Ajker Patrika

ইবিতে দুই অনুষদে নতুন ডিন নিয়োগ

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ১০
ইবিতে দুই অনুষদে নতুন ডিন নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান। 

নিয়োগপ্রাপ্ত দুই অনুষদের ডিনরা হলেন আইন অনুষদে অধ্যাপক ড. মোছা সৈয়দা সিদ্দীকা এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে অধ্যাপক ড. তানজীমা পারভীন। 

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত-২০১০)-এর ধারা ২৩ (৪) অনুযায়ী আইন অনুষদে নতুন ডিন হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. মোছা সৈয়দা সিদ্দীকা এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. তানজীমা পারভীনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তাঁরা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত