Ajker Patrika

৭ বছর পর ‘ভারমুক্ত’ হলো গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৭: ২৮
৭ বছর পর ‘ভারমুক্ত’ হলো গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ

প্রায় ৭ বছর পর ভারমুক্ত হলো গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ। ২০১৬ সাল থেকে ভারপ্রাপ্ত ব্যক্তিরাই এই পদের দায়িত্ব পালন করে আসছিলেন। অবশেষে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন খ্যাতিমান পদার্থবিজ্ঞানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়-১-এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী চার বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন ড. মো. আবুল হোসেন।

সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি ও ইউজিসি স্বীকৃত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ। দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে ২০১৬ সালের ২৯ জুলাই উপাচার্য নিয়োগের মেয়াদ শেষ হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ২০১৭ সালের ১৪ মার্চ ডা. লায়লা পারভীন বানুকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আবুল হোসেন ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০২১ সালের ১৩ ডিসেম্বর তিনি গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত