জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ (৬২)। আজ শনিবার দুপুরে জাতীয় হৃদ্রোগ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন, প্রক্টর, সিনেট-সিন্ডিকেটের নির্বাচিত সদস্য এবং বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক সোমা মুমতাজ।
অধ্যাপক সোমা মুমতাজ বলেন, ‘খুলনা থেকে ঢাকায় ফেরার পথে বিমানের মধ্যে হার্ট অ্যাটাক করেন অধ্যাপক আফসার আহমেদ। পরে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ হাসপাতালে আনা হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয় তাঁকে। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
অধ্যাপক সোমা মুমতাজ আরও বলেন, রাতে এশার নামাজের পরে অধ্যাপক আফসারের মরদেহ ক্যাম্পাসে আনা হবে। সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক আফসার আহমেদ একাধারে কবি, নাট্যকার, অনুবাদক, গবেষক ও সাহিত্য সমালোচক ছিলেন। তিনি ১৯৫৯ সালের ৩০ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরে `জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মধ্যযুগের বাঙলা আখ্যান' কাব্যের আলোকে বাংলাদেশের নৃগোষ্ঠী নাট্য শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।
আফসার আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীকালে রবীন্দ্রোত্তর কালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ড. সেলিম আল দীনের সঙ্গে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ (৬২)। আজ শনিবার দুপুরে জাতীয় হৃদ্রোগ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন, প্রক্টর, সিনেট-সিন্ডিকেটের নির্বাচিত সদস্য এবং বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক সোমা মুমতাজ।
অধ্যাপক সোমা মুমতাজ বলেন, ‘খুলনা থেকে ঢাকায় ফেরার পথে বিমানের মধ্যে হার্ট অ্যাটাক করেন অধ্যাপক আফসার আহমেদ। পরে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ হাসপাতালে আনা হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয় তাঁকে। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
অধ্যাপক সোমা মুমতাজ আরও বলেন, রাতে এশার নামাজের পরে অধ্যাপক আফসারের মরদেহ ক্যাম্পাসে আনা হবে। সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক আফসার আহমেদ একাধারে কবি, নাট্যকার, অনুবাদক, গবেষক ও সাহিত্য সমালোচক ছিলেন। তিনি ১৯৫৯ সালের ৩০ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরে `জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মধ্যযুগের বাঙলা আখ্যান' কাব্যের আলোকে বাংলাদেশের নৃগোষ্ঠী নাট্য শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।
আফসার আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীকালে রবীন্দ্রোত্তর কালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ড. সেলিম আল দীনের সঙ্গে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন।
ওমানের সুলতান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য, ফুল ফান্ডেড বা সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা ‘ওমানি প্রোগ্রাম ফর কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক কো-অপারেশন’-এর আওতায় বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন।
৯ ঘণ্টা আগেমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন (eSIF পূরণের মাধ্যমে) কার্যক্রম শুরু হয়েছে। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
১২ ঘণ্টা আগেবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমান) কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
১ দিন আগেইতালির ইউনিভার্সিটি অব পিসা স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২ দিন আগে