Ajker Patrika

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে হল খোলা এবং সেমিস্টার ফি মওকুফ দাবি শিক্ষার্থীদের

প্রতিনিধি
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে হল খোলা এবং সেমিস্টার ফি মওকুফ দাবি শিক্ষার্থীদের

জাককানইবি: ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থগিত যাওয়া পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুই জুন এই সিদ্ধান্তের পর হল খুলে দেওয়া ও করোনা পরিস্থিতি বিবেচনায় সেমিস্টার ফি মওকুফের দাবি তুলেছেন শিক্ষার্থীরা।

স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী রিপন মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রী নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা অনেকেই টিউশনি করে নিজেদের খরচ নিজেরা চালানোর চেষ্টা করি। সেই সঙ্গে অল্প অল্প করে টাকা জমিয়ে সেমিস্টার ফি দিই। গত এক বছরের বেশি সময় ধরে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। টিউশন গুলোও বন্ধ হওয়ায় অনেকে বাড়িতে অবস্থান করছি। এ ছাড়াও আমাদের হলের সুযোগ-সুবিধা না থাকায় আমাদের বাইরে মেসে থাকতে হয়। তাই নতুন করে সেমিস্টার ফি বহন করা আমাদের জন্য অনেক চাপ হয়ে যাবে। তাই সকল কিছু বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত আমাদের এবারের সেমিস্টার ফি মওকুফ অথবা কমানো।

হল খোলার বিষয়ে পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মহসিনা সরকার বলেন, প্রশাসনের কাছে প্রশ্ন-এত দূর থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবে নাকি মেস খুঁজতে? বেডিং-সামগ্রী, বইখাতা টানাটানি অনেক ভোগান্তির। দোলনচাঁপা হলে ২১৪ জন থাকি আমরা, প্রত্যেকের সিংগেল বেড।

শিক্ষকদের ডরমিটরিতে যদি করোনা না থাকে তাহলে শিক্ষার্থীদের হলে কেন করোনার অজুহাত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে না তার অন্যতম কারণ হলো তাদের অনেক শিক্ষার্থী গণ রুমে থাকে, কিন্তু আমাদের তো গণ রুম নেই তাহলে ভয় কিসের? শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে হল খুলে দেওয়া হোক।

সেমিস্টার ফি মওকুফের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এইচ এম মুস্তাফিজুর রহমান বলেন, একাডেমিক কাউন্সিলে আমরা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। এখন এ বিষয়ে আমি তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারব না। তবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। এ বিষয় নিয়ে আমরা ভাববো।

হল খোলার বিষয়ে (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার কৃষিবিদ ড. হ‌ুমায়ূন কবির বলেন, আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয় খোলা হয়নি। শুধু ধাপে ধাপে পরীক্ষাগুলো নেওয়া হবে। আর হল খোলার বিষয়ে সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে। সকলের টিকা নিশ্চিত হওয়ার পর সরকারি ভাবে ঘোষণা আসলেই হল খুলে দেওয়া হবে, এরে আগে সম্ভব না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত