এম জাহিদুল ইসলাম
২০১৬ সালে খিলবাইছা জিএফইউ স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ থেকে ২০১৮ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করি। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যুক্তরাজ্যে পড়াশোনা করার। বড় ভাইয়া যুক্তরাজ্যের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে অনার্স করেছেন, এটিও মোটিভেশন হিসেবে কাজ করত। ইচ্ছা ছিল দেশে থেকে অনার্স করে যুক্তরাজ্যে গিয়ে মাস্টার্স করব। তাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাই। প্রথম বর্ষ শেষ করার পর করোনা মহামারির কারণে ঘরে বসে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না। তখনই যুক্তরাজ্যে পড়াশোনা করার চিন্তাটা একদম পাকা করে ফেললাম।
আইইএলটিএসের প্রস্তুতি
বাসায় বসে আইইএলটিএসের প্রস্তুতি নেওয়া শুরু করি। ইউটিউব, অনলাইনে ফ্রি লাইভ ক্লাস—এগুলোই ছিল ভরসা। নার্সিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ছিল। তবে নার্সিং নিয়ে পড়াশোনার জন্য আইইএলটিএসে স্কোর লাগে ৭ আর আমার ০.৫ কম থাকার কারণে এ বিষয়ে পড়াশোনা করা আর সম্ভব হয়ে ওঠেনি। তাই হেলথ কেয়ার সেক্টরে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পাশাপাশি ক্রেডিবিলিটি টেস্ট দিই। পাঁচ-ছয়টা বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়েছিলাম। তবে শেষ পর্যন্ত নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সাবজেক্টে বিএ (অনার্স) কোর্সে ২০২১ সালের সেপ্টেম্বর সেশনে ভর্তি হয়ে যাই।
স্কলারশিপ পেতে হলে
উন্নত দেশগুলো ব্যাচেলর কোর্সের জন্য খুব বেশি স্কলারশিপ দেয় না। তবে নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয় তাদের প্রথম বর্ষের ছাত্রদের মধ্যে যাঁদের প্রোফাইল ভালো, অর্থাৎ আইইএলটিএস স্কোর ভালো, তাঁদের শুধু প্রথম বর্ষে ৫০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ দেয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আট লাখ টাকার মতো। এই বিশ্ববিদ্যালয় আইন কোর্সের জন্য যুক্তরাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। যাঁরা আইন নিয়ে এখানে পড়াশোনা করেন, তাঁদের জন্য প্রতিবছর টিউশন ফিতে ২০ শতাংশ স্কলারশিপ আছে। ফুল ফ্রি স্কলারশিপ শুধু মাস্টার্স বা পিএইচডির ছাত্রদের জন্য। তবে তার জন্য অনার্সে ভালো রেজাল্টের পাশাপাশি গবেষণাপত্রও থাকা লাগে। আবার আইইএলটিএসে স্কোর থাকা লাগে ৭.৫ কিংবা ৮-এর ওপরে। তবে এর বাইরেও চিভিনিং স্কলারশিপ, কমনওয়েলথ মাস্টার্স স্কলারশিপের মতো কিছু স্কলারশিপ ফুল ফান্ড সরকারি স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তবে স্কলারশিপ প্রাপ্তিতে আইইএলটিএস বা টোফেলের স্কোর ভালো প্রভাব বিস্তার করে। একেকটা কোর্সের জন্য একেক রকমের স্কোরের দরকার হয়। তবে ভালো কোর্সগুলোর ক্ষেত্রে আইইএলটিএসে সর্বনিম্ন ৬.৫ বা ৭ দরকার হয়।
শিক্ষা ব্যয়
ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে
বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্রেডিট তারা গ্রহণ করে না। তবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মতো কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট তারা গ্রহণ করে। উন্নত দেশগুলোতে খরচ একটু বেশিই হবে, এটাই স্বাভাবিক। থাকা-খাওয়া মিলিয়ে মাসিক ৪০০ পাউন্ড লাগে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার টাকার মতো।
কাজের সুবিধা
কেউ চাইলে পার্টটাইম চাকরিও করতে পারেন। সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজের অনুমতি আছে আর এসব কাজে মূলত বয়স হিসাব করে পারিশ্রমিক দেওয়া হয়। কারও বয়স যদি ২৩ বছর কিংবা এর বেশি হয়, তখন তাঁর সর্বনিম্ন পারিশ্রমিক ধরা হয় ঘণ্টায় ৮.৯১ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার টাকার মতো। এখানকার শিক্ষকেরা অনেক ভালো। তাঁরা অনেক আন্তরিক। যেকোনো বিষয়ে মেইল করলে তাঁদের সাহায্য পাওয়া যায়।
শিক্ষার্থী, প্রথম বর্ষ, বিএ (অনার্স), হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার, নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য।
অনুলিখন: এম জাহিদুল ইসলাম
২০১৬ সালে খিলবাইছা জিএফইউ স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ থেকে ২০১৮ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করি। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যুক্তরাজ্যে পড়াশোনা করার। বড় ভাইয়া যুক্তরাজ্যের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে অনার্স করেছেন, এটিও মোটিভেশন হিসেবে কাজ করত। ইচ্ছা ছিল দেশে থেকে অনার্স করে যুক্তরাজ্যে গিয়ে মাস্টার্স করব। তাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাই। প্রথম বর্ষ শেষ করার পর করোনা মহামারির কারণে ঘরে বসে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না। তখনই যুক্তরাজ্যে পড়াশোনা করার চিন্তাটা একদম পাকা করে ফেললাম।
আইইএলটিএসের প্রস্তুতি
বাসায় বসে আইইএলটিএসের প্রস্তুতি নেওয়া শুরু করি। ইউটিউব, অনলাইনে ফ্রি লাইভ ক্লাস—এগুলোই ছিল ভরসা। নার্সিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ছিল। তবে নার্সিং নিয়ে পড়াশোনার জন্য আইইএলটিএসে স্কোর লাগে ৭ আর আমার ০.৫ কম থাকার কারণে এ বিষয়ে পড়াশোনা করা আর সম্ভব হয়ে ওঠেনি। তাই হেলথ কেয়ার সেক্টরে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পাশাপাশি ক্রেডিবিলিটি টেস্ট দিই। পাঁচ-ছয়টা বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়েছিলাম। তবে শেষ পর্যন্ত নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সাবজেক্টে বিএ (অনার্স) কোর্সে ২০২১ সালের সেপ্টেম্বর সেশনে ভর্তি হয়ে যাই।
স্কলারশিপ পেতে হলে
উন্নত দেশগুলো ব্যাচেলর কোর্সের জন্য খুব বেশি স্কলারশিপ দেয় না। তবে নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয় তাদের প্রথম বর্ষের ছাত্রদের মধ্যে যাঁদের প্রোফাইল ভালো, অর্থাৎ আইইএলটিএস স্কোর ভালো, তাঁদের শুধু প্রথম বর্ষে ৫০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ দেয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আট লাখ টাকার মতো। এই বিশ্ববিদ্যালয় আইন কোর্সের জন্য যুক্তরাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। যাঁরা আইন নিয়ে এখানে পড়াশোনা করেন, তাঁদের জন্য প্রতিবছর টিউশন ফিতে ২০ শতাংশ স্কলারশিপ আছে। ফুল ফ্রি স্কলারশিপ শুধু মাস্টার্স বা পিএইচডির ছাত্রদের জন্য। তবে তার জন্য অনার্সে ভালো রেজাল্টের পাশাপাশি গবেষণাপত্রও থাকা লাগে। আবার আইইএলটিএসে স্কোর থাকা লাগে ৭.৫ কিংবা ৮-এর ওপরে। তবে এর বাইরেও চিভিনিং স্কলারশিপ, কমনওয়েলথ মাস্টার্স স্কলারশিপের মতো কিছু স্কলারশিপ ফুল ফান্ড সরকারি স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তবে স্কলারশিপ প্রাপ্তিতে আইইএলটিএস বা টোফেলের স্কোর ভালো প্রভাব বিস্তার করে। একেকটা কোর্সের জন্য একেক রকমের স্কোরের দরকার হয়। তবে ভালো কোর্সগুলোর ক্ষেত্রে আইইএলটিএসে সর্বনিম্ন ৬.৫ বা ৭ দরকার হয়।
শিক্ষা ব্যয়
ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে
বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্রেডিট তারা গ্রহণ করে না। তবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মতো কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট তারা গ্রহণ করে। উন্নত দেশগুলোতে খরচ একটু বেশিই হবে, এটাই স্বাভাবিক। থাকা-খাওয়া মিলিয়ে মাসিক ৪০০ পাউন্ড লাগে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার টাকার মতো।
কাজের সুবিধা
কেউ চাইলে পার্টটাইম চাকরিও করতে পারেন। সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজের অনুমতি আছে আর এসব কাজে মূলত বয়স হিসাব করে পারিশ্রমিক দেওয়া হয়। কারও বয়স যদি ২৩ বছর কিংবা এর বেশি হয়, তখন তাঁর সর্বনিম্ন পারিশ্রমিক ধরা হয় ঘণ্টায় ৮.৯১ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার টাকার মতো। এখানকার শিক্ষকেরা অনেক ভালো। তাঁরা অনেক আন্তরিক। যেকোনো বিষয়ে মেইল করলে তাঁদের সাহায্য পাওয়া যায়।
শিক্ষার্থী, প্রথম বর্ষ, বিএ (অনার্স), হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার, নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য।
অনুলিখন: এম জাহিদুল ইসলাম
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের বেতন নবম গ্রেডে উন্নীতকরণের দাবি জানিয়েছেন। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন...
৫ ঘণ্টা আগেআমি ধানমন্ডি গভ বয়েজ হাই স্কুল থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছি। পরবর্তী সময়ে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে বিএসসি করেছি।
১৫ ঘণ্টা আগেতুমি কি কখনো ভেবেছ, ইংরেজির ‘cat’ আর ‘cake’ শব্দ দুটো দেখতে অনেকটা একই। কিন্তু কেন উচ্চারণে পুরো আলাদা? কিংবা ‘ship’ আর ‘sheep’—দুটি শব্দের মাঝেও সামান্য পার্থক্য কীভাবে এত বড় পরিবর্তন নিয়ে আসে? এসবের পেছনে লুকিয়ে থাকে একটা বিশেষ ‘কথার ম্যাজিক’, যার নাম—ফোনেটিকস।
১৫ ঘণ্টা আগেওমানের সুলতান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য, ফুল ফান্ডেড বা সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা ‘ওমানি প্রোগ্রাম ফর কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক কো-অপারেশন’-এর আওতায় বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।
১ দিন আগে