পোমোডোরো টেকনিক
মো. আশিকুর রহমান
আজকের প্রতিযোগিতামূলক সমাজে প্রোডাক্টিভ থাকা বড় একটি চ্যালেঞ্জ। বিশেষ করে ছাত্র-ছাত্রী ও পেশাজীবীদের জন্য সময়ের সঠিক ব্যবহারের গুরুত্ব অপরিসীম। সময়ের সঠিক ব্যবহার না জানলে প্রোডাক্টিভিটি অর্জন করা অসম্ভব। এই সমস্যা সমাধানে পোমোডোরো টেকনিক (Pomodoro Technique) একটি জনপ্রিয় পদ্ধতি। চলুন পোমোডোরো টেকনিক সম্পর্কে জেনে নেওয়া যাক–
পোমোডোরো টেকনিক কী
পোমোডোরো টেকনিক একধরনের সময় ব্যবস্থাপনা পদ্ধতি, যা ইতালীয় উদ্যোক্তা ফ্রান্সিসকো সিরিলো ১৯৮০ সালের দিকে তৈরি করেছিলেন। পোমোডোরো শব্দটি ইতালীয় ভাষার ‘টমেটো’ (Tomato) থেকে এসেছে। কারণ সিরিলো প্রথমে একটি টমেটো আকারের ঘড়ি ব্যবহার করে সময় মাপতেন। এই পদ্ধতির মূল ভিত্তি হলো, আপনি একটানা ২৫ মিনিট এক জায়গায় মনোযোগ দিয়ে কাজ করবেন, এরপর ৫ মিনিট বিরতি নেবেন। প্রতি চারটি পোমোডোরো সেশন শেষে (অর্থাৎ ১০০ মিনিট কাজের পর) একটি দীর্ঘ বিরতি (১৫ থেকে ৩০ মিনিট) নিতে হবে।
এই পদ্ধতি প্রোডাক্টিভিটি বাড়াতে সহায়তা করে। কারণ ছোট ছোট সেশনের মধ্যে কাজ করতে গিয়ে মনোযোগ আরও তীক্ষ্ণ হয়। আর দীর্ঘ বিরতির মাধ্যমে মস্তিষ্কের কর্মক্ষমতা পুনরুদ্ধারের সময় পাওয়া যায়; যা বিরতিহীনভাবে কাজ করার তুলনায় অনেক বেশি কার্যকর।
পোমোডোরো টেকনিকের সুবিধা
» ফোকাস বৃদ্ধি: ২৫ মিনিটের মধ্যে একটানা কাজ করলে মনোযোগ তীক্ষ্ণ হয় এবং কাজ দ্রুত সম্পন্ন হয়। আবার বিরতির মাধ্যমে অবাঞ্ছিত চিন্তাও দূর হয়ে যায়। ফলে ফোকাস বজায় থাকে।
» প্রোক্রাস্টিনেশন কমানো: বড় কোনো কাজ ছোট ছোট সেশনে ভাগ করলে তাতে কাজ নিয়ে ভীতি থাকে না। সেশন শেষে বিরতি নেওয়ার আশায় কাজ শুরু করা সহজ হয়, যা প্রোক্রাস্টিনেশন কমায়।
» স্ট্রেস ও বার্নআউট কমানো: বিরতির মাধ্যমে মানসিক চাপ কমানো যায়। একটানা কাজের কারণে সৃষ্ট ক্লান্তিও এড়ানো সম্ভব।
সময়ের প্রতি সচেতনতা বৃদ্ধি
পোমোডোরো টেকনিক একটি সময় ব্লকিং পদ্ধতি, যা আপনাকে কাজের প্রতি আরও মনোযোগী এবং সময়ের প্রতি সচেতন করে তুলবে।
একাডেমিক ও কর্মজীবনে প্রভাব
» একাডেমিক ক্ষেত্রে: ছাত্র-ছাত্রীদের জন্য পোমোডোরো টেকনিক অনেক গুরুত্বপূর্ণ। এটি তাঁদের পড়াশোনার অভ্যাসে একটি সুদৃঢ় কাঠামো গড়তে এবং সময় ব্যবস্থাপনায় সাহায্য করে। উদাহরণস্বরূপ: সিলেবাসের বড় অংশটি একবারে পড়া সম্ভব হয় না। কিন্তু ২৫ মিনিটের সেশনে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর মনোযোগ দিয়ে পড়লে, কাজটি আরও দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব। আবার বিরতির মাধ্যমে মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার ফলে তথ্য ধারণের ক্ষমতা বৃদ্ধি পায়।
» কর্মজীবনে: কর্মজীবী-পেশাজীবীরা যাঁরা তাঁদের অফিসের কাজের চাপ ও ডেডলাইন নিয়ে চিন্তিত থাকেন, তাঁদের জন্যও পোমোডোরো টেকনিক অত্যন্ত কার্যকর। অনেক সময় একসঙ্গে অনেক কাজের
চাপ থাকে, যা একসঙ্গে শেষ করা কঠিন। এক্ষেত্রে পোমোডোরো সেশনগুলোর মধ্যে বিরতি নিতে পারলে, একদিকে যেমন মানসিক চাপ কমে, তেমনি কাজের প্রতি মনোযোগ বাড়ে। যাঁদের অনেক অপ্রত্যাশিত কাজ থাকে, তাঁরা এই পদ্ধতিতে কার্যকরভাবে অগ্রগতি অর্জন করতে পারেন।
আজকের প্রতিযোগিতামূলক সমাজে প্রোডাক্টিভ থাকা বড় একটি চ্যালেঞ্জ। বিশেষ করে ছাত্র-ছাত্রী ও পেশাজীবীদের জন্য সময়ের সঠিক ব্যবহারের গুরুত্ব অপরিসীম। সময়ের সঠিক ব্যবহার না জানলে প্রোডাক্টিভিটি অর্জন করা অসম্ভব। এই সমস্যা সমাধানে পোমোডোরো টেকনিক (Pomodoro Technique) একটি জনপ্রিয় পদ্ধতি। চলুন পোমোডোরো টেকনিক সম্পর্কে জেনে নেওয়া যাক–
পোমোডোরো টেকনিক কী
পোমোডোরো টেকনিক একধরনের সময় ব্যবস্থাপনা পদ্ধতি, যা ইতালীয় উদ্যোক্তা ফ্রান্সিসকো সিরিলো ১৯৮০ সালের দিকে তৈরি করেছিলেন। পোমোডোরো শব্দটি ইতালীয় ভাষার ‘টমেটো’ (Tomato) থেকে এসেছে। কারণ সিরিলো প্রথমে একটি টমেটো আকারের ঘড়ি ব্যবহার করে সময় মাপতেন। এই পদ্ধতির মূল ভিত্তি হলো, আপনি একটানা ২৫ মিনিট এক জায়গায় মনোযোগ দিয়ে কাজ করবেন, এরপর ৫ মিনিট বিরতি নেবেন। প্রতি চারটি পোমোডোরো সেশন শেষে (অর্থাৎ ১০০ মিনিট কাজের পর) একটি দীর্ঘ বিরতি (১৫ থেকে ৩০ মিনিট) নিতে হবে।
এই পদ্ধতি প্রোডাক্টিভিটি বাড়াতে সহায়তা করে। কারণ ছোট ছোট সেশনের মধ্যে কাজ করতে গিয়ে মনোযোগ আরও তীক্ষ্ণ হয়। আর দীর্ঘ বিরতির মাধ্যমে মস্তিষ্কের কর্মক্ষমতা পুনরুদ্ধারের সময় পাওয়া যায়; যা বিরতিহীনভাবে কাজ করার তুলনায় অনেক বেশি কার্যকর।
পোমোডোরো টেকনিকের সুবিধা
» ফোকাস বৃদ্ধি: ২৫ মিনিটের মধ্যে একটানা কাজ করলে মনোযোগ তীক্ষ্ণ হয় এবং কাজ দ্রুত সম্পন্ন হয়। আবার বিরতির মাধ্যমে অবাঞ্ছিত চিন্তাও দূর হয়ে যায়। ফলে ফোকাস বজায় থাকে।
» প্রোক্রাস্টিনেশন কমানো: বড় কোনো কাজ ছোট ছোট সেশনে ভাগ করলে তাতে কাজ নিয়ে ভীতি থাকে না। সেশন শেষে বিরতি নেওয়ার আশায় কাজ শুরু করা সহজ হয়, যা প্রোক্রাস্টিনেশন কমায়।
» স্ট্রেস ও বার্নআউট কমানো: বিরতির মাধ্যমে মানসিক চাপ কমানো যায়। একটানা কাজের কারণে সৃষ্ট ক্লান্তিও এড়ানো সম্ভব।
সময়ের প্রতি সচেতনতা বৃদ্ধি
পোমোডোরো টেকনিক একটি সময় ব্লকিং পদ্ধতি, যা আপনাকে কাজের প্রতি আরও মনোযোগী এবং সময়ের প্রতি সচেতন করে তুলবে।
একাডেমিক ও কর্মজীবনে প্রভাব
» একাডেমিক ক্ষেত্রে: ছাত্র-ছাত্রীদের জন্য পোমোডোরো টেকনিক অনেক গুরুত্বপূর্ণ। এটি তাঁদের পড়াশোনার অভ্যাসে একটি সুদৃঢ় কাঠামো গড়তে এবং সময় ব্যবস্থাপনায় সাহায্য করে। উদাহরণস্বরূপ: সিলেবাসের বড় অংশটি একবারে পড়া সম্ভব হয় না। কিন্তু ২৫ মিনিটের সেশনে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর মনোযোগ দিয়ে পড়লে, কাজটি আরও দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব। আবার বিরতির মাধ্যমে মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার ফলে তথ্য ধারণের ক্ষমতা বৃদ্ধি পায়।
» কর্মজীবনে: কর্মজীবী-পেশাজীবীরা যাঁরা তাঁদের অফিসের কাজের চাপ ও ডেডলাইন নিয়ে চিন্তিত থাকেন, তাঁদের জন্যও পোমোডোরো টেকনিক অত্যন্ত কার্যকর। অনেক সময় একসঙ্গে অনেক কাজের
চাপ থাকে, যা একসঙ্গে শেষ করা কঠিন। এক্ষেত্রে পোমোডোরো সেশনগুলোর মধ্যে বিরতি নিতে পারলে, একদিকে যেমন মানসিক চাপ কমে, তেমনি কাজের প্রতি মনোযোগ বাড়ে। যাঁদের অনেক অপ্রত্যাশিত কাজ থাকে, তাঁরা এই পদ্ধতিতে কার্যকরভাবে অগ্রগতি অর্জন করতে পারেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন (eSIF পূরণের মাধ্যমে) কার্যক্রম শুরু হয়েছে। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
৩ ঘণ্টা আগেবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমান) কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
১৭ ঘণ্টা আগেইতালির ইউনিভার্সিটি অব পিসা স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১ দিন আগে৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
২ দিন আগে