Ajker Patrika

জবিতে ভর্তির মেধা তালিকা প্রকাশ ৭ ডিসেম্বর 

জবি প্রতিনিধি
জবিতে ভর্তির মেধা তালিকা প্রকাশ ৭ ডিসেম্বর 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির মেধা তালিকা আগামী ৭ ডিসেম্বর প্রকাশ করা হবে। ৮ ডিসেম্বর নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। 

আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন এই চারটি বিশেষায়িত বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার পর বিভাগ অনুযায়ী মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য http://admission.jnu.ac.bd এবং www.jnu.ac.bd এ পাওয়া যাবে। 

প্রসঙ্গত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে তিন ইউনিটে ২ হাজার ৭০০ আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৪০ হাজার শিক্ষার্থী। এতে আসনপ্রতি লড়বে ১৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ