খুবি প্রতিনিধি
বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ৫৪ শিক্ষক এ তালিকায় জায়গা করে নিয়েছেন।
তালিকায় শীর্ষ পাঁচজনের মধ্যে রয়েছেন-অধ্যাপক মো. মনিরুল ইসলাম, অধ্যাপক জামিল আহমেদ শিল্পী, অধ্যাপক শেখ জামাল উদ্দিন, অধ্যাপক মো. ওয়াসিউল ইসলাম ও অধ্যাপক সমীর কুমার সাধু।
জানা যায়, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। সেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এ তালিকায় বিশ্বের ২১২টি দেশের গবেষক রয়েছেন। মোট ১২টি ক্যাটাগরিতে সেরাদের বাছাই করা হয়েছে। বাংলাদেশে ২ হাজার ৭৭১ জন গবেষকদের মধ্যে এডির তালিকায় স্থান পেয়েছেন খুবির ৫৪ শিক্ষক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিশ্বসেরা গবেষকদের নিয়ে অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২২ প্রকাশ করা হয়েছে। এডির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ওই তালিকায় খুবির এসব গবেষকের নাম রয়েছে। তালিকায় খুবি গবেষকদের মধ্যে শীর্ষে এবং বাংলাদেশের মধ্যে পঞ্চম স্থানে আছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. মনিরুল ইসলাম।
এবারও বিশ্বসেরা বিজ্ঞানীদের এ তালিকায় ফরেস্ট্রিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন সেরা হয়েছেন। তিনি ফরেস্ট্রিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম, বাংলাদেশে ৪র্থ এবং সমগ্র এশিয়াতে ১৫৪ তম বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, ‘এডি সায়েন্টিফিক ইনডেক্সে আমাদের বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন গবেষকের নাম প্রকাশ করা হয়েছে। এটি আমাদের জন্য একটি সুখবর। বর্তমান বিশ্বে গবেষণাকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের শিক্ষকেরাও গুরুত্বের সঙ্গে গবেষণায় মনোনিবেশ করেছেন।’
রেজিস্ট্রার আরও বলেন, আমাদের বর্তমান উপাচার্য গবেষণার ওপর সবিশেষ গুরুত্ব দিয়েছেন। ছাত্র ও শিক্ষকদের গবেষণায় অনুদান বৃদ্ধি করেছেন। আশা করছি, ভবিষ্যতে এটির তালিকা আরও বৃদ্ধি পাবে। আমাদের শিক্ষকেরা সে অনুযায়ী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র্যাঙ্কিংটি প্রকাশ করেছে। গত বছর এ তালিকায় খুবির ২৯ জন গবেষক জায়গা করে নেন।
বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ৫৪ শিক্ষক এ তালিকায় জায়গা করে নিয়েছেন।
তালিকায় শীর্ষ পাঁচজনের মধ্যে রয়েছেন-অধ্যাপক মো. মনিরুল ইসলাম, অধ্যাপক জামিল আহমেদ শিল্পী, অধ্যাপক শেখ জামাল উদ্দিন, অধ্যাপক মো. ওয়াসিউল ইসলাম ও অধ্যাপক সমীর কুমার সাধু।
জানা যায়, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। সেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এ তালিকায় বিশ্বের ২১২টি দেশের গবেষক রয়েছেন। মোট ১২টি ক্যাটাগরিতে সেরাদের বাছাই করা হয়েছে। বাংলাদেশে ২ হাজার ৭৭১ জন গবেষকদের মধ্যে এডির তালিকায় স্থান পেয়েছেন খুবির ৫৪ শিক্ষক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিশ্বসেরা গবেষকদের নিয়ে অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২২ প্রকাশ করা হয়েছে। এডির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ওই তালিকায় খুবির এসব গবেষকের নাম রয়েছে। তালিকায় খুবি গবেষকদের মধ্যে শীর্ষে এবং বাংলাদেশের মধ্যে পঞ্চম স্থানে আছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. মনিরুল ইসলাম।
এবারও বিশ্বসেরা বিজ্ঞানীদের এ তালিকায় ফরেস্ট্রিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন সেরা হয়েছেন। তিনি ফরেস্ট্রিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম, বাংলাদেশে ৪র্থ এবং সমগ্র এশিয়াতে ১৫৪ তম বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, ‘এডি সায়েন্টিফিক ইনডেক্সে আমাদের বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন গবেষকের নাম প্রকাশ করা হয়েছে। এটি আমাদের জন্য একটি সুখবর। বর্তমান বিশ্বে গবেষণাকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের শিক্ষকেরাও গুরুত্বের সঙ্গে গবেষণায় মনোনিবেশ করেছেন।’
রেজিস্ট্রার আরও বলেন, আমাদের বর্তমান উপাচার্য গবেষণার ওপর সবিশেষ গুরুত্ব দিয়েছেন। ছাত্র ও শিক্ষকদের গবেষণায় অনুদান বৃদ্ধি করেছেন। আশা করছি, ভবিষ্যতে এটির তালিকা আরও বৃদ্ধি পাবে। আমাদের শিক্ষকেরা সে অনুযায়ী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র্যাঙ্কিংটি প্রকাশ করেছে। গত বছর এ তালিকায় খুবির ২৯ জন গবেষক জায়গা করে নেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন (eSIF পূরণের মাধ্যমে) কার্যক্রম শুরু হয়েছে। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
৩ ঘণ্টা আগেবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমান) কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
১৮ ঘণ্টা আগেইতালির ইউনিভার্সিটি অব পিসা স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১ দিন আগে৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
২ দিন আগে