আইইএলটিএস হলো ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং—এ ৪টি ভাগে ইংরেজি ভাষা ব্যবহারের দক্ষতা যাচাই করা হয়। লিসেনিং সেকশন ১-এ ভালো করার উপায় জানিয়েছেন আইইএলটিএস লিসেনিংয়ে ৭ স্কোর করা মমতাজ জাহান মম।
আইইএলটিএস লিসেনিং মডিউলের ৪টি রেকর্ডিং। প্রথম রেকর্ডিং হচ্ছে সেকশন ১-এর। সেকশন ১-এ ১০টি শূন্যস্থান পূরণ করতে হয়। এ সেকশনে দুজন ব্যক্তির মধ্যে টেলিফোন কনফারেন্সে কথোপকথন হয়ে থাকে। তাঁরা হতে পারে কোনো হোটেল ম্যানেজার, প্রতিবেদক বা অন্য কেউ। হোটেল ম্যানেজার হলে হোটেল বুকিং দেওয়ার জন্য দিন তারিখ ঠিক করার কথোপকথন করবে। অথবা প্রতিবেদক হলে অপরাধ সংঘটিত বিষয়ে তথ্য সরবরাহ করবে, এ রকম। এই সেকশনে অডিও দুই ভাগে ভাগ করে চালু করে শোনানো হবে। অর্থাৎ ১০টি প্রশ্নের প্রথম ৫ থেকে ৬টি প্রশ্নের অডিও প্রথম শোনানো হবে। এরপর আরেক ধাপে বাকি প্রশ্নের অডিও শোনানো হবে।
সেকশন ১-এ ভালো করার উপায়
সেকশন ১ লিসেনিংয়ের মধ্যে সবচেয়ে সহজ একটি পার্ট। এই পার্টের অডিও ধীরগতিতে স্পষ্ট করে কথা বলে। অডিওটি মনোযোগ দিয়ে শুনলে খুব সহজে আমরা এটি বুঝতে পারব।
সেকশন ১-এর ফাঁদ ও উত্তরণ
এই সেকশন অন্য সেকশন থেকে তুলনামূলক সহজ। তবে অর্থ না বোঝার কারণে কিছু কিছু জায়গায় গুলিয়ে ফেলতে পারেন। অডিওতে উত্তরের কাছাকাছি অনেক অপশন বলা হয়ে থাকে। ফলে অনেকে বুঝে উঠতে পারে না কোনটা উত্তর হবে। আপনাকে ভালো করে পুরো অডিওটি শুনতে হবে। এরপর Answer করতে হবে। কেমব্রিজ বই থেকে সেকশন ১ অনুশীলন করলে এগুলো বুঝে যাবেন। তখন আর ভুল হবে না। এ ছাড়া সেকশন ১-এর জন্য ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারেন। Banglay IELTS, Asad Yakub।
আইইএলটিএস হলো ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং—এ ৪টি ভাগে ইংরেজি ভাষা ব্যবহারের দক্ষতা যাচাই করা হয়। লিসেনিং সেকশন ১-এ ভালো করার উপায় জানিয়েছেন আইইএলটিএস লিসেনিংয়ে ৭ স্কোর করা মমতাজ জাহান মম।
আইইএলটিএস লিসেনিং মডিউলের ৪টি রেকর্ডিং। প্রথম রেকর্ডিং হচ্ছে সেকশন ১-এর। সেকশন ১-এ ১০টি শূন্যস্থান পূরণ করতে হয়। এ সেকশনে দুজন ব্যক্তির মধ্যে টেলিফোন কনফারেন্সে কথোপকথন হয়ে থাকে। তাঁরা হতে পারে কোনো হোটেল ম্যানেজার, প্রতিবেদক বা অন্য কেউ। হোটেল ম্যানেজার হলে হোটেল বুকিং দেওয়ার জন্য দিন তারিখ ঠিক করার কথোপকথন করবে। অথবা প্রতিবেদক হলে অপরাধ সংঘটিত বিষয়ে তথ্য সরবরাহ করবে, এ রকম। এই সেকশনে অডিও দুই ভাগে ভাগ করে চালু করে শোনানো হবে। অর্থাৎ ১০টি প্রশ্নের প্রথম ৫ থেকে ৬টি প্রশ্নের অডিও প্রথম শোনানো হবে। এরপর আরেক ধাপে বাকি প্রশ্নের অডিও শোনানো হবে।
সেকশন ১-এ ভালো করার উপায়
সেকশন ১ লিসেনিংয়ের মধ্যে সবচেয়ে সহজ একটি পার্ট। এই পার্টের অডিও ধীরগতিতে স্পষ্ট করে কথা বলে। অডিওটি মনোযোগ দিয়ে শুনলে খুব সহজে আমরা এটি বুঝতে পারব।
সেকশন ১-এর ফাঁদ ও উত্তরণ
এই সেকশন অন্য সেকশন থেকে তুলনামূলক সহজ। তবে অর্থ না বোঝার কারণে কিছু কিছু জায়গায় গুলিয়ে ফেলতে পারেন। অডিওতে উত্তরের কাছাকাছি অনেক অপশন বলা হয়ে থাকে। ফলে অনেকে বুঝে উঠতে পারে না কোনটা উত্তর হবে। আপনাকে ভালো করে পুরো অডিওটি শুনতে হবে। এরপর Answer করতে হবে। কেমব্রিজ বই থেকে সেকশন ১ অনুশীলন করলে এগুলো বুঝে যাবেন। তখন আর ভুল হবে না। এ ছাড়া সেকশন ১-এর জন্য ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারেন। Banglay IELTS, Asad Yakub।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক। তিনি আগামী দুই বছরের জন্য এ দায়িত্বে নিযুক্ত থাকবেন বলে জানা গেছে।
১৪ ঘণ্টা আগেমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন এবং সৃজিত নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
১৬ ঘণ্টা আগেদেশের ৬৭টি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বদলি ও পদায়ন দিয়েছে সরকার। এর মধ্যে ৬৪টি কলেজে অধ্যক্ষ এবং তিনটি কলেজে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।
১ দিন আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়।
২ দিন আগে