Ajker Patrika

ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

শিক্ষা ডেস্ক
ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির বিশ্ববিদ্যালয়ের এই বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন। ১২০ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হবে।

ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয় ইতালির রেন্ডে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন বেনিয়ামিনো আন্দ্রেয়াত্তা, জর্জিও গাগ্লিয়ানি, পিয়েত্রো বুচি ও পাওলো সিলোস লাবিনি।

সুযোগ-সুবিধা

বৃত্তিটির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ ও আবাসনের ব্যবস্থা রয়েছে। খাবারে ভর্তুকি দেওয়া হবে। এ ছাড়া থাকছে মাসিক উপবৃত্তির ব্যবস্থাও।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হবে। অফার লেটার পাওয়ার পর স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং ইংরেজিতে দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

আবেদনকারীর পাসপোর্ট ও ছবি, একাডেমিক কাগজপত্র, পার্সোনাল স্টেটমেন্ট, দুটি রেফারেন্স লেটার, আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), আইইএলটিএস, একাডেমিক স্কোর।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

আগামী ১০ এপ্রিল ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত