এ টি এম মোজাফফর হোসেন, সেলটা
[গত সংখ্যার পর]
Listening to Verb & Adjective
লিসেনিংয়ে যখন প্রশ্নের ফোকাস ক্রিয়াপদ বা বিশেষণের ওপর হয়, তখন রেকর্ডিংয়ে মূল অর্থ ঠিক রেখে সেটিকে সরাসরি না বলে অন্য যেকোনোভাবে প্রকাশ করে থাকে। ইচ্ছে করেই এটি করা হয়। এভাবে পরীক্ষার্থীর ইংরেজি ভাষার ওপর দক্ষতা বা শব্দার্থ বোঝার ক্ষমতা পরখ করা হয়। বিষয়টি জানা থাকলে প্রশ্নপত্রের ভাষার সঙ্গে রেকর্ডিংয়ের বলা মিলিয়ে সঠিক উত্তর খুঁজে বের করা খুব সহজ হয়।
প্রারম্ভিক
লিসেনিংয়ে অন্যান্য ফ্যাক্টরের মতো ক্রিয়াপদ ও বিশেষণকে সহসাই প্যারাফ্রেজ অবস্থায় দেখা যায়। মূল অর্থ ঠিক রেখে যখন কোনো শব্দকে সরাসরি না বলে অন্য কোনোভাবে প্রকাশ করে, তখন তাকে প্যারাফ্রেজ বলে। এখানে প্রশ্নের ফোকাস যদি ক্রিয়াপদ, বিশেষণের ওপর অথবা তার আশপাশে হয় সে ক্ষেত্রে প্যারাফ্রেজ অবশ্যই করা হয়।
ইংরেজি বাক্যের প্রতিটি শব্দার্থ না বুঝলেও ক্রিয়াপদটির অর্থ বুঝে পুরো বাক্যের ভাবার্থ বোঝা সম্ভব। উল্টোভাবে যদি বলি, বাক্যের প্রতিটি শব্দার্থ জানি, কিন্তু ক্রিয়াপদের অর্থ জানি না—তবে ওই বাক্যের মর্মার্থ বের করা অসম্ভব। আর বাক্যে বিশেষণের উপস্থিতির কারণে একই প্রশ্নের জবাব সম্পূর্ণভাবে উল্টে যায়।
সামগ্রিকভাবে বিষয়টাকে মডিফায়ার বলে। তা ছাড়া লিসেনিংয়ে ক্রিয়াপদ এবং বিশেষণ সরাসরি না বলে শব্দান্তরিত করে বলে। এই পদ্ধতিকে প্যারাফ্রেজিং বলে। সুতরাং, মডিফায়ার ও প্যারাফ্রেজিং জানা আবশ্যক।
পরীক্ষার্থীরা যে সমস্যায় ভোগে
প্রশ্নপত্রের লেখার সঙ্গে রেকর্ডিংয়ের ভাষার সরাসরি মিল থাকে না কখনো। মূল ভাব (বা অর্থ) ঠিক রেখে তা পরিবর্তন করা হয়। এটি ইচ্ছে করেই করা হয়। এভাবে পরীক্ষার্থীর ইংরেজি ভাষার ওপর দক্ষতা বা শব্দার্থ বোঝার ক্ষমতা পরখ করা হয়।
এখানে যে দক্ষতাগুলো দেখা হয়
বাক্যে ক্রিয়াপদ অথবা বিশেষণ আলাদা করা, অর্থ বোঝা (প্যারাফ্রেজসহ) এবং বাক্যের সার্বিক মর্মার্থ বা মূল ভাব বুঝতে পারা।
শিক্ষণীয় বিষয়াদি
লিসেনিংয়ে ক্রিয়াপদ, বিশেষণের ওপর অথবা তার আশপাশের শব্দ প্যারাফ্রেজ করা হয়। তা ছাড়া প্রশ্নের আগে-পরের শব্দের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার অর্থ বা উত্তর পরিবর্তন হয়। তাই এখানে প্যারাফ্রেজ ও মডিফায়ার বিষয়টি খুবই প্রাসঙ্গিক। তবে বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে বিধায় এখানে আর আলাদা করে আলোচনা করা হলো না।
নিচে ক্রিয়াপদ বা বিশেষণের ওপর কিছু উদাহরণ দেওয়া হলো। অনুশীলনে যা যা করণীয়:
১. প্রশ্নপত্রে ক্রিয়াপদ বা বিশেষণ খুঁজে বের করুন এবং দাগান। এগুলোর প্যারাফ্রেজ করুন (যত মাথায় আসে)।
২. এবার ‘টেপ স্ক্রিপ্ট’-এ যান। প্রশ্নের সঙ্গে মিলান। দেখুন আপনার প্যারাফ্রেজগুলোর কতটা ঠিক হয়েছে, কতগুলো কাছাকাছি হয়েছে।
৩. প্রতিটি প্রশ্ন/উত্তর কেন, কীভাবে সঠিক হলো তার একটা ব্যাখ্যা বোঝার সুবিধার্থে নিচে দেওয়া হলো।
৪. এবার ভাবুন—কীভাবে ‘টেপ স্ক্রিপ্ট’-এর কথাগুলো (ক্রিয়াপদ/বিশেষণ) প্যারাফ্রেজ করে প্রশ্নপত্রে দেওয়া থাকে। সঙ্গে উত্তরগুলোও দেখুন।
৫. এমনি করে অনুশীলন করুন। এখন সব প্রশ্নের জবাব ঠিক ঠিক দিতে পারবেন।
[পর্ব-১০.২ আগামী সংখ্যায়]
আরও পড়ুন:
[গত সংখ্যার পর]
Listening to Verb & Adjective
লিসেনিংয়ে যখন প্রশ্নের ফোকাস ক্রিয়াপদ বা বিশেষণের ওপর হয়, তখন রেকর্ডিংয়ে মূল অর্থ ঠিক রেখে সেটিকে সরাসরি না বলে অন্য যেকোনোভাবে প্রকাশ করে থাকে। ইচ্ছে করেই এটি করা হয়। এভাবে পরীক্ষার্থীর ইংরেজি ভাষার ওপর দক্ষতা বা শব্দার্থ বোঝার ক্ষমতা পরখ করা হয়। বিষয়টি জানা থাকলে প্রশ্নপত্রের ভাষার সঙ্গে রেকর্ডিংয়ের বলা মিলিয়ে সঠিক উত্তর খুঁজে বের করা খুব সহজ হয়।
প্রারম্ভিক
লিসেনিংয়ে অন্যান্য ফ্যাক্টরের মতো ক্রিয়াপদ ও বিশেষণকে সহসাই প্যারাফ্রেজ অবস্থায় দেখা যায়। মূল অর্থ ঠিক রেখে যখন কোনো শব্দকে সরাসরি না বলে অন্য কোনোভাবে প্রকাশ করে, তখন তাকে প্যারাফ্রেজ বলে। এখানে প্রশ্নের ফোকাস যদি ক্রিয়াপদ, বিশেষণের ওপর অথবা তার আশপাশে হয় সে ক্ষেত্রে প্যারাফ্রেজ অবশ্যই করা হয়।
ইংরেজি বাক্যের প্রতিটি শব্দার্থ না বুঝলেও ক্রিয়াপদটির অর্থ বুঝে পুরো বাক্যের ভাবার্থ বোঝা সম্ভব। উল্টোভাবে যদি বলি, বাক্যের প্রতিটি শব্দার্থ জানি, কিন্তু ক্রিয়াপদের অর্থ জানি না—তবে ওই বাক্যের মর্মার্থ বের করা অসম্ভব। আর বাক্যে বিশেষণের উপস্থিতির কারণে একই প্রশ্নের জবাব সম্পূর্ণভাবে উল্টে যায়।
সামগ্রিকভাবে বিষয়টাকে মডিফায়ার বলে। তা ছাড়া লিসেনিংয়ে ক্রিয়াপদ এবং বিশেষণ সরাসরি না বলে শব্দান্তরিত করে বলে। এই পদ্ধতিকে প্যারাফ্রেজিং বলে। সুতরাং, মডিফায়ার ও প্যারাফ্রেজিং জানা আবশ্যক।
পরীক্ষার্থীরা যে সমস্যায় ভোগে
প্রশ্নপত্রের লেখার সঙ্গে রেকর্ডিংয়ের ভাষার সরাসরি মিল থাকে না কখনো। মূল ভাব (বা অর্থ) ঠিক রেখে তা পরিবর্তন করা হয়। এটি ইচ্ছে করেই করা হয়। এভাবে পরীক্ষার্থীর ইংরেজি ভাষার ওপর দক্ষতা বা শব্দার্থ বোঝার ক্ষমতা পরখ করা হয়।
এখানে যে দক্ষতাগুলো দেখা হয়
বাক্যে ক্রিয়াপদ অথবা বিশেষণ আলাদা করা, অর্থ বোঝা (প্যারাফ্রেজসহ) এবং বাক্যের সার্বিক মর্মার্থ বা মূল ভাব বুঝতে পারা।
শিক্ষণীয় বিষয়াদি
লিসেনিংয়ে ক্রিয়াপদ, বিশেষণের ওপর অথবা তার আশপাশের শব্দ প্যারাফ্রেজ করা হয়। তা ছাড়া প্রশ্নের আগে-পরের শব্দের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার অর্থ বা উত্তর পরিবর্তন হয়। তাই এখানে প্যারাফ্রেজ ও মডিফায়ার বিষয়টি খুবই প্রাসঙ্গিক। তবে বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে বিধায় এখানে আর আলাদা করে আলোচনা করা হলো না।
নিচে ক্রিয়াপদ বা বিশেষণের ওপর কিছু উদাহরণ দেওয়া হলো। অনুশীলনে যা যা করণীয়:
১. প্রশ্নপত্রে ক্রিয়াপদ বা বিশেষণ খুঁজে বের করুন এবং দাগান। এগুলোর প্যারাফ্রেজ করুন (যত মাথায় আসে)।
২. এবার ‘টেপ স্ক্রিপ্ট’-এ যান। প্রশ্নের সঙ্গে মিলান। দেখুন আপনার প্যারাফ্রেজগুলোর কতটা ঠিক হয়েছে, কতগুলো কাছাকাছি হয়েছে।
৩. প্রতিটি প্রশ্ন/উত্তর কেন, কীভাবে সঠিক হলো তার একটা ব্যাখ্যা বোঝার সুবিধার্থে নিচে দেওয়া হলো।
৪. এবার ভাবুন—কীভাবে ‘টেপ স্ক্রিপ্ট’-এর কথাগুলো (ক্রিয়াপদ/বিশেষণ) প্যারাফ্রেজ করে প্রশ্নপত্রে দেওয়া থাকে। সঙ্গে উত্তরগুলোও দেখুন।
৫. এমনি করে অনুশীলন করুন। এখন সব প্রশ্নের জবাব ঠিক ঠিক দিতে পারবেন।
[পর্ব-১০.২ আগামী সংখ্যায়]
আরও পড়ুন:
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন রায়হান খান। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা শেষ করে গকসু নির্বাচন কমিশন।
৩ ঘণ্টা আগেরাজধানীর নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ছাপানো ও ফাঁস হওয়া নকল ব্যালটের অভিযোগ নিয়ে এবার অধিকতর তদন্ত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন কমিশন। নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে...
১১ ঘণ্টা আগেতিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, জয়-পরাজয় যাই হোক না কেন, তাদের অধিকার ও স্বার্থরক্ষায় লড়াই অব্যাহত রাখব। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকারকে ব্যাহত করেছে। তবু আমরা আন্দোলন-সংগ্রামের পথেই আছি।’
১৯ ঘণ্টা আগেশিক্ষার্থীদের অংশগ্রহণে ইতিমধ্যেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় তারা উচ্ছ্বসিত। এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন।
১ দিন আগে