Ajker Patrika

জার্মানিতে উচ্চশিক্ষায় শীতকালীন কোর্সে আবেদনের সুযোগ বেশি

মুনতাসির সিয়াম
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১২: ৫৯
জার্মানিতে উচ্চশিক্ষায় শীতকালীন কোর্সে আবেদনের সুযোগ বেশি

মৌলভীবাজারের ছেলে স্বপন কান্তি দাস। মনোবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের লক্ষ্যে এখন পড়ছেন জার্মানির লুডভিগ ম্যাক্রিমিলিয়ান ইউনিভার্সিটি অব মিউনিখে (LMU Munich)। নিজের অভিজ্ঞতার আলোকে এ দেশের শিক্ষার্থীদের জন্য জার্মানিতে উচ্চশিক্ষাবিষয়ক তথ্য জানিয়েছেন তিনি।

বিচিত্র অভিজ্ঞতার সুযোগ

এ দেশের শিক্ষার্থীরা মূলত দুটো কারণে উচ্চশিক্ষা গ্রহণের গন্তব্য হিসেবে জার্মানি বেছে নেন। এখানকার পড়াশোনা বিশ্বমানের। এ ছাড়া ভিন্ন ভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়তে আসায় ক্লাসে বিচিত্র অভিজ্ঞতারও সুযোগ থাকে। এক অর্থে নিজের দেশকে একই সঙ্গে বিভিন্ন দেশের মাঝে উপস্থাপন করা যায়, তেমনি অন্য দেশ ও সংস্কৃতি সম্পর্কেও জানা যায়।

শিক্ষাব্যয়

জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফি নেই। তবে বলে রাখা ভালো, সেমিস্টার ফি কিন্তু বিদ্যমান; নামে মাত্র ২৫০-৩৫০ ইউরোর মতো। এই সেমিস্টার ফির মধ্যে সব ধরনের পাবলিক ট্রান্সপোর্টের খরচও অন্তর্ভুক্ত।

আইইএলটিএস প্রস্তুতি

আইইএলটিএস একটা ট্রিকি টেস্ট। ইংরেজি ভাষা জানার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সেই টেস্টের অভ্যন্তরীণ বিষয়গুলো জানা। আইইএলটিএস প্রস্তুতির আগে টেস্টের কিছু নমুনা দেখে নেওয়া উচিত, যার মধ্য দিয়ে ভালো একটি ধারণা পাওয়া সম্ভব। সেই সঙ্গে এর মধ্য দিয়ে নিজের ঘাটতি বুঝে কোন কোন জায়গায় সেই ঘাটতি মেটাতে হবে, সেটি খুব সহজেই টের পাওয়া যায়। এবার আসা যাক প্রস্তুতি প্রসঙ্গে। অনলাইনে মেন্টরস, লিজসহ অনেক ওয়েবসাইট আছে, যেগুলো নিয়মিত অনুসরণ করতে হবে। পাশাপাশি অনুশীলন করতে হবে প্রচুর। নিজের মতো করে নিজের কিছু কৌশলও তৈরি করতে হবে। স্নাতকোত্তর ডিগ্রির জন্য যাঁরা আসবেন, স্নাতক পড়া অবস্থায় তাঁরা আইইএলটিএস প্রস্তুতি শুরু করলে বিষয়টা আরও বেশি সহজ হবে।

আবেদনের সময়

জার্মানিতে বছরে দুটো সেমিস্টার। গ্রীষ্ম ও শীতকালীন। গ্রীষ্মের তুলনায় শীতকালীন কোর্সে আবেদনের সুযোগ অনেক বেশি। গ্রীষ্মকালীন সেমিস্টারে নভেম্বর-ডিসেম্বর এবং শীতকালীন সেমিস্টারে মে-জুন মাস আবেদনের সময়। যদিও ডেডলাইনের দিনগুলো বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন ভিন্ন নির্ধারিত হয়।

আবেদনের প্রক্রিয়া

www.daad.de ঠিকানায় গিয়ে পছন্দের কোর্সের নাম দিয়ে খুঁজলেই পাওয়া যাবে জরুরি সব তথ্য। আবেদনের প্রক্রিয়া খুবই সহজ। জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে দুইভাবে আবেদন করার নিয়ম। সরাসরি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশন পোর্টাল কিংবা www.uni-assist.de -এর মাধ্যমে। এ ছাড়া যেকোনো ধরনের সহযোগিতার জন্য কোর্স কো-অর্ডিনেটরকে ই-মেইল করলেই সব তথ্য পাওয়া যায়।

ভর্তির সুযোগ

জার্মানির কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে অ্যাপটিটিউট টেস্ট বা এন্ট্রান্স টেস্ট বা ইন্টারভিউ নেয় ভর্তির আগে। যেমন টিইউএম, এলএমইউ প্রভৃতি। আসলে টপ র‍্যাঙ্কিংয়ের হওয়ায় সেসব বিশ্ববিদ্যালয়ে টেস্টের মাধ্যমে কোয়ালিফায়েড হতে হয়, যার জন্য চাই ভালো প্রস্তুতি।

স্কলারশিপ

সচরাচর DAAD scholarship, Deutschlandstipendium সহ বেশ কিছু স্কলারশিপ পেয়ে থাকেন বাংলাদেশের শিক্ষার্থীরা। স্কলারশিপের সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

ভিসা প্রক্রিয়া ও বাসস্থান

অফার লেটার পাওয়ার পর সবার আগে কাজ হচ্ছে জার্মান দূতাবাস ঢাকা ওয়েবসাইটে গিয়ে ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা। অ্যাম্বাসি ওয়েবসাইটে সেসব দরকারি কাগজপত্রের তালিকা আছে। বলে রাখা ভালো, স্কলারশিপ না পেলে এক বছরের একোমোডেশন বাবদ ১০ হাজার ৩৩২ ইউরো (প্রায় সাড়ে ১০ লাখ টাকা) ব্লকড করতে হয়। জার্মানিতে আসার পর প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই অর্থ জমা হবে। আর তুলনামূলক কম খরচে বসতি হিসেবে মোটামুটি সব শহরেই স্টুডেন্ট ডর্ম আছে। ডর্মগুলোতে পড়াশোনার জন্য সুন্দর ও মনোরম পরিবেশ প্রশংসনীয়।

জার্মান ভাষা

জার্মানিতে ইংরেজি ভাষায় পড়াশোনা সম্ভব। তবে দৈনন্দিন জীবনে জার্মান ভাষা জানার বিকল্প নেই। একটি দেশ সম্পর্কে জানতে, ভাষা জানাটাও গুরুত্বপূর্ণ; যার মধ্য দিয়ে সহজেই সবার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা সম্ভব। তা ছাড়া পার্টটাইম বা ফুলটাইম জবের ক্ষেত্রেও জার্মান ভাষা সহায়ক।

কাজের সুযোগ

জার্মানিতে শহরভেদে পার্টটাইম কাজের সুযোগ নির্ভর করে। ছোট শহরের তুলনায় বড় শহরে কাজের সুযোগ ও বৈচিত্র‍্যতা অনেক বেশি। বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছাড়াও বিভিন্ন করপোরেট জবের সুযোগ আছে শিক্ষার্থীদের জন্য। ওয়ার্কিং স্টুডেন্ট ও ইন্টার্নশিপ-পড়াশোনা শেষে ফুলটাইম জবের জন্য বেশ সহায়ক।

অনুলিখন: মুনতাসির সিয়াম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত