মো. আশিকুর রহমান
পড়তে বসেছেন, কিন্তু মন বসছে না, বই খুললেই মাথায় ভিড় করে হতাশা, ভয় আর অনিশ্চয়তা। একটু খেয়াল করলেই দেখবেন—এ নেতিবাচক অনুভূতির পেছনে অনেক সময় দায়ী আপনার আশপাশের মানুষগুলো। সেই বন্ধুটি, যে বারবার বলে, ‘তুই পারবি না’ অথবা সহপাঠী, যে প্রতিনিয়ত ফলাফল, ভবিষ্যৎ আর জীবন নিয়ে হতাশার ছায়া ফেলে। লিখেছেন মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষক মো. আশিকুর রহমান।
একজন শিক্ষার্থীর মানসিক গঠনে সবচেয়ে বড় অন্তরায় হতে পারে এ ধরনের মানুষ, যাঁদের বলা হয় ‘টক্সিক’ বা বিষাক্তসঙ্গী। তাঁরা হয়তো আপনার ভালোই চান, কিন্তু তাঁদের কথাবার্তা, দৃষ্টিভঙ্গি ও মানসিকতা আপনাকে ক্রমাগত পিছিয়ে দেয়।
টক্সিক মানুষের প্রভাব
শিক্ষাজীবনের সাফল্য শুধু মেধা বা পরিশ্রমের ওপর নির্ভর করে না; বরং বড় একটি অংশ নির্ভর করে আপনি কাদের সঙ্গে সময় কাটান, কার কথা শোনেন, কার কথায় প্রভাবিত হন, তার ওপর।
নেতিবাচক সঙ্গের প্রভাবগুলো হলো
একজন শিক্ষার্থীর মানসিক গঠনে সবচেয়ে বড় অন্তরায় হতে পারে এ ধরনের মানুষ, যাঁদের বলা হয় ‘টক্সিক’ বা বিষাক্তসঙ্গী। তাঁরা হয়তো আপনার ভালোই চান, কিন্তু তাঁদের কথাবার্তা, দৃষ্টিভঙ্গি ও মানসিকতা আপনাকে ক্রমাগত পিছিয়ে দেয়।
টক্সিক মানুষের প্রভাব
শিক্ষাজীবনের সাফল্য শুধু মেধা বা পরিশ্রমের ওপর নির্ভর করে না; বরং বড় একটি অংশ নির্ভর করে আপনি কাদের সঙ্গে সময় কাটান, কার কথা শোনেন, কার কথায় প্রভাবিত হন, তার ওপর।
নেতিবাচক সঙ্গের প্রভাবগুলো হলো
কীভাবে বুঝবেন, কারা টক্সিক?
সমস্যাই তুলে ধরেন।
এমন মানুষদের এড়িয়ে চলার কৌশল: দূরে থাকুন, গড়ে তুলুন এই অবস্থার প্রতিকার কঠিন নয়, তবে সচেতন সিদ্ধান্ত নিতে হয়।
সঙ্গই গড়ে তোলে সম্ভাবনা
একজর শিক্ষার্থীর স্বপ্ন ও সাফল্যের পথে বড় বাধা হতে পারে ভুল সঙ্গ। ঠিক তেমনি, সহায়ক পরিবেশ, গঠনমূলক বন্ধুত্ব আর ইতিবাচক সম্পর্কই হতে পারে তার বিকাশের সিঁড়ি। আজকের শিক্ষার্থী, আগামীর পথপ্রদর্শক।
পড়তে বসেছেন, কিন্তু মন বসছে না, বই খুললেই মাথায় ভিড় করে হতাশা, ভয় আর অনিশ্চয়তা। একটু খেয়াল করলেই দেখবেন—এ নেতিবাচক অনুভূতির পেছনে অনেক সময় দায়ী আপনার আশপাশের মানুষগুলো। সেই বন্ধুটি, যে বারবার বলে, ‘তুই পারবি না’ অথবা সহপাঠী, যে প্রতিনিয়ত ফলাফল, ভবিষ্যৎ আর জীবন নিয়ে হতাশার ছায়া ফেলে। লিখেছেন মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষক মো. আশিকুর রহমান।
একজন শিক্ষার্থীর মানসিক গঠনে সবচেয়ে বড় অন্তরায় হতে পারে এ ধরনের মানুষ, যাঁদের বলা হয় ‘টক্সিক’ বা বিষাক্তসঙ্গী। তাঁরা হয়তো আপনার ভালোই চান, কিন্তু তাঁদের কথাবার্তা, দৃষ্টিভঙ্গি ও মানসিকতা আপনাকে ক্রমাগত পিছিয়ে দেয়।
টক্সিক মানুষের প্রভাব
শিক্ষাজীবনের সাফল্য শুধু মেধা বা পরিশ্রমের ওপর নির্ভর করে না; বরং বড় একটি অংশ নির্ভর করে আপনি কাদের সঙ্গে সময় কাটান, কার কথা শোনেন, কার কথায় প্রভাবিত হন, তার ওপর।
নেতিবাচক সঙ্গের প্রভাবগুলো হলো
একজন শিক্ষার্থীর মানসিক গঠনে সবচেয়ে বড় অন্তরায় হতে পারে এ ধরনের মানুষ, যাঁদের বলা হয় ‘টক্সিক’ বা বিষাক্তসঙ্গী। তাঁরা হয়তো আপনার ভালোই চান, কিন্তু তাঁদের কথাবার্তা, দৃষ্টিভঙ্গি ও মানসিকতা আপনাকে ক্রমাগত পিছিয়ে দেয়।
টক্সিক মানুষের প্রভাব
শিক্ষাজীবনের সাফল্য শুধু মেধা বা পরিশ্রমের ওপর নির্ভর করে না; বরং বড় একটি অংশ নির্ভর করে আপনি কাদের সঙ্গে সময় কাটান, কার কথা শোনেন, কার কথায় প্রভাবিত হন, তার ওপর।
নেতিবাচক সঙ্গের প্রভাবগুলো হলো
কীভাবে বুঝবেন, কারা টক্সিক?
সমস্যাই তুলে ধরেন।
এমন মানুষদের এড়িয়ে চলার কৌশল: দূরে থাকুন, গড়ে তুলুন এই অবস্থার প্রতিকার কঠিন নয়, তবে সচেতন সিদ্ধান্ত নিতে হয়।
সঙ্গই গড়ে তোলে সম্ভাবনা
একজর শিক্ষার্থীর স্বপ্ন ও সাফল্যের পথে বড় বাধা হতে পারে ভুল সঙ্গ। ঠিক তেমনি, সহায়ক পরিবেশ, গঠনমূলক বন্ধুত্ব আর ইতিবাচক সম্পর্কই হতে পারে তার বিকাশের সিঁড়ি। আজকের শিক্ষার্থী, আগামীর পথপ্রদর্শক।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন (eSIF পূরণের মাধ্যমে) কার্যক্রম শুরু হয়েছে। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
৩ ঘণ্টা আগেবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমান) কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
১৭ ঘণ্টা আগেইতালির ইউনিভার্সিটি অব পিসা স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১ দিন আগে৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
২ দিন আগে