Ajker Patrika

ফিন্যান্স ও ব্যাংকিং: সংক্ষিপ্ত সিলেবাস

মো. মাজেদুল হক খান
ফিন্যান্স ও ব্যাংকিং: সংক্ষিপ্ত সিলেবাস

প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। ২০২৩ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে মানবণ্টনে ভিন্নতা রয়েছে। পূর্ণ নম্বর অর্থাৎ ১০০ নম্বরের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সৃজনশীল অংশে থাকবে ৭০ নম্বর এবং বহুনির্বাচনি অংশে ৩০ নম্বরের পরীক্ষা হবে। 

বহুনির্বাচনি অংশ
এ অংশে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। এতে সময় কম প্রয়োজন হবে। তারপর অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিতে হবে। 

সৃজনশীল অংশ
এ অংশে ভালো করতে গাণিতিক অধ্যায়ের ওপর জোর দিতে হবে। অর্থাৎ অর্থের সময়মূল্য, পুঁজি ও অনিশ্চয়তা এবং মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন অধ্যায় থেকে উত্তর দেওয়াটা সমীচীন হবে। 
সৃজনশীল ‘ক’ ও ‘খ’ প্রশ্নের উত্তরে প্রশ্নে যতটুকু চাওয়া হয়েছে, তা-ই লেখা উচিত। ‘খ’ প্রশ্নের উত্তর ৬টি বাক্যে লিখতে পারলে ভালো। ‘গ’ ও ‘ঘ’ প্রশ্নের উত্তর উদ্দীপক অনুযায়ী লিখতে হবে। ‘গ’-এর প্রথম প্যারায় জ্ঞান অংশ চিহ্নিতকরণ, দ্বিতীয় প্যারায় জ্ঞান অংশের ব্যাখ্যাকরণ এবং তৃতীয় প্যারায় উদ্দীপক হাইলাইট করে প্রয়োগমূলক অংশে কারণ উপস্থাপন করতে হবে। 
‘ঘ’ প্রশ্নের উত্তরে একই উপায়ে জ্ঞানমূলক অংশ চিহ্নিতকরণ, তারপর ব্যাখ্যা। উদ্দীপক অনুযায়ী যুক্তিতর্ক বিচার-বিশ্লেষণ ও মতামত তুলে ধরতে হবে। 
এ বিষয়ে ভালো করার জন্য অবশ্যই ফিন্যান্স অংশে গাণিতিক বিষয়গুলোর ওপর জোর দিতে হবে। এ জন্য বিভিন্ন গাণিতিক সূত্র ভালো করে আত্মস্থ করতে হবে। 

অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক 
ফিন্যান্স অংশ

  • অধ্যায়-১: (সৃজনশীল প্রশ্নের জন্য) অর্থায়নের প্রকারভেদ, বিশেষ করে ব্যবসায় অর্থায়ন, সরকারি অর্থায়ন ও আন্তর্জাতিক
  • অর্থায়ন, অর্থায়নের নীতিমালা ও অর্থায়নের কার্যাবলি। বহুনির্বাচনি প্রশ্নের জন্য অর্থায়নের ক্রমবিকাশ বিশেষ গুরুত্ব দিয়ে অধ্যয়ন করতে হবে। 
  • অধ্যায়-৪ অর্থের সময়মূল্য: অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়, প্রকৃত সুদের হার নির্ণয়, সুযোগ ব্যয়, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ ইত্যাদি। 
  • অধ্যায়-৫ ঝুঁকি ও অনিশ্চয়তা: অঙ্কের ক্ষেত্রে গড় আয়ের হার নির্ণয়, আদর্শ বিচ্যুতি নির্ণয়, ব্যবধানের বর্গের গড় ও সমষ্টি নির্ণয়। তাত্ত্বিকের জন্য ঝুঁকি ও অনিশ্চয়তা অধ্যয়ন করতে হবে। 
  • অধ্যায়-৬ মূলধন বাজেটিং: গণিতের ক্ষেত্রে পে-ব্যাক সময় নির্ণয়, গড় আয়ের হার নির্ণয় এবং নগদ আন্তপ্রবাহ নির্ণয়। তাত্ত্বিকে বাট্টা হার, মূলধন বাজেটিংয়ের পদক্ষেপসমূহ, অনুমাননির্ভর ইত্যাদি। 

ব্যাংকিং অংশ

  • অধ্যায়-৯: ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন: ব্যাংকের শ্রেণিবিভাগ, ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতিসমূহ, শ্রেণিবিভাগের ক্ষেত্রে কার্যভিত্তিক শ্রেণিবিভাগ ও কাঠামোভিত্তিক শ্রেণিবিভাগ। শ্রেণিবিভাগ সব থেকে গুরুত্বপূর্ণ। এ ছাড়াও ইসলামিক ব্যাংকিং সেবাসমূহ দেখতে হবে। 
  • অধ্যায়-১০: বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি: সৃজনশীল প্রশ্নের জন্য বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি, বিশেষ করে প্রত্যয়পত্র ভালোভাবে পড়তে হবে। তা ছাড়া বাণিজ্যিক ব্যাংকের আয় ও ব্যয়ের খাত পড়বে। 
  • অধ্যায়-১১: ব্যাংকের আমানত: বিভিন্ন প্রকার ব্যাংক হিসাব থেকে সব সময় প্রশ্ন থাকে। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও এটিএম কার্ড-সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন করা হয়।

মো. মাজেদুল হক খান,সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত