খুব সহজে আমরা এটি বুঝতে পারব।

  • অডিও শুরুর আগে Keyword-গুলো মার্ক করে নেবেন। অডিওতে ক্রমিক অনুযায়ী বলতে থাকবে, কখন কী বলে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে Keyword অনুযায়ী লাইন ধরে এগোতে হবে।
  • এখানে বোল্ড করে টপিক ওয়ার্ড লেখা থাকবে। যেমন Events, Details, Session। আপনাকে কিওয়ার্ড চিহ্নিত করার সঙ্গে সঙ্গে লাইনটি পড়ে শূন্যস্থানে কী বসতে পারে, তা ধারণা করতে হবে। যেমন Bold করে লেখা আছে Date এবং শূন্যস্থানের আগে আছে On ___। অর্থাৎ শূন্যস্থানে একটি বারের নাম বসবে। Sunday, Monday or any day.
  • Article-এর দিকে খেয়াল রেখে কোন Verb বসতে পারে, তা খেয়াল করতে হবে।
  • এই সেকশনে ১০/১০ পেতে হলে ১০-১৪ কেমব্রিজ বইয়ের প্রতিটি লিসেনিং টেস্টের সেকশন ১ অনুশীলন করতে হবে। এ ছাড়া অনলাইনে আইইএলটিএস অনুশীলন থেকে অনুশীলন করতে পারেন। এরপর কেমব্রিজ ১৫, ১৬, ১৭ রেখে দেবেন Full Test দেওয়ার জন্য। 

সেকশন ১-এর ফাঁদ ও উত্তরণ
এই সেকশন অন্য সেকশন থেকে তুলনামূলক সহজ। তবে অর্থ না বোঝার কারণে কিছু কিছু জায়গায় গুলিয়ে ফেলতে পারেন। অডিওতে উত্তরের কাছাকাছি অনেক অপশন বলা হয়ে থাকে। ফলে অনেকে বুঝে উঠতে পারে না কোনটা উত্তর হবে। আপনাকে ভালো করে পুরো অডিওটি শুনতে হবে। এরপর Answer করতে হবে। কেমব্রিজ বই থেকে সেকশন ১ অনুশীলন করলে এগুলো বুঝে যাবেন। তখন আর ভুল হবে না। এ ছাড়া সেকশন ১-এর জন্য ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারেন। Banglay IELTS, Asad Yakub। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত