Ajker Patrika

জবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২২ জানুয়ারি

জবি প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭: ৩৯
জবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২২ জানুয়ারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস ২২ জানুয়ারি থেকে শুরু হবে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির মিটিং শেষে এসব তথ্য জানান জবির উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। 

তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট এবং সি ইউনিটে ভর্তি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এ ইউনিটে কিছুসংখ্যক সিট ফাঁকা আছে, যা আমাদের অষ্টম মেধাতালিকার মাধ্যমে পূর্ণ হয়ে যাবে বলে আশা করছি।’

অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘নতুন একটি পদ্ধতি এলে কিছুটা সমস্যার মুখোমুখি হতে হয়, এটা ঠিক হয়ে যাবে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তম মেধাতালিকার পরও এ ইউনিটে (বিজ্ঞান) ৩৪১টি, বি ইউনিটে (মানবিক) চারটি এবং সি ইউনিটে (ব্যবসা) সাতটি আসন ফাঁকা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত