Ajker Patrika

ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা ২ অক্টোবর শুরু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩৮
ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা ২ অক্টোবর শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা সারা দেশে একযোগে আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে। দুপুর ১টা ৩০ মিনিট থেকে প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

ফয়জুল করিম আরও জানান, সারা দেশে মোট ১ হাজার ৮৫৯টি কলেজের ৭০২টি কেন্দ্রে ১ লাখ ৯৮ হাজার ৯৫৫ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। এরই মধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত