Ajker Patrika

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩৬.৩৩ শতাংশ

জবি সংবাদদাতা 
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩৬.৩৩ শতাংশ

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় সর্বমোট উত্তীর্ণ হয়েছে ৩১ হাজার ৮১ জন। এবার পাশের হার ৩৬.৩৩ শতাংশ এবং অকৃতকার্য হয়েছে ৬৩.৬৪ শতাংশ পরীক্ষার্থী। 

আজ রোববার গুচ্ছভুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে এসব তথ্য জানিয়েছেন। 

উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার বলেন, সর্বোচ্চ ৭৬.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী রুকাইয়া ফেরদৌস লামিয়া।’ বি’ ইউনিটে সর্বনিম্ন নম্বর হচ্ছে মাইনাস ৯.৭৫। 

গত ৩ মে সারাদেশে গুচ্ছ ভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

আগামী ১০ মে শুক্রবার ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...