Ajker Patrika

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে ৬০০ বৃত্তি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮: ১৪
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে ৬০০ বৃত্তি

১৮৫৩ সালে প্রতিষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রাচীনতম ও ভিক্টোরিয়ার সর্বপ্রাচীনতম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মেলবোর্ন। এটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়টি ‘ইউনিভার্সিটি অব মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপস’-এর আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের জন্য বৃত্তির সুযোগ দিচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এসব বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানাচ্ছেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সিমন

অধ্যয়নের ক্ষেত্র
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে যেকোনো যোগ্য স্নাতক গবেষণা ডিগ্রি দেওয়া হয়। এ বছর বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন।

বৃত্তির সংখ্যা ও টার্গেট গ্রুপ
ইউনিভার্সিটি অব মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপসের আওতায় ৬০০টি বৃত্তি দেওয়া হবে। বৃত্তিগুলো দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অর্জন করতে পারবেন।

সুযোগ-সুবিধা

  • রিসার্চ ডিগ্রির মাধ্যমে দুই বছরমেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রাম ও চার বছরমেয়াদি ডক্টরাল ডিগ্রিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা খরচে (Full fee offset) পড়াশোনার সুযোগ দেওয়া হবে। একটি পূর্ণ বৃত্তির জন্য মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার বাংলাদেশি টাকা।
  • স্নাতকোত্তরে অংশ নেওয়া শিক্ষার্থীদের এ বৃত্তির আওতায় সম্পূর্ণ প্রোগ্রামে জীবনযাত্রার খরচ বা ভাতা হিসেবে প্রতিবছর ৩৭ হাজার মার্কিন ডলার বা প্রায় ৮০ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে। ডক্টরাল ডিগ্রির শিক্ষার্থীদের জন্যও প্রতিবছর স্নাতকোত্তর প্রোগ্রামের সমপরিমাণ ভাতা দেওয়া হবে এবং এই ভাতা প্রোগ্রামের সাড়ে তিন বছর সময় পর্যন্ত অর্জন করবেন।
  • ভিক্টোরিয়া ব্যতীত অন্য রাজ্য বা অঞ্চল থেকে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য স্থানান্তর অনুদান হিসেবে বরাদ্দ রয়েছে ২ হাজার মার্কিন ডলার বা প্রায় ২ লাখ ১৯ হাজার টাকা। আর অস্ট্রেলিয়ার বাইরে থেকে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্থানান্তর অনুদান হিসেবে দেওয়া হবে ৩ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকা।
  • অস্ট্রেলিয়ায় পড়ার জন্য স্টুডেন্ট ভিসার প্রয়োজন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা ও জীবনযাত্রার খরচের পাশাপাশি ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার (ওএসএইচসি) একক সদস্যপদ দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ও বৃত্তি-সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

সূত্র: মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত