Ajker Patrika

তাইওয়ানে উচ্চশিক্ষা: সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি

শিক্ষা ডেস্ক
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৮: ২৮
তাইওয়ানে উচ্চশিক্ষা: সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি

বিশ্বজুড়ে উচ্চমানের শিক্ষাব্যবস্থা ব্যয়বহুল। সেখানে এশিয়ায় তাইওয়ান স্বল্পমূল্যে একই শিক্ষা প্রদানে প্রতিনিধিত্ব করছে। তাইওয়ান আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি দিচ্ছে। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা তাইওয়ানের একাডেমিয়া সিনিকায় স্নাতকোত্তর ও পিএইচডি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা
এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। থাকছে রেজিস্ট্রেশন ফির সুবিধাও। উপবৃত্তি হিসেবে থাকবে ১২ হাজার ৫০০ ডলার (১৪ লাখ ৯৭ হাজার ৭৯০ টাকা)। এ ছাড়া থাকছে বিমানভাড়ার টিকিট, ভিসা ফি, 
বিনা মূল্যে থাকার ব্যবস্থা ও স্বাস্থ্যবিমার সুযোগ

অধ্যয়নের বিষয়সমূহ
বায়োইনফরমেটিকস, মলিকুলার মেডিসিন, আর্থ সিস্টেম সায়েন্স, জীববৈচিত্র্য, ইন্টারডিসিপ্লিনারি নিউরোসায়েন্স, সামাজিক নেটওয়ার্ক এবং মানবকেন্দ্রিক কম্পিউটিং, আণবিক বিজ্ঞান ও প্রযুক্তি, ন্যানোবিজ্ঞান ও প্রযুক্তি এবং টেকসই রাসায়নিক বিজ্ঞান ও প্রযুক্তি।

আবেদনের যোগ্যতা
স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রির সার্টিফিকেট থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট থাকতে হবে। যেসব শিক্ষার্থী ইংরেজি ভাষায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের ক্ষেত্রে ভাষা দক্ষতার শিথিলতা রয়েছে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য
অনলাইন আবেদনপত্র, আপডেট সিভি বা জীবনবৃত্তান্ত, বৈধ পাসপোর্টের কপি, শিক্ষাগত নথি (ট্রান্সক্রিপ্ট বা ডিগ্রির অনুলিপি), গবেষণা পরিকল্পনার বিবৃতি, রিকমেন্ডেশন লেটার ও ইংরেজিতে দক্ষতার সার্টিফিকেট।

আবেদন পদ্ধতি
তাইওয়ানের এ বৃত্তির জন্য আগ্রহী প্রার্থীরা লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ লিংকে গিয়ে বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত