Ajker Patrika

অপপ্রচার-প্রোপাগান্ডা-গুজবে সংশ্লিষ্টতা: সমালোচনার মুখে মাউশির নির্দেশনা বাতিল

অনলাইন ডেস্ক
অপপ্রচার-প্রোপাগান্ডা-গুজবে সংশ্লিষ্টতা: সমালোচনার মুখে মাউশির নির্দেশনা বাতিল

সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজবের সঙ্গে জড়িত শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষার্থীর সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (‍মাউশি)।

আজ বুধবার মাউশি পরিচালক (মনিটরিং ও ইভ্যালুয়েশন উইং) অধ্যাপক মোহা. আবেদ নোমানী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-ঢাকা থেকে জারিকৃত ২ জানুয়ারির পত্রটি বাতিল করা হলো।

২ জানুয়ারি এই কর্মকর্তার স্বাক্ষরে জারি করা নির্দেশনাটি জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছিল। এতে বলা হয়েছিল, বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যাতে কোনো উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও তৎপর থাকার সিদ্ধান্ত হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর-সংস্থার মাসিক সমন্বয় সভায়।

আরও বলা হয়, বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজব ইত্যাদি বিষয়ের সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত সোমবার নির্দেশনাটি প্রকাশের পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

কেন নির্দেশনাটি বাতিল করা হয়েছে; এমন প্রশ্নে অধ্যাপক মোহা. আবেদ নোমানী বলেন, সবই তো বোঝেন তাও কেন প্রশ্ন করছেন?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত