খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৬২টি গবেষণা সেলের উদ্যোগে গবেষণা প্রকল্পের অনুকূলে ২ কোটি টাকার বেশি অনুদান দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ে ৬২ জন গবেষকের জন্য ২ কোটি ১ লাখ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণা ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি আসে না। যৌথ গবেষণা পরিচালনা করতে পারলে বহুমুখী জ্ঞান বৃদ্ধি পায়। কম টাকার মধ্যেও ভালো গবেষণা করা যায়। গবেষণা করতে হলে নিবেদিত হতে হয়।
উপাচার্য আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা জোরদারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী বছর এ খাতে বরাদ্দ বৃদ্ধি পাবে বলেও আশাবাদ করছি। উপাচার্য গবেষণা প্রকল্প সুসম্পন্ন করার ব্যাপারে বেশ কিছু পরামর্শ ও নির্দেশনা রয়েছে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের গবেষকদের মধ্যে চেক হস্তান্তর করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা। খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সেলের পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে গবেষকদের মধ্যে বক্তব্য দেন প্রফেসর ড. মোহাম্মদ বশির আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন গবেষণা সেলের যুগ্ম পরিচালক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গবেষণা সেলের যুগ্ম পরিচালক প্রফেসর ড. তুহিন রায়। এ ছাড়া গবেষণার অর্থ সমন্বয়ের ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য দেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৬২টি গবেষণা সেলের উদ্যোগে গবেষণা প্রকল্পের অনুকূলে ২ কোটি টাকার বেশি অনুদান দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ে ৬২ জন গবেষকের জন্য ২ কোটি ১ লাখ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণা ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি আসে না। যৌথ গবেষণা পরিচালনা করতে পারলে বহুমুখী জ্ঞান বৃদ্ধি পায়। কম টাকার মধ্যেও ভালো গবেষণা করা যায়। গবেষণা করতে হলে নিবেদিত হতে হয়।
উপাচার্য আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা জোরদারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী বছর এ খাতে বরাদ্দ বৃদ্ধি পাবে বলেও আশাবাদ করছি। উপাচার্য গবেষণা প্রকল্প সুসম্পন্ন করার ব্যাপারে বেশ কিছু পরামর্শ ও নির্দেশনা রয়েছে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের গবেষকদের মধ্যে চেক হস্তান্তর করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা। খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সেলের পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে গবেষকদের মধ্যে বক্তব্য দেন প্রফেসর ড. মোহাম্মদ বশির আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন গবেষণা সেলের যুগ্ম পরিচালক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গবেষণা সেলের যুগ্ম পরিচালক প্রফেসর ড. তুহিন রায়। এ ছাড়া গবেষণার অর্থ সমন্বয়ের ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য দেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৫ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন টেক সেন্টার চালু হয়েছে। এই সেন্টারের নাম ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার (ডেটাসফট ম্যানুফেকচারিং অ্যান্ড এসেম্বলিং—ডিআইইউ টেক সেন্টার)। শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক দক্ষতা বাড়ানো
৬ ঘণ্টা আগেঅধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে গত ৩১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে নিয়োগ দেওয়া হয়। ৭ আগস্ট তিনি বোর্ড অব ট্রাস্টিজের চেয়
৬ ঘণ্টা আগে