Ajker Patrika

হৃদ্‌রোগে মৃত্যুবরণ করলেন জাবি অধ্যাপক আফসার আহমেদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৬: ১৬
হৃদ্‌রোগে মৃত্যুবরণ করলেন জাবি অধ্যাপক আফসার আহমেদ

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ (৬২)। আজ শনিবার দুপুরে জাতীয় হৃদ্‌রোগ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন, প্রক্টর, সিনেট-সিন্ডিকেটের নির্বাচিত সদস্য এবং বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক সোমা মুমতাজ। 

অধ্যাপক সোমা মুমতাজ বলেন, ‘খুলনা থেকে ঢাকায় ফেরার পথে বিমানের মধ্যে হার্ট অ্যাটাক করেন অধ্যাপক আফসার আহমেদ। পরে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্‌রোগ হাসপাতালে আনা হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয় তাঁকে। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

অধ্যাপক সোমা মুমতাজ আরও বলেন, রাতে এশার নামাজের পরে অধ্যাপক আফসারের মরদেহ ক্যাম্পাসে আনা হবে। সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। 

অধ্যাপক আফসার আহমেদ একাধারে কবি, নাট্যকার, অনুবাদক, গবেষক ও সাহিত্য সমালোচক ছিলেন। তিনি ১৯৫৯ সালের ৩০ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরে `জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মধ্যযুগের বাঙলা আখ্যান' কাব্যের আলোকে বাংলাদেশের নৃগোষ্ঠী নাট্য শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। 

আফসার আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীকালে রবীন্দ্রোত্তর কালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ড. সেলিম আল দীনের সঙ্গে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত