Ajker Patrika

চুয়েটে সশরীরে পরীক্ষা স্থগিত, খোলা থাকছে হল

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১১: ৫৯
চুয়েটে সশরীরে পরীক্ষা স্থগিত, খোলা থাকছে হল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সশরীরে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আবাসিক হল আপাতত বন্ধ হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক পর্যায়ে অনুষ্ঠিতব্য লেভেল-৪ টার্ম-১ (১৬ ব্যাচ), লেভেল-৩ টার্ম-২ (১৭ ব্যাচ), লেভেল-২ টার্ম-২ (১৮ ব্যাচ) এবং লেভেল-১ টার্ম-২-এর (১৯ ব্যাচ) পূর্বঘোষিত চলমান সব পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। তবে সশরীরে পরীক্ষা স্থগিত হলেও কোনো  আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

এর আগে অনলাইনে পরীক্ষা নিতে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী। গত বুধবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩৭তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রসঙ্গত, গত সপ্তাহে চুয়েটের কয়েকটি হলে চারজন শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ ছাড়া কয়েক জনের শরীরে কোভিড-১৯-এর লক্ষণ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত