প্রশ্ন: বৃত্তি পাওয়ার অনুভূতি কেমন ছিল?
উত্তর: যেকোনো অর্জনের অনুভূতি খুবই সুমিষ্ট হয়। তবে তা ভাষায় প্রকাশ করা বেশ দুষ্কর!
প্রশ্ন: বৃত্তির জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করলেন?
উত্তর: বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষার গ্রহণের পরিকল্পনা ছিল। প্রস্তুতি নেওয়া শুরু করি ২০২৩ সালের জুলাই থেকে। প্রস্তুতি সম্পন্ন করে আইইএলটিএস দিই। স্নাতক পড়াকালীন একাডেমিক, গবেষণাধর্মী কাজ এবং সহশিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলাম। প্রথম বর্ষ থেকে সিজিপি নিয়ে ছিলাম সচেতন। চেষ্টা করেছি ক্লাসে প্রথম দু-তিনজনের মধ্যে থাকতে। যখনই সুযোগ পেয়েছি বিভিন্ন রিসার্চ প্রজেক্ট, সেমিনার, কনফারেন্সে অংশ নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের সব ক্লাবের সদস্য ছিলাম। দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ৫০টি জায়গা ভ্রমণ করেছি।
প্রশ্ন: যুক্তরাষ্ট্রে বৃত্তির আবেদনের জন্য উপযুক্ত সময় কখন?
উত্তর: যুক্তরাষ্ট্রের বৃত্তির জন্য নির্ধারিত সময়ের আগে আবেদন করা ভালো। আমি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্ধারিত তারিখ অনুযায়ী ইউরোপ-আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করেছি।
প্রশ্ন: বৃত্তির জন্য আবেদনপ্রক্রিয়া কেমন ছিল। বিস্তারিত জানতে চাই।
উত্তর: যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তরের জন্য আবেদনপ্রক্রিয়া খুব সহজ। প্রথমে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় এবং পছন্দের বিষয় নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে ইউএসএনিউজের মতো কিছু ওয়েবসাইটের সহযোগিতা নেওয়া যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিন। এরপর বিভাগের ওয়েবসাইট থেকে নির্দেশিত নিয়ম অনুযায়ী আবেদন করুন। আবেদনের সময় অবশ্যই খেয়াল রাখবেন, তারা WES চাচ্ছে কি না, আপনার IELTS এবং GRE-এর রিকয়ারমেন্ট ফুলফিল আছে কি না। এরপর প্রয়োজনীয় কাগজপত্র ওয়েবসাইটে জমা করুন। কার্ড/ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আবেদন ফি জমা দিন। অনেক ক্ষেত্রে ডিএইচএল করে কাগজপত্রের হার্ড কপিও পাঠাতে হয়। তবে লেটার অব রিকমেন্ডেশন ও এসওপি প্রস্তত থাকলে সহজে আবেদন করা যায়।
প্রশ্ন: এ বৃত্তির জন্য কী কী কাগজপত্র প্রয়োজন হয়েছে?
উত্তর: জীবনে যত সনদ অর্জন করেছি, সবই জমা দিয়েছি। তবে স্নাতকের সনদ, প্রশংসাপত্র ও ইংরেজি দক্ষতার সনদ থাকলে যেকোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়।
প্রশ্ন: এ বৃত্তির জন্য কী ধরনের যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন হয়েছে?
উত্তর: যদিও সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনীত করা হয়। এ ক্ষেত্রে সিজিপিএ, পাবলিকেশন, চাকরির অভিজ্ঞতা, বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, রেকমেন্ডেশন লেটার এবং মোটিভেশন লেটার মুখ্য ভূমিকা পালন করে। তবে বিশ্ববিদ্যালয়ভেদে চাহিদা ভিন্ন হতে পারে।
প্রশ্ন: দূতাবাসের সাক্ষাৎকার কীভাবে ফেস করেছেন?
উত্তর: আমি যেহেতু গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে মনোনীত হয়েছি, তাই দূতাবাসের সাক্ষাৎকারে বাড়তি কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয়নি।
প্রশ্ন: আবাসনব্যবস্থা নিয়ে জানতে চাই।
উত্তর: যুক্তরাষ্ট্রে পড়তে আসা শিক্ষার্থীদের যে বিষয়ে বেশি জটিলতায় পড়তে হয়, সেটি হলো বাসা। এখানে স্টুডেন্ট হাউজিং সোসাইটিগুলো আবাসনব্যবস্থার জন্য বেশ সুপরিচিত। এ ছাড়া কিছু কিছু বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট স্টুডেন্টদের ডরমিটরিতে থাকার সুযোগ দেয়, আবার অনেকে দেয় না। সে ক্ষেত্রে ব্যক্তি উদ্যোগে বাসা লিজ নিয়ে থাকতে হয়।
প্রশ্ন: বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনার পরিবেশ কেমন?
উত্তর: এখানে পড়াশোনার পরিবেশ খুব ভালো। বিশ্ববিদ্যালয়ের বিশাল গ্রন্থাগার আর ডিপার্টমেন্টের লাইব্রেরির অসংখ্য বইয়ের কালেকশনের পাশাপাশি এখানকার শিক্ষকদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।
প্রশ্ন: যাঁরা বৃত্তি নিয়ে পড়তে যেতে চান, তাঁদের জন্য কী পরামর্শ দেবেন?
উত্তর: ইচ্ছাশক্তি এবং একটি গোছানো প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে একাডেমিক কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ইংরেজিতে দক্ষতা বাড়ানো এবং গবেষণাধর্মী কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে হবে। তাহলে উচ্চশিক্ষার জন্য বৃত্তি পাওয়ার পথ সহজ হয়।
প্রশ্ন: বৃত্তি পাওয়ার অনুভূতি কেমন ছিল?
উত্তর: যেকোনো অর্জনের অনুভূতি খুবই সুমিষ্ট হয়। তবে তা ভাষায় প্রকাশ করা বেশ দুষ্কর!
প্রশ্ন: বৃত্তির জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করলেন?
উত্তর: বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষার গ্রহণের পরিকল্পনা ছিল। প্রস্তুতি নেওয়া শুরু করি ২০২৩ সালের জুলাই থেকে। প্রস্তুতি সম্পন্ন করে আইইএলটিএস দিই। স্নাতক পড়াকালীন একাডেমিক, গবেষণাধর্মী কাজ এবং সহশিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলাম। প্রথম বর্ষ থেকে সিজিপি নিয়ে ছিলাম সচেতন। চেষ্টা করেছি ক্লাসে প্রথম দু-তিনজনের মধ্যে থাকতে। যখনই সুযোগ পেয়েছি বিভিন্ন রিসার্চ প্রজেক্ট, সেমিনার, কনফারেন্সে অংশ নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের সব ক্লাবের সদস্য ছিলাম। দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ৫০টি জায়গা ভ্রমণ করেছি।
প্রশ্ন: যুক্তরাষ্ট্রে বৃত্তির আবেদনের জন্য উপযুক্ত সময় কখন?
উত্তর: যুক্তরাষ্ট্রের বৃত্তির জন্য নির্ধারিত সময়ের আগে আবেদন করা ভালো। আমি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্ধারিত তারিখ অনুযায়ী ইউরোপ-আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করেছি।
প্রশ্ন: বৃত্তির জন্য আবেদনপ্রক্রিয়া কেমন ছিল। বিস্তারিত জানতে চাই।
উত্তর: যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তরের জন্য আবেদনপ্রক্রিয়া খুব সহজ। প্রথমে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় এবং পছন্দের বিষয় নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে ইউএসএনিউজের মতো কিছু ওয়েবসাইটের সহযোগিতা নেওয়া যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিন। এরপর বিভাগের ওয়েবসাইট থেকে নির্দেশিত নিয়ম অনুযায়ী আবেদন করুন। আবেদনের সময় অবশ্যই খেয়াল রাখবেন, তারা WES চাচ্ছে কি না, আপনার IELTS এবং GRE-এর রিকয়ারমেন্ট ফুলফিল আছে কি না। এরপর প্রয়োজনীয় কাগজপত্র ওয়েবসাইটে জমা করুন। কার্ড/ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আবেদন ফি জমা দিন। অনেক ক্ষেত্রে ডিএইচএল করে কাগজপত্রের হার্ড কপিও পাঠাতে হয়। তবে লেটার অব রিকমেন্ডেশন ও এসওপি প্রস্তত থাকলে সহজে আবেদন করা যায়।
প্রশ্ন: এ বৃত্তির জন্য কী কী কাগজপত্র প্রয়োজন হয়েছে?
উত্তর: জীবনে যত সনদ অর্জন করেছি, সবই জমা দিয়েছি। তবে স্নাতকের সনদ, প্রশংসাপত্র ও ইংরেজি দক্ষতার সনদ থাকলে যেকোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়।
প্রশ্ন: এ বৃত্তির জন্য কী ধরনের যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন হয়েছে?
উত্তর: যদিও সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনীত করা হয়। এ ক্ষেত্রে সিজিপিএ, পাবলিকেশন, চাকরির অভিজ্ঞতা, বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, রেকমেন্ডেশন লেটার এবং মোটিভেশন লেটার মুখ্য ভূমিকা পালন করে। তবে বিশ্ববিদ্যালয়ভেদে চাহিদা ভিন্ন হতে পারে।
প্রশ্ন: দূতাবাসের সাক্ষাৎকার কীভাবে ফেস করেছেন?
উত্তর: আমি যেহেতু গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে মনোনীত হয়েছি, তাই দূতাবাসের সাক্ষাৎকারে বাড়তি কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয়নি।
প্রশ্ন: আবাসনব্যবস্থা নিয়ে জানতে চাই।
উত্তর: যুক্তরাষ্ট্রে পড়তে আসা শিক্ষার্থীদের যে বিষয়ে বেশি জটিলতায় পড়তে হয়, সেটি হলো বাসা। এখানে স্টুডেন্ট হাউজিং সোসাইটিগুলো আবাসনব্যবস্থার জন্য বেশ সুপরিচিত। এ ছাড়া কিছু কিছু বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট স্টুডেন্টদের ডরমিটরিতে থাকার সুযোগ দেয়, আবার অনেকে দেয় না। সে ক্ষেত্রে ব্যক্তি উদ্যোগে বাসা লিজ নিয়ে থাকতে হয়।
প্রশ্ন: বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনার পরিবেশ কেমন?
উত্তর: এখানে পড়াশোনার পরিবেশ খুব ভালো। বিশ্ববিদ্যালয়ের বিশাল গ্রন্থাগার আর ডিপার্টমেন্টের লাইব্রেরির অসংখ্য বইয়ের কালেকশনের পাশাপাশি এখানকার শিক্ষকদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।
প্রশ্ন: যাঁরা বৃত্তি নিয়ে পড়তে যেতে চান, তাঁদের জন্য কী পরামর্শ দেবেন?
উত্তর: ইচ্ছাশক্তি এবং একটি গোছানো প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে একাডেমিক কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ইংরেজিতে দক্ষতা বাড়ানো এবং গবেষণাধর্মী কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে হবে। তাহলে উচ্চশিক্ষার জন্য বৃত্তি পাওয়ার পথ সহজ হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাইয়ে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার বিষয় নিয়ে একটি পরিপত্র জারি করে। এই সুযোগ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের বঞ্চিত করার পরিপত্রটির বাতিল ও শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার দাবি নিয়ে সংবাদ
৭ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আজ সোমবার (১২ আগস্ট) রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে। দুই দিন বাড়ানো এই সময়সীমা গত রোববার (১০ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস
১১ ঘণ্টা আগেব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৪ ঘণ্টা আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৪ ঘণ্টা আগে